BSNL Offer: ২০০ এমবিপিএস স্পিড, মিলবে ৫০০০ জিবি ডেটা, নতুন প্ল্যান আনল BSNL | BSNL Rs 999 Broadband Plan
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে। যেখানে নিরবচ্ছিন্ন স্ট্রিমিং, গেমিং এবং ঘরে বসে কাজ করার সুবিধা পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে। এই প্ল্যানে ২০০ এমবিপিএস গতি এবং ৫০০০ জিবি ডেটা পাওয়া যাবে। ক্রিকেট-প্রেমীদের জন্যও এটি কাজে আসতে পারে। এই প্ল্যানের দাম ও বিস্তারিত সুবিধা জেনে নিন।
দেশজুড়ে ক্রিকেটের উত্তাপ ছড়িয়ে পড়িয়েছে। তাই নিরবচ্ছিন্ন স্ট্রিমিং অপরিহার্য। BSNL-এর এই প্ল্যানে যা যা পাবেন : স্ট্রিমিং এবং ডাউনলোডের জন্য ২০০ এমবিপিএস হাই-স্পিড ইন্টারনেট। ম্যাচ, সিনেমা এবং আরও অনেক কিছু দেখার জন্য ৫০০০ জিবি মাসিক ডেটা। অতি-নিম্ন ল্যাটেন্সি-সহ নির্বিঘ্নে গেমিং এবং ঘরে বসে কাজ করার সুবিধা। এই ব্রডব্যান্ড প্ল্যানের দাম ৯৯৯ টাকা।
বর্তমান এবং নতুন বিএসএনএল ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে এই প্ল্যান আপগ্রেড বা সাবস্ক্রাইব করতে পারবেন। এর জন্য হোয়াটসঅ্যাপে ১৮০০-৪৪৪৪ নম্বরে ‘Hi’ লিখে পাঠাতে হবে এবং নির্দেশাবলী অনুসরণ করতে হবে।
বিএসএনএল এর দাবি, এই ব্রডব্যান্ড প্ল্যান সারা দেশে বিস্তৃত কভারেজ-সহ একটি নির্ভরযোগ্য নেটওয়ার্ক সরবরাহ করে। এটিতে কোনও লুকানো অর্থাৎ হিডেন চার্জ নেই এবং এটি সবচেয়ে সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান। কোনও বাফারিং, কোনও বাধা ছাড়াই পরিষেবা প্রদানের দাবি রাখে, যা দর্শক এবং ক্রিকেট প্রেমীদের জন্য উপযুক্ত।
প্রসঙ্গত, অন্য এক প্ল্যানে ক্রিকেটের মরশুম উপলক্ষে কোম্পানি মাত্র ২৫১ টাকায় ২৫১ জিবি হাই-স্পিড ডেটা প্রদান করছে। আইপিএল চলাকালীন সবাই টিভি, ল্যাপটপ, অথবা স্মার্টফোনে ক্রিকেট দেখছে। ক্রিকেটপ্রেমীদের জন্য, পুরো ম্যাচ জুড়ে সংযুক্ত রাখার জন্য এই প্ল্যান এনেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটরটি।
প্রীতি পোদ্দার, কলকাতা: এক লহমায় এত বছরের চাকরি খোয়ালো রাজ্যের প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী। গতকাল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের গত রবিবারের ম্যাচে (IPL 2025) বহু…
প্রীতি পোদ্দার, কলকাতা: একের পর এক মামলায় মাথা নিচু হচ্ছে রাজ্য সরকারের। যার মধ্যে অন্যতম…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার মরসুমের চতুর্থ মহারণে(KKR Vs SRH) শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদকে গুঁড়িয়ে দিয়েছে…
স্মার্টফোনে জল লাগলে তা নষ্ট হয়ে যেতে পারে এবং এক্ষেত্রে ওয়ারেন্টি থাকলেও কোনো সুবিধা পাওয়া…
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ভিত্তিক টুলগুলি যতটা উপকারী, ততটাই ভয়ংকর। ইতিমধ্যেই AI টুল অপব্যবহারের একাধিক খবর…
This website uses cookies.