boAt Ultima Prime Ember Launched: দাম একই তবে ডিজাইন আলাদা! boAt Ultima Prime নাকি boAt Ultima Ember কিনবেন | boAt Ultima Prime Ember Smartwatch Price in India
বোট ভারতে আরও দুটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল – boAt Ultima Prime ও boAt Ultima Ember। প্রাইম ওয়াচে বৃত্তাকার ডায়াল আছে, আর এম্বার মডেলে বর্গাকার ডায়াল উপস্থিত। দুটো ঘড়িই দেখতে অত্যন্ত সুন্দর। উভয় মডেলে হেলথ এবং ফিটনেস ট্র্যাকিং ফিচার আছে। স্মার্ট ঘড়ি দুটিতে AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আসুন এদের দাম এবং ফিচার জেনে নেওয়া যাক।
বোট আলটিমা প্রাইম স্মার্টওয়াচটি অনিক্স ব্ল্যাক, সিলভার মিস্ট, ফরেস্ট গ্রিন, রয়্যাল বেরি, রোজ গোল্ড এবং স্টিল ব্ল্যাকের কালারে এসেছে, অন্যদিকে বোট আলটিমা অ্যাম্বার স্মার্টওয়াচটি বোল্ড ব্ল্যাক, সিলভার মিস্ট, রয়্যাল বেরি, রোজ গোল্ড, মিস্ট ব্লু এবং স্টিল ব্ল্যাক কালারে পাওয়া যাবে। এই স্মার্টওয়াচ দুটি বোটের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে মাত্র ১,৮৯৯ টাকায় কেনা যাবে।
বোট আলটিমা প্রাইম ওয়াচে বৃত্তাকার ডায়াল সহ ১.৪৩-ইঞ্চি অ্যামোলেড অলওয়েজ-অন ডিসপ্লে আছে, যা ৪৬৬ x ৪৬৬ পিক্সেল রেজোলিউশন এবং ৭০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করবে। ঘড়িটি দীর্ঘ ব্যাটারি লাইফও অফার করে। কোম্পানির দাবি, ফুল চার্জে স্মার্টওয়াচটি ৫ দিন পর্যন্ত চলবে, যদিও ব্লুটুথ কলিং ফিচার ব্যবহার করলে ব্যাটারি ব্যাকআপ কমবে।
কন্ট্রোলের জন্য এতে ক্রাউন বাটন দেওয়া হয়েছে। এটি আইপি৬৮ রেটিং সহ এসেছে। ঘড়িটি ওয়ার্কআউট এবং আউটডোর অ্যাক্টিভিটির জন্য উপযুক্ত। এতে ব্লুটুথ কলিং সাপোর্ট করে। এতছ ২০টি পর্যন্ত কন্টাক্ট সেভ রাখা যাবে।
এই স্মার্টওয়াচে হার্ট রেট মনিটরিং, SpO2 ট্র্যাকিং, স্লিপ স্কোর সহ স্লিপ ট্র্যাকিং, স্ট্রেস মনিটরিং, পিরিয়ড ট্র্যাকার এবং গাইডেড ব্রিদিং এক্সারসাইজ ফিচার উপস্থিত। আবার এই স্মার্ট ঘড়িতে ১০০ টিরও বেশি স্পোর্টস মোড সাপোর্ট করে।
বোট আলটিমা অ্যাম্বার বর্গাকার সাইজের ডায়াল সহ লঞ্চ হয়েছে। এতে ১.৯৬-ইঞ্চি AMOLED স্ক্রিন আছে, যা অলওয়েজ অন ডিসপ্লে, ৩৬৮x৪৪৮ পিক্সেল রেজোলিউশন এবং ৮০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ঘড়িটি ১৫ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে। এর অন্যান্য ফিচার boAt Ultima Prime এর মতো।
আইকোর অন্যতম সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 13 5G। শুধু ক্যামেরা নয়, এতে রয়েছে শক্তিশালী প্রসেসর…
আপনি নিশ্চয়ই ভারতের রাস্তায় হিরো কোম্পানি বা টাটা কোম্পানির বৈদ্যুতিক সাইকেল দেখে থাকবেন। তবে, এটাই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে আপনার জন্য দারুণ খবর।…
শ্বেতা মিত্র, কলকাতা : আচমকা বদলে গেল রবিবাসরীয় বিকেলের আবহাওয়া (South Bengal Weather)। ভ্যাপসা গরম…
ফটোগ্রাফির ক্ষেত্রে বাজারে এখন গুচ্ছের স্মার্টফোনের ছড়াছড়ি। তবে তার মধ্যে একটি দারুন বিকল্প হতে পারে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ কলকাতায় চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে অসংখ্য ক্যান্সার রোগী আসেন। এমনকি অনেকে…
This website uses cookies.