BSNL Cheap Plan: দিনে মাত্র ৩ টাকা খরচে ৩০০ দিনের বৈধতা, BSNL-এর এই সস্তা রিচার্জ প্যাক সম্পর্কে এখনই জানুন
ভারতের অন্যতম বৃহত্তম সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার গ্রাহকদের জন্য বেশ কিছু লাভজনক ও দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান অফার করছে। বিএসএনএল-এ ব্যবহৃত প্ল্যানগুলো সাধারণত খুবই সাশ্রয়ী এবং গ্রাহকদের নানা ধরনের সুবিধা প্রদান করে, যার ফলে গত কয়েক মাসে কোম্পানিটির নতুন গ্রাহকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিএসএনএল তার গ্রাহকদের জন্য ২৬ দিন থেকে ৩৯৫ দিন পর্যন্ত বৈধতার নানা প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করছে। এই প্ল্যানগুলোর মধ্যে সীমাহীন কলিং, বিনামূল্যে জাতীয় রোমিং, ডেটা সুবিধা রয়েছে, যা ব্যবহারকারীদের সাশ্রয়ী মূল্যে রিচার্জ প্ল্যান অফার করছে।
BSNL-এ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানটি ৭৯৭ টাকার মূল্যে ৩০০ দিনের বৈধতার সঙ্গে আসে। এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিদিন ৩ টাকার কম খরচে আনলিমিটেড কলিং, ডেটা এবং এসএমএস সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষত, প্রথম ৬০ দিনব্যাপী দেশের যে কোনো নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কলিং এবং ইন্টারন্যাশনাল রোমিং সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া, এই প্ল্যানটি প্রথম ৬০ দিনের জন্য প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা অফার করে, এরপর তা ৪০kbps গতিতে চলে আসবে। ব্যবহারকারীরা প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএসও পাবেন। এর মাধ্যমে বিএসএনএল ব্যবহারকারীরা সাশ্রয়ী মূল্যে তার প্রয়োজনীয় সমস্ত পরিষেবা একত্রে পাবেন।
বিএসএনএল গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে 4G পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে, সংস্থাটি ৫০,০০০টি নতুন 4G টাওয়ার স্থাপন করেছে, যার মধ্যে ৪১,০০০টি চালু করা হয়েছে। এতে ৫,০০০টি টাওয়ার বিশেষত এমন অঞ্চলে স্থাপন করা হয়েছে, যেখানে অন্যান্য টেলিকম অপারেটরের পরিষেবা পৌঁছায় না। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই পদক্ষেপ গ্রাহকদের আরও দ্রুত এবং স্থিতিশীল 4G পরিষেবা দেওয়ার জন্য। বিশেষজ্ঞরা আশা করছেন যে, বিএসএনএল-এর 4G পরিষেবা আগামী বছরের জুনে বাণিজ্যিকভাবে চালু হবে। সরকারের তরফে জানানো হয়েছে যে, ১ লক্ষ নতুন টাওয়ার স্থাপন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দেশের সেরা টেলিকম অপারেটরের তালিকায় বিএসএনএলকে আরও শক্তিশালী করবে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধু ভারতের কথা রাখল শ্রীলঙ্কা। দিল্লির আপত্তির জের, বাতিল হয়ে গেল পাকিস্তান-শ্রীলঙ্কা…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি সদ্য পাস করা একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডার? তাহলে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপার কাপে সেরা দল নিয়ে নামছে না মোহনবাগান (Mohun Bagan)। ইন্ডিয়ান সুপার…
প্রীতি পোদ্দার, কলকাতা: বেলার দিকে রোদের তেজ থাকলেও বিকেলের পর থেকেই ঘন কালো অন্ধকার করে…
যারা সরকারি চাকরি করেন, তাদের জন্য নতুন বছরে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ছিল। তবে কার্যত…
প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে প্রায় এসএসসি (SSC) মামলায় ২৬,০০০ শিক্ষক এবং…
This website uses cookies.