BSNL-এর সস্তা বার্ষিক প্ল্যান, ১২০০ টাকার কম দামের প্ল্যানে ৩ জিবি ডেটার সুবিধা
ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL গ্রাহকদের জন্য এক অসাধারণ সাশ্রয়ী বার্ষিক রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। মাত্র ১১৯৮ খরচে আপনি পেয়ে যাবেন পুরো এক বছরের সংযোগ, যার সাথে রয়েছে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে ডেটা, কল এবং SMS-এর সুবিধা। এই অফার মূলত তাদের জন্য যারা দীর্ঘমেয়াদে সিম সংরক্ষণ করতে চান, কিন্তু প্রতিমাসে খুব বেশি ডেটা বা কলের প্রয়োজন হয় না।
এই প্ল্যানে বৈধতা থাকবে ৩৬৫ দিন। প্রতিমাসে আপনি পাবেন ৩ জিবি ডেটা, ৩০০ মিনিট কলিং এবং ৩০টি SMS। অর্থাৎ গড়ে প্রতি মাসে ১০০-র একটু কম খরচে আপনি সিমটি সক্রিয় রাখতে পারবেন। এই সুবিধাগুলি প্রতি ৩০ দিনে একবার করে রিফ্রেশ হবে।
এই প্ল্যানটি মূলত যাদের সেকেন্ডারি সিম রয়েছে বা যাঁরা শুধুমাত্র ব্যাঙ্ক, UPI বা OTP-এর কাজেই সিম ব্যবহার করেন, তাঁদের জন্য আদর্শ। কারণ একদিকে যেমন সিম অ্যাক্টিভ থাকে, অন্যদিকে খরচও অত্যন্ত কম।
যাঁরা সিমটি শুধুমাত্র ব্যাঙ্কিং বা OTP-এর জন্য ব্যবহার করেন
যাঁরা সীমিত পরিমাণে ডেটা ও কল ব্যবহার করেন
যারা বারবার রিচার্জ না করে একবারেই বছরের জন্য নিশ্চিন্ত থাকতে চান
এই প্ল্যানটি অনেকটাই ‘সেট অ্যান্ড ফরগেট’ ধাঁচের, যেখানে একবার রিচার্জ করলেই এক বছর ভাবনা মুক্ত থাকা যায়।
BSNL-এর এই ১১৯৮ টাকার রিচার্জ অফারটি এমন একটি কার্যকরী সমাধান, যা বাজারের অন্যান্য প্ল্যানের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। যারা ব্যয় সাশ্রয় করে দীর্ঘমেয়াদে সিম ব্যবহার করতে চান, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে উপযুক্ত একটি প্যাক।
Oppo K13 5G কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছে। এরপর আজ এই ফোনের বিক্রি শুরু হল।…
7 শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে? দৈনিক রাশিফলের (Daily Horoscope) মাধ্যমে…
সহেলি মিত্র, কলকাতা: আরও এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল দেশে। শুধু বিড়ি খাওয়ার দোষে…
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের গ্রামাঞ্চল থেকে শহরের যেকোনো শাখা, ব্যাঙ্ক থেকে টাকা তোলার সময় (Bank…
রিয়েলমি মিড-রেঞ্জে T সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Realme 14T 5G লঞ্চ করল। এই ডিভাইসে আধুনিক…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ আচমকাই বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান (Pakistan)। আজ অর্থাৎ শুক্রবার বালোচিস্তানের কোয়েটার…
This website uses cookies.