লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

BPL: বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবেন KKR-এর দুই মহাতারকা | Two Kolkata Knight Riders Playes Will Play In Bangladesh Premier League

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামবেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) দুই তাবড় তারকা। সূত্রের খবর, বিপিএলের আগের ম্যাচে না হলেও প্লে অফে নাইট তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে দলে ভেড়াবে রংপুরের ফ্র্যাঞ্চাইজি। দুই ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডারের পাশাপাশি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ডেভিড ওয়ার্নারকেও দলে টানবে ম্যানেজমেন্ট।

রংপুর রাইডার্সে 3 বিদেশির জায়গা পাকা

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষের 3 ম্যাচে পরাজয় দেখেছে রংপুর রাইডার্স। দলের ছেলেরা চেষ্টা করলেও দক্ষ বিদেশির অভাবে ভুগছিল বাংলাদেশের এই জেলা দল। এহেন আবহে প্লে অফে রাস্তা পাকা করে 3 বিদেশিকে তড়িঘড়ি দলে টেনে শক্তি বাড়াতে চাইছে রাইডার্সরা। এবার সেই সূত্র ধরেই বিপিএলের প্লে অফে রংপুর রাইডার্সের জার্সি গায়ে খেলতে নামছেন রাসেল, নারিনসহ অজি তারকা ওয়ার্নার। সম্প্রতি রংপুরের টিম ম্যানেজার আহসান উর রহমান মল্লিক রনি এই তথ্য জানিয়েছেন। রংপুর রাইডার্স কর্তা বলেন, সবাইকে একসাথে পাওয়া না গেলেও বেশ কয়েকটি ম্যাচে রংপুরের হয়ে আলাদা আলাদা ভাবে মাঠে নামবেন তারা।

READ MORE:  গম্ভীরের জায়গায় KKR-এ আসছেন বিশ্বকাপ জয়ী তারকা, মেন্টরে মহাচমক কিং খানের

5 বিদেশিকে সই করিয়েছে রংপুর রাইডার্স

চলতি বিপিএলে প্লে অফের দৌঁড়ে সবার প্রথমে নিজেদের গদি সুনিশ্চিত করেছে রংপুর রাইডার্স। শত্রু শিবিরে আঘাত হেনে টানা 8 ম্যাচে জয় ছিনিয়ে নেয় রাইডার্সদের দল। তবে বর্তমানে পরাজয়ের বেড়াজালে জড়িয়ে হতাশার দিন কাটছে রংপুর টিম ম্যানেজমেন্টের। বাংলাদেশ জেলা দলের পরাজয় নিয়ে দীর্ঘ কাটা ছেঁড়ার পর জানা যায় মূলত দক্ষ বিদেশি তারকাদের অভাবেই হারের হ্যাটট্রিকে নাম জড়িয়েছে RR-এর।

READ MORE:  মাসের শুরুতেই বড় ঝটকা! রান্নার এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি, কত হল দাম?

দলটির সবচেয়ে বড় শক্তি ছিল বিদেশি ক্রিকেটাররা। তবে দুর্ভাগ্যবশত অনেকেই জাতীয় দল ও ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য রংপুরকে সঙ্গ দিতে পারেননি। ফলত ফাঁকা জায়গা ভরাট করতে মরিয়া হয়ে উঠেছিল ম্যানেজমেন্ট। খোঁজ চলে দক্ষ বিদেশি খেলোয়াড়ের। অবশেষে সেই চেষ্টায় ধরা দিয়েছে সাফল্য।ইতিমধ্যেই 5 বিদেশি ক্রিকেটারের সাথে চুক্তি সেরে ফেলেছে রংপুর রাইডার্স। 5 বিদেশির মধ্যে প্রথমেই নাম রয়েছে আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের। এছাড়াও বাকি 3 জন হলেন, ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড এবং পাকিস্তানের আসিফ আলি।

READ MORE:  East Bengal: ক্লেটনের পর আরেক বিদেশি ছাঁটাই! সুপার কাপের আগে ডামাডোল ইস্টবেঙ্গলে | East Bengal Layoffs Another Star

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগ আসরে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে নাইট তারকা রাসেল ও নারিনের। স্বল্প হলেও ওপার বাংলার মাটিতে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন ওয়ার্নার এবং আসিফও। তবে প্রথমবারের জন্য নতুন জুতোতে পা গলাতে চলেছেন অজি অলরাউন্ডার টিম ডেভিড। সব ঠিক থাকলে, চলতি মরসুমেই প্রথমবারের জন্য বিপিএল খেলতে নামবেন ডেভিড।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.