BSNL Recharge Plan: Jio, Airtel সবাই ফেল, এক রিচার্জে ১৩ মাস কলিং ও ডেটা সুবিধা দিচ্ছে BSNL
রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) একের পর এক সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান হাজির করছে বাজারে। বেসরকারি কোম্পানিগুলিকে রীতিমতো চ্যালেঞ্জ দিচ্ছে তারা। ৩০ দিন থেকে শুরু করে ৩৯৬ দিন পর্যন্ত বিভিন্ন ধরণের কম দামি প্রিপেইড প্ল্যান এনেছে বিএসএনএল। যারা ঘন ঘন রিচার্জ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, তাদের BSNL-এর এই দীর্ঘ মেয়াদের রিচার্জটি সাহায্য করতে পারে।
এক রিচার্জে এক বছরের বেশি ভ্যালিডিটি। হ্যাঁ ঠিকই শুনছেন! BSNL এর এই প্ল্যান রিচার্জ করলে ১৩ মাস নিশ্চিন্ত থাকবেন। খরচ ২৩৯৯ টাকা। এই প্রিপেইড প্ল্যানে একগুচ্ছ সুবিধা রয়েছে, যা কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়াকে। কী কী সুবিধা পাবেন চলুন দেখে নেওয়া যাক।
বিএসএনএল এর এই প্ল্যানে ১৩ মাস আনলিমিটেড ভয়েস কলিং পাবেন, সঙ্গে দৈনিক ১০০টি SMS এবং দৈনিক ২ জিবি ডেটা মিলবে। মোট প্ল্যানজুড়ে ৭৯০ জিবি ডেটা পাওয়া যাবে। দৈনিক সীমা শেষ হয়ে যাওয়ার পরেও, ব্যবহারকারীরা ৪০Kbps গতিতে ব্রাউজিং চালিয়ে যেতে পারবেন।
এই প্ল্যান যদি দামি মনে হয় তাহলে এর থেকে কম খরচে আর একটি রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএল এর। যেখানে পাবেন মোট ৬০০ জিবি ডেটা, দৈনিক ১০০টি SMS এবং আনলিমিটেড কলিং। এই রিচার্জের খরচ ১৯৯৯ টাকা। এটিতে ১৩ মাসের বদলে ৩৬৫ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে, অর্থাৎ এ বছর রিচার্জ করলে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে আর রিচার্জ করতে হবে না।
দীর্ঘতম মেয়াদ (৩৯৫ দিন), বেসরকারি টেলিকম অপারেটরদের তুলনায় সাশ্রয়ী মূল্যে আনলিমিটেড কল এবং দৈনিক এসএমএস সুবিধা এবং নিরবচ্ছিন্ন ব্রাউজিংয়ের জন্য বিশাল ডেটার কারণে BSNL এর রিচার্জ প্ল্যানগুলি এগিয়ে রয়েছে।
প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই আগামীকাল দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে পুণ্যার্থীদের। কারণ অক্ষয় তৃতীয়ার…
সহেলি মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস শেষ হওয়ার আগে ফের একবার বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক…
আপনি কি মে মাসে কোন ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ সারতে চান? তাহলে আগে থেকেই মে মাসের…
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
একদিকে মূল্যবৃদ্ধির চাপে কূলকিনারা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য…
This website uses cookies.