boAt Ultima Prime Ember Launched: দাম একই তবে ডিজাইন আলাদা! boAt Ultima Prime নাকি boAt Ultima Ember কিনবেন | boAt Ultima Prime Ember Smartwatch Price in India

বোট ভারতে আরও দুটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল – boAt Ultima Prime ও boAt Ultima Ember। প্রাইম ওয়াচে বৃত্তাকার ডায়াল আছে, আর এম্বার মডেলে বর্গাকার ডায়াল উপস্থিত। দুটো ঘড়িই দেখতে অত্যন্ত সুন্দর। উভয় মডেলে হেলথ এবং ফিটনেস ট্র্যাকিং ফিচার আছে। স্মার্ট ঘড়ি দুটিতে AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আসুন এদের দাম এবং ফিচার জেনে নেওয়া যাক।

boAt Ultima Prime ও boAt Ultima Ember মডেলের দাম

বোট আলটিমা প্রাইম স্মার্টওয়াচটি অনিক্স ব্ল্যাক, সিলভার মিস্ট, ফরেস্ট গ্রিন, রয়্যাল বেরি, রোজ গোল্ড এবং স্টিল ব্ল্যাকের কালারে এসেছে, অন্যদিকে বোট আলটিমা অ্যাম্বার স্মার্টওয়াচটি বোল্ড ব্ল্যাক, সিলভার মিস্ট, রয়্যাল বেরি, রোজ গোল্ড, মিস্ট ব্লু এবং স্টিল ব্ল্যাক কালারে পাওয়া যাবে। এই স্মার্টওয়াচ দুটি বোটের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে মাত্র ১,৮৯৯ টাকায় কেনা যাবে।

READ MORE:  HMD লঞ্চ করল Amped Buds, Fusion X1, কিপ্যাড ফোন-সহ একাধিক ডিভাইস

boAt Ultima Prime এর ফিচার

বোট আলটিমা প্রাইম ওয়াচে বৃত্তাকার ডায়াল সহ ১.৪৩-ইঞ্চি অ্যামোলেড অলওয়েজ-অন ডিসপ্লে আছে, যা ৪৬৬ x ৪৬৬ পিক্সেল রেজোলিউশন এবং ৭০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করবে। ঘড়িটি দীর্ঘ ব্যাটারি লাইফও অফার করে। কোম্পানির দাবি, ফুল চার্জে স্মার্টওয়াচটি ৫ দিন পর্যন্ত চলবে, যদিও ব্লুটুথ কলিং ফিচার ব্যবহার করলে ব্যাটারি ব্যাকআপ কমবে।

READ MORE:  দিনের দিনেই পাবেন ডেলিভারি, AC ও এয়ার কুলার অর্ডার করুন এখান থেকে | Croma Offering Same Day AC Air Cooler Delivery

কন্ট্রোলের জন্য এতে ক্রাউন বাটন দেওয়া হয়েছে। এটি আইপি৬৮ রেটিং সহ এসেছে। ঘড়িটি ওয়ার্কআউট এবং আউটডোর অ্যাক্টিভিটির জন্য উপযুক্ত। এতে ব্লুটুথ কলিং সাপোর্ট করে। এতছ ২০টি পর্যন্ত কন্টাক্ট সেভ রাখা যাবে।

এই স্মার্টওয়াচে হার্ট রেট মনিটরিং, SpO2 ট্র্যাকিং, স্লিপ স্কোর সহ স্লিপ ট্র্যাকিং, স্ট্রেস মনিটরিং, পিরিয়ড ট্র্যাকার এবং গাইডেড ব্রিদিং এক্সারসাইজ ফিচার উপস্থিত। আবার এই স্মার্ট ঘড়িতে ১০০ টিরও বেশি স্পোর্টস মোড সাপোর্ট করে।

READ MORE:  Samsung Republic Day Sale 2025: দারুন সুযোগ, Samsung Republic Day Sale উপলক্ষে অবাক করা ছাড় ও অফার | Samsung republic day sale 2025 offer earbuds smartwatch & smartphones

boAt Ultima Ember এর স্পেসিফিকেশন

বোট আলটিমা অ্যাম্বার বর্গাকার সাইজের ডায়াল সহ লঞ্চ হয়েছে। এতে ১.৯৬-ইঞ্চি AMOLED স্ক্রিন আছে, যা অলওয়েজ অন ডিসপ্লে, ৩৬৮x৪৪৮ পিক্সেল রেজোলিউশন এবং ৮০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ঘড়িটি ১৫ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে। এর অন্যান্য ফিচার boAt Ultima Prime এর মতো।

Scroll to Top