লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

BSNL 90 Days Plan: জলের দামে ৯০ দিনের দুর্ধর্ষ প্ল্যান BSNL-র! ব্যবসা মন্দা হবে AIrtel, Jio-র | BSNL 439 Rupee Plan

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতাঃ টেলিকম জগতে প্রতিযোগিতা এখন তুঙ্গে। আর এরই মধ্যে ভারতের সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আরও একবার প্রাইভেট কোম্পানিগুলিকে নতুন প্রতিযোগিতায় ফেলে দিল। Airtel, Jio এবং Vodafone Idea-এর মত কোম্পানির তুলনায় BSNL-এর নতুন একটি রিচার্জ প্ল্যান এখন অনেকটাই সাশ্রয়ী। চলুন বিস্তারিত জেনে নিই এই প্ল্যানটি সম্বন্ধে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

মাত্র 439 টাকায় 90 দিনের বৈধতা

সম্প্রতি BSNL তাদের অফিসিয়াল X অ্যাকাউন্টের মাধ্যমে 439 টাকা মূল্যের একটি নতুন প্রিপেইড প্ল্যানের ঘোষণা করেছে। এই প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন আনলিমিটেড কলিং-এর সুবিধা, ভারতের যেকোনো প্রান্তে ফ্রী ন্যাশনাল রোমিং-এর সুবিধা এবং প্রতিদিন 300টি করে ফ্রি এসএমএস। হ্যাঁ ঠিকই শুনেছেন। তবে এখানেই শেষ নয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই প্ল্যানের মেয়াদ 90 দিন। যার ফলে প্রতিদিনের গড় খরচ দাড়াচ্ছে মাত্র 4.90 টাকা।

READ MORE:  এখন থেকে বছরে দুবার ড্রেস অ্যালাউন্স পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা, জানুন কত টাকা পাবেন

তবে একটি বিষয় মাথায় রাখতে হবে। এই রিচার্জ প্ল্যানে কোন রকম ডেটা সুবিধা অন্তর্ভুক্ত নেই। তাই যারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি উপযুক্ত নয়। তবে হ্যাঁ, শুধুমাত্র কলিং এবং মেসেজের জন্য এই প্ল্যানটি বাজেট ফ্রেন্ডলি সেরা বিকল্প হতে চলেছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সরকারের বড় বিনিয়োগ

BSNL বর্তমানে বাজারে প্রভাব বিস্তার করছে। সম্প্রতি ভারত সরকারের তরফ থেকে এই সংস্থাকে পুনর্জীবিত করার জন্য 6000 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী BSNL এবং MTNL-এর নেটওয়ার্ক পরিকাঠামোকে আরো উন্নত করার জন্যই এই বিনিয়োগ করা হচ্ছে। ফলে আগামী দিনে BSNL গ্রাহকরা আরও সাশ্রয়ী মূল্যে উন্নত পরিষেবা উপভোগ করতে পারবেন।

READ MORE:  Business Idea: সবসময় চলবে, ৩৬৫ দিনই হবে আয় !মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগে শুরু করুন এই সুপারহিট ব্যবসা | Puffed Rice Business Idea For Better Income

তবে এখানেই শেষ নয়। BSNL তাদের 4G পরিষেবা দ্রুত সম্প্রসারণের কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই 65 হাজার নতুন 4G মোবাইল টাওয়ার বসানো হয়েছে এবং খুব শীঘ্রই এই সংখ্যা 1 লক্ষে ছুঁয়ে যাবে। পাশাপাশি 5G পরিষেবা চালু করার পরীক্ষাও BSNL শুরু করে দিয়েছে।

চ্যালেঞ্জের মুখেও এগিয়ে চলেছে BSNL

যদিও BSNL নতুন নতুন সুবিধা চালু করছে। তবে তাদের একের পর এক সমস্যা যেন মাথা চাঁড়া দিয়ে উঠছে। অনেক গ্রাহক নেটওয়ার্ক সমস্যা এবং কল ড্রপের অভিযোগ জানিয়েছেন। এই কারণে BSNL গত চার মাসে তিন লক্ষের বেশি গ্রাহক হারিয়ে ফেলেছে। তবে নতুন পরিকল্পনা এবং পরিষেবা উন্নত করার মাধ্যমে এই সংস্থাটি চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করতে চাইছে।

READ MORE:  আরও মসৃণ পাহাড়ে যাওয়া, উত্তরবঙ্গে তৈরি হবে নতুন সেতু, রাজ্যকে প্রস্তাব NHAI-র

তাই যারা কম খরচে দীর্ঘমেয়াদি কলিং পরিষেবা চান তাদের জন্য BSNL-এর 439 টাকার প্ল্যানটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত বিকল্প। সরকারের সমর্থন এবং নতুন প্রযুক্তির সংযোজনের ফলে BSNL হতে পারে ভবিষ্যতের সবথেকে শক্তিশালী নেটওয়ার্ক। এখন দেখার বিষয়, এই নতুন পদক্ষেপ প্রাইভেট টেলিকম সংস্থাগুলির উপর কিরকম প্রভাব ফেলে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.