BSNL Recharge Plan Under 400: BSNL এর সেরা রিচার্জ প্ল্যান, ৪০০ টাকার কমে ১৫০ দিন ভ্যালিডিটি, কল সহ ইন্টারনেট সুবিধা | BSNL Recharge Plan 5 Months Validity

আপনি যদি ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান তাহলে BSNL এর একটি ভ্যালু-ফর-মানি প্ল্যান বেছে নিতে পারেন। এই রিচার্জ প্ল্যানের দাম ৪০০ টাকারও কম। এই সাশ্রয়ী মূল্যের বিএসএনএল প্ল্যানটি Jio, Airtel এবং Vi এর মতো বেসরকারী টেলিকম সংস্থাগুলিকে টেক্কা দেবে। যারা বিএসএনএল নম্বরকে সেকেন্ডারি নম্বর হিসেবে ব্যবহার করেন এবং কম খরচে সিম চালু রাখতে চান, তাদের জন্য এই প্ল্যানটি সেরা হতে পারে।

READ MORE:  BSNL Plan: দিনে খরচ ৫ টাকার কম, BSNL এর এই প্ল্যানে সবচেয়ে সস্তায় এক বছরের সুবিধা | BSNL Per Day 4.50 Cost Annual Recharge Plan

৪০০ টাকার কমে পুরো ৫ মাস চলবে এই BSNL রিচার্জ প্ল্যান

আমরা কথা বলছি বিএসএনএলের ৩৯৭ টাকার প্ল্যানের। ৪০০ টাকারও কম দামের এই প্ল্যানে ১৫০ দিন ভ্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ একবার রিচার্জ করুন এবং পুরো ৫ মাস রিচার্জ করার ঝামেলা থেকে মুক্ত থাকুন। এই প্ল্যানে কলিং, ডেটা এবং এসএমএসের সুবিধাও রয়েছে। তবে মনে রাখবেন কলিং, ডেটা এবং এসএমএসের সুবিধা কেবল প্রথম ৩০ দিনের জন্য উপলব্ধ।

READ MORE:  BSNL 600GB Data Plan: 600 জিবি ডেটার সঙ্গে 1 বছর আনলিমিটেড কলিং, দিনে মাত্র 5 টাকা খরচ BSNL-এর এই রিচার্জ প্ল্যানে | BSNL Launches 1999 Prepaid Plan

আজ্ঞে হ্যাঁ! বিএসএনএলের এই প্ল্যানে প্রথম ৩০ দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। এর পরে আউটগোয়িং কলের সুবিধা পাওয়া যাবে না, তবে ইনকামিং কল ১৫০ দিন পর্যন্ত আসবে।

কল করার পাশাপাশি, প্ল্যানটি প্রথম ৩০ দিনের জন্য প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা অফার করে, অর্থাৎ মোট ৬০ জিবি ডেটা দেওয়া হয়। এছাড়াও এখানে প্রথম ৩০ দিনের জন্য রোজ ১০০ টি এসএমএস অন্তর্ভুক্ত রয়েছে।

READ MORE:  ৫০ দিন বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা, বাম্পার অফার আনল রিলায়েন্স জিও

Scroll to Top