লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

BSNL এর মতো সরকারি টেলিকম কোম্পানি হচ্ছে Vodafone Idea? সবচেয়ে বেশি শেয়ার সরকারের কাছে

Published on:

টেলিকম বাজারে বড় চাল চালল মোদী সরকার। ভোডাফোন আইডিয়ার (Vodafone Idea) অংশীদারি বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর আগে দেনায় ডুবে থাকা সংস্থার ঋণের বোঝা কমাতে বেশ কিছুটা শেয়ার নিজের দখলে নেয় সরকার। এদিন সেই শতাংশ একধাক্কায় দ্বিগুণ করল কেন্দ্র। কিছুদিন, আগেই মুম্বইয়ে ৫জি ট্রায়াল শুরু করে টেলিকম মহলে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে Vi। এবার কোম্পানির শেয়ারে হল বিরাট রদবদল।

READ MORE:  BSNL Recharge Plan: বাবা-মা বা বাড়ির ফোনে করুন এই রিচার্জ, খরচ সবচেয়ে কম, ৩৬৫ দিন পাবেন দৈনিক ২ জিবি ডেটা | BSNL Recharge Plan Yearly 12 Months Validity

জানা গিয়েছে, সরকারের কাছে আগে Vi-এর অংশীদারি ছিল ২২.৬%। যা এদিন বাড়িয়ে ৪৮.৯৯% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ কোম্পানির সবথেকে বড় শেয়ারহোল্ডার এখন খোদ সরকার। এখন প্রশ্ন উঠতে পারে সরকার Vi-এর অংশীদারি বাড়াচ্ছে কেন? মূলত, কেন্দ্রের কাছে স্পেকট্রাম পরিশোধের ৩৬,৯৫০ কোটি বকেয়া রয়েছে ভোডাফোন আইডিয়ায়। এবার এই মূল্যের ইক্যুইটি শেয়ারে রূপান্তর করার পরিকল্পনা করছে কেন্দ্র।

READ MORE:  সাবস্ক্রিপশন ছাড়াই হটস্টারে বিনামূল্যে দেখুন KKR বনাম RR এর ম্যাচ, কীভাবে জেনে নিন

সূত্রের খবর, Vodafone Idea-তে ভোডাফোন ইউকে-র অংশীদারিত্ব প্রায় ২৪.৪ শতাংশ থেকে কমে প্রায় ১৬.১ শতাংশে নেমে আসতে চলেছে। এই কোম্পানিতে আদিত্য বিড়লা গ্রুপের মালিকানা ১৪ শতাংশের কিছু বেশি থেকে কমে প্রায় ৯.৪ শতাংশে নেমে আসতে পারে। যদিও সরকার জানিয়েছে, কোম্পানি পরিচালনার দায়িত্ব ভোডাফোন আইডিয়ার প্রোমোটাররাই সামলাবেন।

যুক্তরাজ্যের Vodafone Plc এবং ভারতের আদিত্য বিড়লা গ্রুপ (ABG), এই দুই কোম্পানি ভি-এর উপর পরিচালনাগত নিয়ন্ত্রণ বজায় রাখবেন। তবে, এই পদক্ষেপ ভোডাফোন এবং আদিত্য বিড়লা গ্রুপের কৌশলগত দিকনির্দেশনা এবং ব্যবস্থাপনাকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন অনেকে। তাছাড়া তাদের আর্থিক লিভারেজ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় রাশ টানতে পারে বলে অভিমত বিশেষজ্ঞদের।

READ MORE:  7th Pay Commission: বড় সিদ্ধান্ত, আচমকাই এই কর্মীদের ৪% DA বৃদ্ধি করল সরকার | 4% Dearness Allowance Hikes For Gujarat State Road Transport Corporation Employees

উল্লেখ্য, বিএসএনএলের পর দ্বিতীয় টেলকো হিসেবে ভোডাফোন আইডিয়ায় সবথেকে বড় অংশীদার এখন মোদী সরকারের।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.