BSNL New Customers: Jio, Airtel দূর ছাই! ৭ মাসে নতুন গ্রাহক টানায় রেকর্ড গড়ল BSNL | 55 Lakh New Customers In 7 Months
সৌভিক মুখার্জী, কলকাতা: বরাবরই স্লো নেটওয়ার্কের তকমা পেয়ে এসেছে BSNL। পাশাপাশি দুর্বল পরিষেবা আর গ্রাহক হারানোর ভয় তো ছিলই। কিন্তু সময় বদলেছে। আজ এই সরকারি টেলিকম সংস্থা আবারও খবরের শিরোনামে। তাও তাদের দুর্দান্ত কামব্যাকের জন্য।
সুত্রের খবর, গত ৭-৮ মাসে BSNL যাদের টেলিকম পরিষেবায় যুক্ত করেছে নতুন ৫৫ লক্ষ গ্রাহক। যেখানে একের পর এক মানুষ প্রাইভেট কোম্পানি জিও, এয়ারটেলের দিকে পা বাড়াচ্ছিলেন, সেখানে হঠাৎ করে এত গ্রাহক কীভাবে ফিরছেন BSNL?
আসলে এই রূপান্তরের পেছনে রয়েছে সরকারি সংস্থার বড়সড় পরিকল্পনা এবং প্রযুক্তির আধুনিকীকরণ। সূত্র বলছে, ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর মাসে BSNL ২৬২ কোটি টাকা নেট মুনাফা কামিয়েছে, যা গত ১৮ বছরের মধ্যে সবথেকে বড় সাফল্য।
আর এই বিরাট পরিবর্তনের কারণ হিসেবে উঠে আসছে BSNL এর শক্তিশালী পরিকাঠামো। সংস্থাটি ১২ হাজারের বেশি 4G টাওয়ার ইতিমধ্যেই বসিয়ে ফেলেছে। ২০২৪ সালের ডিসেম্বরের শেষ নাগাদ দেশের প্রায় সব রাজ্যের রাজধানী এবং গুরুত্বপূর্ণ শহরে চালু হয়ে গিয়েছে তাদের এই পরিষেবা, যা আগের তুলনায় বেশ চমক দেওয়ার মত।
তাদের লক্ষ্য এখন আরো বড়- ২০২৫ সালের জুন মাসের মধ্যে দেশের প্রতিটি সার্কেলে তাদের 4G পরিষেবা পৌঁছে দেওয়া। আর এই পরিকল্পনা সফল হলে দেশের এমন বহু জায়গা, যেখানে এখনো ইন্টারনেট পরিষেবা পৌঁছতে পারেনি, সেখানে সস্তায় নির্ভরযোগ্য 4G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে সাধারণ মানুষ।
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, BSNL এর এই রূপান্তরের পেছনে সবথেকে বড় ভূমিকা রেখেছে তাদের সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যান। যেখানে জিও, এয়ারটেল দিনের পর দিন রেট বাড়িয়ে চলেছে, আর সেখানে BSNL গ্রাহকদের দিয়েছে কম দামে বেশি ডেটা এবং উন্নত সব সুবিধা, যা মধ্যবিত্ত পরিবারের জন্য ভরসা জুগিয়েছে।
যেখানে বাজার দখলে রেখেছে প্রাইভেট কোম্পানিগুলি, আর সেখানে সরকারি সংস্থা BSNL এর এই উত্থান সত্যিই বিরাট সাফল্য। যে সংস্থাকে কার্যত সবাই একসময় ভুলতে বসেছিল, সেই সংস্থা এবার সস্তায় নির্ভরযোগ্য পরিষেবার মাধ্যমে সবার কাছে আশার আলো হয়ে উঠেছে।
বর্তমানে মোবাইল ডেটার প্রয়োজনীয়তা বাড়ায় মোবাইল অপারেটররা সাশ্রয়ী মূল্যে প্রচুর ডেটা অফার করছে। তাই যদি…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নিজেই তাঁর উত্তরসূরি ঠিক করে দিয়েছেন।…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা ভাবা হয়েছিল তাই হল। কোচ অস্কার ব্রুজোর সাথে অশান্তির জের, শেষমেষ…
ভারতীয় রেলের এক অভিনব উদ্যোগে, এবার ট্রেনের মধ্যেই যাত্রীরা নগদ টাকা তুলতে পারবেন। মুম্বই-মানমাডগামী পঞ্চবটি…
হরিয়ানভি সংগীত জগতের জনপ্রিয় তারকা স্বপ্না চৌধুরী আবারও নতুন গানে দর্শকদের মন জয় করেছেন। তার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে সদ্য চাকরি হারিয়েছেন এসএসসি ২০১৬ প্যানেলের…
This website uses cookies.