BSNL Holi Offer: রিচার্জে বিনামূল্যে ডেটা ও আনলিমিটেড কল, বিএসএনএল আনল হোলি অফার | BSNL Holi Offer Free 30 Days Validity 2GB Perday Data
BSNL Holi Offer: সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল হোলি উপলক্ষে তাদের গ্রাহকদের জন্য দুর্দান্ত অফারের ঘোষণা করল। এই অফারে সংস্থাটি তাদের একটি প্ল্যানের ভ্যালিডিটি এক মাস বাড়িয়েছে, অর্থাৎ গ্রাহকরা বিনামূল্যে ৩০ দিন প্ল্যানটি ব্যবহার করতে পারবে। এর পাশাপাশি, এই BSNL প্ল্যানে সম্পূর্ণ বিনামূল্যে ৬০ জিবি ডেটা পাওয়া যাবে।
হোলি অফারে গ্রাহকরা এখন এই BSNL প্ল্যানে ৩৯৫ দিনের পরিবর্তে ৪২৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। অর্থাৎ একবার রিচার্জ করলে প্রায় ১৪ মাস টেনশনমুক্ত থাকা যাবে। আর এতক্ষণ ধরে যে BSNL প্ল্যানের কথা বলছি, তার দাম ২৩৯৯ টাকা। আসুন এই প্ল্যানে অন্তর্ভুক্ত সুবিধাগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
https://twitter.com/BSNLCorporate/status/1896421816111149368?ref_src=twsrc%5Etfw” rel=”nofollow noopener” target=”_blank
বিএসএনএল তাদের গ্রাহকদের জন্য হোলি অফার নিয়ে এসেছে। এই অফারে ২৩৯৯ টাকার প্ল্যানে যেখানে প্রতিদিন ২ জিবি ডেটা এবং আনলিমিটেড কল সহ ৩৯৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়, সেখানে হোলি উপলক্ষে অতিরিক্ত ৩০ দিন ভ্যালিডিটি, রোজ ২ জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা মিলবে। এর অর্থ গ্রাহকরা এখন মোট ৪২৫ দিনের ভ্যালিডিটি এবং মোট ৮৫০ জিবি ডেটা পাবেন।
বিএসএনএলের ২,৩৯৯ টাকার প্ল্যানে দীর্ঘ ভ্যালিডিটির সাথে বিনামূল্যে কলিংয়ের সুবিধা রয়েছে। এছাড়াও, প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএসের সুবিধা আছে। এই প্ল্যানের খরচ প্রতিদিন প্রায় ৫.৬ টাকা এবং এই সমস্ত সুবিধা ১৪ মাসের জন্য পাওয়া যাবে। তবে এই অফার কতদিন পাওয়া যাবে তা জানানো হয়নি।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.