BPL: বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবেন KKR-এর দুই মহাতারকা | Two Kolkata Knight Riders Playes Will Play In Bangladesh Premier League
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামবেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) দুই তাবড় তারকা। সূত্রের খবর, বিপিএলের আগের ম্যাচে না হলেও প্লে অফে নাইট তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে দলে ভেড়াবে রংপুরের ফ্র্যাঞ্চাইজি। দুই ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডারের পাশাপাশি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ডেভিড ওয়ার্নারকেও দলে টানবে ম্যানেজমেন্ট।
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষের 3 ম্যাচে পরাজয় দেখেছে রংপুর রাইডার্স। দলের ছেলেরা চেষ্টা করলেও দক্ষ বিদেশির অভাবে ভুগছিল বাংলাদেশের এই জেলা দল। এহেন আবহে প্লে অফে রাস্তা পাকা করে 3 বিদেশিকে তড়িঘড়ি দলে টেনে শক্তি বাড়াতে চাইছে রাইডার্সরা। এবার সেই সূত্র ধরেই বিপিএলের প্লে অফে রংপুর রাইডার্সের জার্সি গায়ে খেলতে নামছেন রাসেল, নারিনসহ অজি তারকা ওয়ার্নার। সম্প্রতি রংপুরের টিম ম্যানেজার আহসান উর রহমান মল্লিক রনি এই তথ্য জানিয়েছেন। রংপুর রাইডার্স কর্তা বলেন, সবাইকে একসাথে পাওয়া না গেলেও বেশ কয়েকটি ম্যাচে রংপুরের হয়ে আলাদা আলাদা ভাবে মাঠে নামবেন তারা।
চলতি বিপিএলে প্লে অফের দৌঁড়ে সবার প্রথমে নিজেদের গদি সুনিশ্চিত করেছে রংপুর রাইডার্স। শত্রু শিবিরে আঘাত হেনে টানা 8 ম্যাচে জয় ছিনিয়ে নেয় রাইডার্সদের দল। তবে বর্তমানে পরাজয়ের বেড়াজালে জড়িয়ে হতাশার দিন কাটছে রংপুর টিম ম্যানেজমেন্টের। বাংলাদেশ জেলা দলের পরাজয় নিয়ে দীর্ঘ কাটা ছেঁড়ার পর জানা যায় মূলত দক্ষ বিদেশি তারকাদের অভাবেই হারের হ্যাটট্রিকে নাম জড়িয়েছে RR-এর।
দলটির সবচেয়ে বড় শক্তি ছিল বিদেশি ক্রিকেটাররা। তবে দুর্ভাগ্যবশত অনেকেই জাতীয় দল ও ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য রংপুরকে সঙ্গ দিতে পারেননি। ফলত ফাঁকা জায়গা ভরাট করতে মরিয়া হয়ে উঠেছিল ম্যানেজমেন্ট। খোঁজ চলে দক্ষ বিদেশি খেলোয়াড়ের। অবশেষে সেই চেষ্টায় ধরা দিয়েছে সাফল্য।ইতিমধ্যেই 5 বিদেশি ক্রিকেটারের সাথে চুক্তি সেরে ফেলেছে রংপুর রাইডার্স। 5 বিদেশির মধ্যে প্রথমেই নাম রয়েছে আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের। এছাড়াও বাকি 3 জন হলেন, ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড এবং পাকিস্তানের আসিফ আলি।
উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগ আসরে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে নাইট তারকা রাসেল ও নারিনের। স্বল্প হলেও ওপার বাংলার মাটিতে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন ওয়ার্নার এবং আসিফও। তবে প্রথমবারের জন্য নতুন জুতোতে পা গলাতে চলেছেন অজি অলরাউন্ডার টিম ডেভিড। সব ঠিক থাকলে, চলতি মরসুমেই প্রথমবারের জন্য বিপিএল খেলতে নামবেন ডেভিড।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রইল…
শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? অনেকেই আছেন যারা ভবিষ্যতের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? মেট্রোতে (Kolkata Metro) করে রোজ যাতায়াত করেন?…
অ্যাপলের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন, iPhone 16e। এক রিপোর্টে দাবি, এই স্মার্টফোন সাড়া ফেলেছে বাজারে। কোম্পানির…
This website uses cookies.