লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

BSNL Profit: বিরাট আয়, ১৭ বছর পর লাভের মুখ দেখল BSNL, চাপ বাড়বে Jio-Airtel এর | 261 Crore Earn By BSNL

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: অবশেষে লাভের মুখ দেখল BSNL। বিগত কয়েক বছর ধরে লোকসানের সঙ্গে পাঞ্জা লড়ছিল এই কোম্পানি। এরপর সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেন্দ্র। করা হয় আর্থিক সাহায্য। ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে কোম্পানি। আশা করা হচ্ছে, আগামী দিনে আরো লাভের মুখ দেখবে BSNL।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

দারুণ লাভের মুখ দেখল BSNL

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে, কেন্দ্রীয় সরকার বিএসএনএলকে ৬৯ হাজার কোটি টাকা, ২০২১ সালে ১.৬৪ লক্ষ কোটি টাকা এবং ২০২৩ সালে ৮৯,০০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল। সব মিলিয়ে গত পাঁচ বছরে কোম্পানিটির জন্য ৩.২২ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে সরকার। প্রায় ১৮ বছর পর এক প্রান্তিকে মুনাফা অর্জন করেছে BSNL, ২০২৪-২৫ অর্থ বর্ষের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বিএসএনএল ২৬২ কোটি টাকা লাভ করেছে বলে মিডিয়া রিপোর্টে প্রকাশ পেয়েছে।

READ MORE:  ব্যাংক বন্ধ থাকবে ১৪ দিন, ফেব্রুয়ারি মাসের ছুটির তালিকা দেখুন এখনই

“আমরা আশা করছি এই আর্থিক বছরের শেষ নাগাদ আমাদের রাজস্ব ২০ শতাংশ বৃদ্ধি পাবে। মোবিলিটি পরিষেবা থেকে রাজস্বে ১৫ শতাংশ বৃদ্ধি, ফাইবার থেকে হোম পর্যন্ত রাজস্বে ১৮ শতাংশ বৃদ্ধি এবং লিজড লাইন পরিষেবা থেকে ১৪ শতাংশ রাজস্ব বৃদ্ধি বিএসএনএলকে মুনাফা অর্জনে সহায়তা করেছে”, জানিয়েছেন কোম্পানির সিএমডি এ. রবার্ট জে. রবি।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

আরও দারুণ কিছু সুবিধা মিলবে

তিনি আরো জানিয়েছেন, গ্রাহকদের জন্য আরো উন্নত পরিষেবা নিয়ে আসার ব্যাপারে কোম্পানি বদ্ধপরিকর। আগামী দিনে উন্নত 5G পরিষেবা প্রদান করার ব্যাপারেও সংস্থা কাজ শুরু করেছে।

READ MORE:  Gold And Silver Price Today: কেনার সঠিক সময়, মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের পতন সোনার দামে! কত হল রুপো? | Know Gold And Silver Price Today

তাঁর কথায়, “-এর জন্য প্রস্তুতি নিতে এবং ডিজিটাল রূপান্তর করতে নিযুক্ত রয়েছে। ন্যাশনাল ওয়াই-ফাই রোমিংয়ের মতো পরিষেবার পাশাপাশি, বিআইটিভির মাধ্যমে গ্রাহকদের বিনামূল্যে বিনোদন পরিষেবা প্রদান করা হচ্ছে।”

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.