লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

BSNL 397 Recharge Plan: কোটি কোটি গ্রাহকের কথা ভাবলো BSNL, ৪০০ টাকার রিচার্জে পাবেন ১৫০ দিন ভ্যালিডিটি | BSNL Offering 150 Days Validity Plan

Published on:

গতবছর দেশের বড় টেলিকম সংস্থা – Jio, Airtel এবং Vi, তাদের প্রিপেইড ও পোস্টপেইড রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। যদিও রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এখনও পুরানো এবং সাশ্রয়ী মূল্যের প্ল্যানগুলোর মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছে। বিশেষ করে যারা কম খরচে লম্বা ভ্যালিডিটির প্ল্যান খোঁজ করছেন, তাদের জন্য BSNL-এর কাছে কিছু দুর্দান্ত রিচার্জ প্ল্যান (Recharge Plan) আছে। আজ আমরা এই সরকারি টেলিকম সংস্থার একটি বিশেষ প্ল্যান সম্পর্কে বলবো, যার মূল্য মাত্র ৩৯৭ টাকা এবং এখানে ১৫০ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।

READ MORE:  Jio 98 Days Validity Recharge Plan: এক রিচার্জে ৯৮ দিনের ভ্যালিডিটি! কোটি কোটি গ্রাহকের চিন্তা দূর করল Jio | JioHotstar Subscription Details in India

BSNL এর ৩৯৭ টাকার রিচার্জ প্ল্যান

৩৯৭ টাকার বিএসএনএল রিচার্জ প্ল্যানে প্রথম ৩০ দিন জন্য গ্রাহকরা আনলিমিটেড লোকাল ও এসটিডি কলিং, রোজ ১০০টি SMS এবং দৈনিক ২ জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবেন। অর্থাৎ, প্রথম ৩০ দিন পর্যন্ত আপনি সমস্ত সুবিধা পাবেন। তবে ৩০ দিনের পরে ডেটা, কলিং এবং SMS সুবিধা বন্ধ হয়ে যাবে। যদিও আপনার সিমটি পুরো ১৫০ দিন পর্যন্ত চালু থাকবে।

READ MORE:  IPL শুরুর আগেই JioHotstar সাবস্ক্রিপশন সহ নতুন রিচার্জ প্ল্যান আনল Jio

সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, দৈনিক ২ জিবি ডেটা শেষ হয়ে গেলে গ্রাহকরা কেবিপিএসে গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যদিও এই গতি খুব একটা দ্রুত নয়, তবে সাধারণ কাজ চালিয়ে নেওয়া যাবে।

বিএসএনএল এর এই প্ল্যান মূলত তাদের জন্য উপযুক্ত, যারা সংস্থার নম্বরটিকে সেকেন্ডারি ফোন নম্বর হিসেবে ব্যবহার করেন। অনেকেই একটি নম্বর শুধু ব্যাঙ্কিং, ওটিপি বা গুরুত্বপূর্ণ কাজের জন্য রাখেন, তাদের জন্য এই ধরনের দীর্ঘমেয়াদি প্ল্যান খুব ভালো।

READ MORE:  Airtel গ্রাহকদের জন্য টেনশন শেষ, এই দুই সস্তা রিচার্জ প্ল্যানে পাবেন ৭৭ দিনের ভ্যালিডিটি
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.