লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

BSNL 45 Days Plan: ৪৫ দিনের প্ল্যানে ধামাকা BSNL-র! চাপে Jio, Airtel | Bharat Sanchar Nigam Limited 45 Days Plan

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: ফের একবার নয়া চমক নিয়ে হাজির হল BSNL। এমনিতে যত সময় এগোচ্ছে ততই বিএসএনএল দেশের প্রথম সারির টেলিকম সংস্থাগুলির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। একদিকে যখন Airtel থেকে শুরু করে Jio, Vi নিজেদের রিচার্জ প্ল্যান ব্যয়বহুল করছে তখন সস্তার রিচার্জ প্ল্যান এনে সকলকে চমকে দিচ্ছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

আসলে, বিএসএনএল নিজেদের রিচার্জ প্ল্যানের তালিকায় একটি নতুন সস্তা এবং সাশ্রয়ী মূল্যের প্ল্যান যুক্ত করেছে। আজ বিএসএনএলের এই প্ল্যান সম্পর্কে আপনাদের জানাব। এই বিএসএনএল প্ল্যানটির বৈধতা ৪৫ দিন। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কল, মেসেজ এবং ডেটার মতো বেশ কয়েকটি ফিচার পেয়ে যাবেন। আসুন এই বিএসএনএল প্ল্যান সম্পর্কে আরও জেনে নেওয়া যাক।

READ MORE:  Mobile Recharge Price: চাপ পড়তেই বাপ বাপ! নয়া নিয়ম আসতেই একধাক্কায় রিচার্জের দাম কমাল Airtel-Jio | Airtel Jio Reduced Voice Only Recharge Plan Prices

BSNL-এর ২৪৯ টাকার প্ল্যান

আপনি বিএসএনএলের ৪৫ দিনের বৈধতার প্ল্যানটি মাত্র ২৪৯ টাকা দিয়ে কিনতে পারবেন। এই প্ল্যানে ৪৫ দিনের জন্য আনলিমিটেড কলিং ফিচার রয়েছে। এছাড়াও, এই প্ল্যানে প্রতিদিন ১০০টি ফ্রি SMS সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। ডেটার ক্ষেত্রে, ব্যবহারকারীরা এই বিএসএনএল প্ল্যানের সাথে প্রতিদিন 2GB ডেটা পাবেন। দৈনিক ডেটা সীমা শেষ হয়ে যাওয়ার পরে, আপনি 40Kbps গতিতে আনলিমিটেড নেট সার্ফ করতে পারেন।

READ MORE:  Jio Offer: বিনামূল্যে 500GB ডেটা! OTT, কলিং সব এক রিচার্জেই! ধামাকা প্ল্যান Jio-র | Jio Recharge Plan

অন্যান্য কোম্পানির তুলনায় এটি কতটা সস্তা?

বিএসএনএল আনলিমিটেড সুবিধা সহ ২৫০ টাকারও কম দামে ৪৫ দিনের বৈধতা দিচ্ছে। এদিকে, জিও, এয়ারটেল এবং ভিআইয়ের মতো অন্যান্য টেলিকম সংস্থাগুলি একই দামের জন্য মাত্র ২৮ দিনের বৈধতা দেয়। ফলে এবার আপনি কোন কোম্পানির রিচার্জ প্ল্যান নেবেন সেটা আপনার ব্যাপার।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.