BSNL 411 Plan: লড়াই জমিয়ে দিল BSNL, ৯০ দিনের এত সস্তা প্রিপেইড প্ল্যান আর কোথাও নেই | BSNL 90 Days Validity Recharge Plan
ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, তবে বাড়েনি রিচার্জের দাম। উল্টে পরিষেবা আরও উন্নতি করার চেষ্টায় কমতি রাখা হচ্ছে না বলে দাবি ভারত সঞ্চার নিগম লিমিটেডের (BSNL)। সম্প্রতি একটি ৯০ দিনের প্রিপেইড প্ল্যান হাজির করেছে কোম্পানি, যা এই বাজারে বেশ সস্তা। এর পাশাপাশি দ্রুত ৪জি টাওয়ার স্থাপনের কাজও এগিয়ে নিয়ে যাচ্ছে বিএসএনএল। বেসরকারি টেলকোগুলির সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে যা ভীষণ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বেসরকারি অপারেটররা যেখানে তাদের রিচার্জের দাম বাড়িয়েছে, সেখানে রিচার্জের দাম অপরিবর্তিত রেখেছে BSNL। যার ফলে লক্ষ লক্ষ গ্রাহক BSNL-এর দিকে ঝুঁকছেন। সেই সব ব্যবহারকারীকে আকর্ষণ করার জন্য, ধারাবাহিকভাবে সাশ্রয়ী মূল্যের প্ল্যান আনছে কোম্পানি। কয়েকদিন আগে, BSNL একটি সাশ্রয়ী ৩৬৫ দিনের প্ল্যান চালু করেছে। এবার একটি ৯০ দিনের প্ল্যানও আনল বিএসএনএল।
সরকারি মালিকানাধীন কোম্পানিটি এক্স প্ল্যাটফর্মে নতুন এই রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। একটি পোস্টে BSNL বলেছে যে, মাত্র ৪১১ টাকায়, ব্যবহারকারীরা ৯০ দিনের জন্য প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা উপভোগ করতে পারবেন।
এই মুহূর্তে অন্য কোনও টেলিকম কোম্পানি ৯০ দিনের দীর্ঘ মেয়াদের সাথে এত কম দামে রিচার্জ প্ল্যান অফার করে না। তবে মনে রাখতে হবে যে, এটি একটি ডেটা ভাউচার প্ল্যান, যেখানে সীমাহীন কলিং অন্তর্ভুক্ত নেই। যদি আপনার ডেটার সাথে কলিং পরিষেবার প্রয়োজন হয়, তাহলে আপনি BSNL-এর অন্য কোনও রিচার্জ প্ল্যান বিবেচনা করতে পারেন। ৪১১ টাকার রিচার্জে ব্যবহারকারীরা মোট ১৮০ জিবি ডেটা পাবেন।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.