লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

BSNL New Customers: Jio, Airtel দূর ছাই! ৭ মাসে নতুন গ্রাহক টানায় রেকর্ড গড়ল BSNL | 55 Lakh New Customers In 7 Months

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: বরাবরই স্লো নেটওয়ার্কের তকমা পেয়ে এসেছে BSNL। পাশাপাশি দুর্বল পরিষেবা আর গ্রাহক হারানোর ভয় তো ছিলই। কিন্তু সময় বদলেছে। আজ এই সরকারি টেলিকম সংস্থা আবারও খবরের শিরোনামে। তাও তাদের দুর্দান্ত কামব্যাকের জন্য।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সুত্রের খবর, গত ৭-৮ মাসে BSNL যাদের টেলিকম পরিষেবায় যুক্ত করেছে নতুন ৫৫ লক্ষ গ্রাহক। যেখানে একের পর এক মানুষ প্রাইভেট কোম্পানি জিও, এয়ারটেলের দিকে পা বাড়াচ্ছিলেন, সেখানে হঠাৎ করে এত গ্রাহক কীভাবে ফিরছেন BSNL?

READ MORE:  JioHotstar Subscription: এক বছরের জন্য বিনামূল্যে জিও হটস্টার, Airtel ও Vi গ্রাহকদের জন্য সুখবর | JioHotstar One Year 365 Days Free Subscription

প্রযুক্তির বদল সংস্থাকেই বদলে দিয়েছে!

আসলে এই রূপান্তরের পেছনে রয়েছে সরকারি সংস্থার বড়সড় পরিকল্পনা এবং প্রযুক্তির আধুনিকীকরণ। সূত্র বলছে, ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর মাসে BSNL ২৬২ কোটি টাকা নেট মুনাফা কামিয়েছে, যা গত ১৮ বছরের মধ্যে সবথেকে বড় সাফল্য। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

১২০০০ নতুন 4G টাওয়ার

আর এই বিরাট পরিবর্তনের কারণ হিসেবে উঠে আসছে BSNL এর শক্তিশালী পরিকাঠামো। সংস্থাটি ১২ হাজারের বেশি 4G টাওয়ার ইতিমধ্যেই বসিয়ে ফেলেছে। ২০২৪ সালের ডিসেম্বরের শেষ নাগাদ দেশের প্রায় সব রাজ্যের রাজধানী এবং গুরুত্বপূর্ণ শহরে চালু হয়ে গিয়েছে তাদের এই পরিষেবা, যা আগের তুলনায় বেশ চমক দেওয়ার মত।

READ MORE:  ফের ফ্রি অফার Jio-র, ১৫ এপ্রিল পর্যন্ত বিনামূল্যে পাওয়া যাবে JioHotstar সাবস্ক্রিপশন

তাদের লক্ষ্য এখন আরো বড়- ২০২৫ সালের জুন মাসের মধ্যে দেশের প্রতিটি সার্কেলে তাদের 4G  পরিষেবা পৌঁছে দেওয়া। আর এই পরিকল্পনা সফল হলে দেশের এমন বহু জায়গা, যেখানে এখনো ইন্টারনেট পরিষেবা পৌঁছতে পারেনি, সেখানে সস্তায় নির্ভরযোগ্য 4G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে সাধারণ মানুষ। 

সস্তার প্রিপেইড প্ল্যানই তাদের সাফল্যের চাবিকাঠি

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, BSNL এর এই রূপান্তরের পেছনে সবথেকে বড় ভূমিকা রেখেছে তাদের সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যান। যেখানে জিও, এয়ারটেল দিনের পর দিন রেট বাড়িয়ে চলেছে, আর সেখানে BSNL গ্রাহকদের দিয়েছে কম দামে বেশি ডেটা এবং উন্নত সব সুবিধা, যা মধ্যবিত্ত পরিবারের জন্য ভরসা জুগিয়েছে। 

READ MORE:  খরচ বাঁচাতে Jio, Airtel অথবা ভোডাফোন আইডিয়া থেকে BSNL-এ নম্বর কীভাবে পোর্ট করবেন

যেখানে বাজার দখলে রেখেছে প্রাইভেট কোম্পানিগুলি, আর সেখানে সরকারি সংস্থা BSNL এর এই উত্থান সত্যিই বিরাট সাফল্য। যে সংস্থাকে কার্যত সবাই একসময় ভুলতে বসেছিল, সেই সংস্থা এবার সস্তায় নির্ভরযোগ্য পরিষেবার মাধ্যমে সবার কাছে আশার আলো হয়ে উঠেছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.