লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

BSNL Recharge Plan Under 400: BSNL এর সেরা রিচার্জ প্ল্যান, ৪০০ টাকার কমে ১৫০ দিন ভ্যালিডিটি, কল সহ ইন্টারনেট সুবিধা | BSNL Recharge Plan 5 Months Validity

Published on:

আপনি যদি ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান তাহলে BSNL এর একটি ভ্যালু-ফর-মানি প্ল্যান বেছে নিতে পারেন। এই রিচার্জ প্ল্যানের দাম ৪০০ টাকারও কম। এই সাশ্রয়ী মূল্যের বিএসএনএল প্ল্যানটি Jio, Airtel এবং Vi এর মতো বেসরকারী টেলিকম সংস্থাগুলিকে টেক্কা দেবে। যারা বিএসএনএল নম্বরকে সেকেন্ডারি নম্বর হিসেবে ব্যবহার করেন এবং কম খরচে সিম চালু রাখতে চান, তাদের জন্য এই প্ল্যানটি সেরা হতে পারে।

READ MORE:  ৪জি ও ৫জি নিয়ে কী কী পদক্ষেপ নিচ্ছে BSNL? টেলিকম শিল্পে বাজিমাত করার লড়াই

৪০০ টাকার কমে পুরো ৫ মাস চলবে এই BSNL রিচার্জ প্ল্যান

আমরা কথা বলছি বিএসএনএলের ৩৯৭ টাকার প্ল্যানের। ৪০০ টাকারও কম দামের এই প্ল্যানে ১৫০ দিন ভ্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ একবার রিচার্জ করুন এবং পুরো ৫ মাস রিচার্জ করার ঝামেলা থেকে মুক্ত থাকুন। এই প্ল্যানে কলিং, ডেটা এবং এসএমএসের সুবিধাও রয়েছে। তবে মনে রাখবেন কলিং, ডেটা এবং এসএমএসের সুবিধা কেবল প্রথম ৩০ দিনের জন্য উপলব্ধ।

READ MORE:  CNAP: Truecaller-র দিন শেষ, এবার ফোন এলেই দেখাবে আসল নাম! নতুন পরিষেবা Jio, Airtel এর | Caller Name Presentation

আজ্ঞে হ্যাঁ! বিএসএনএলের এই প্ল্যানে প্রথম ৩০ দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। এর পরে আউটগোয়িং কলের সুবিধা পাওয়া যাবে না, তবে ইনকামিং কল ১৫০ দিন পর্যন্ত আসবে।

কল করার পাশাপাশি, প্ল্যানটি প্রথম ৩০ দিনের জন্য প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা অফার করে, অর্থাৎ মোট ৬০ জিবি ডেটা দেওয়া হয়। এছাড়াও এখানে প্রথম ৩০ দিনের জন্য রোজ ১০০ টি এসএমএস অন্তর্ভুক্ত রয়েছে।

READ MORE:  বাজিমাত BSNL এর, ফ্রিতে মোবাইলে দেখুন ৪৫০ টিভি চ্যানেল

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.