লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

BSNL 600GB Data Plan: 600 জিবি ডেটার সঙ্গে 1 বছর আনলিমিটেড কলিং, দিনে মাত্র 5 টাকা খরচ BSNL-এর এই রিচার্জ প্ল্যানে | BSNL Launches 1999 Prepaid Plan

Published on:

ঘন ঘন নিজের নম্বর রিচার্জের ঝামেলা এড়াতে কম দামে গোটা বছরের জন্য প্ল্যান খুঁজছেন? তাহলে অপনার জন্য দারুণ খবর রয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSN) তাদের গ্রাহকদের জন্য ১৯৯৯ টাকার একটি প্রিপেইড প্ল্যান চালু করেছে। ৩৬৫ দিনের মেয়াদ, ৬০০ জিবি ডেটা, আনলিমিটেড কল ও এসএমএস এর সুবিধা সহ এই রিচার্জ প্ল্যানটি এখন ভারতের সমস্ত বিএসএনএল সার্কেলে উপলব্ধ।

READ MORE:  BSNL এর মতো সরকারি টেলিকম কোম্পানি হচ্ছে Vodafone Idea? সবচেয়ে বেশি শেয়ার সরকারের কাছে

BSNL-এর ১৯৯৯ টাকার প্ল্যান কী কী সুবিধা দেবে

  • দৈনিক সীমা ছাড়াই ৬০০ জিবি হাই-স্পিড ডেটা।
  • জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া (ভিআই) এবং বিএসএনএল-এর নম্বরে আনলিমিটেড ভয়েস কলিং।
  • প্রতিদিন ১০০টি এসএমএস।
  • ন্যাশনাল রোমিং, লোকাল এবং এসটিডি কলের সম্পূর্ণ অ্যাক্সেস।

সাশ্রয়ী এবং সুবিধাজনক

বিএসএনএল-এর নতুন রিচার্জ প্ল্যানটি ৩৬৫ দিনের ভ্যালিডিটি মাত্র ১,৯৯৯ টাকায় সরবরাহ করছে। আর হিসাব করলে এই ট্যারিফ প্ল্যানে প্রতিদিন মাত্র ৫ টাকা খরচ, যা একে মাসিক রিচার্জের জন্য একটি বাজেট ফ্রেন্ডলি অপশন করে তুলেছে। এককালীন রিচার্জ প্ল্যানের ফলে মাসিক পুনর্নবীকরণের প্রয়োজন দূর হয়ে যায়।

READ MORE:  Jio Plan: জিও গ্রাহকদের জন্য সুখবর, রিচার্জে বাঁচান ১০০ টাকা, ডেটা সহ রয়েছে অনেক সুবিধা | Jio 100 Rupees Cheaper Plan

আবার দৈনিক ডেটা ক্যাপ না থাকার সবচেয়ে বড় সুবিধা হল ব্যবহারকারীরা কোনও সীমাবদ্ধতা ছাড়াই ডেটা ব্যবহার করতে পারবেন। ফলে ভিডিয়ো দেখা, গেম খেলা, পড়াশোনা বা অফিসিয়াল কাজের জন্য আদর্শ। ১,৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি তাদের জন্য উপযুক্ত যারা অল-ইন-ওয়ান রিচার্জে প্রচুর ডেটা এবং সীমাহীন কলিং সুবিধা পেতে চান।

READ MORE:  মোবাইলে দেখা যাবে ৩০০টির বেশি টিভি চ্যানেল, দেশজুড়ে চালু হল BSNL-র BiTv পরিষেবা
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.