লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

BSNL Rs 2399 Recharge Plan: ঘুর পথে রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে BSNL, এই দুই প্যাকে পাওয়া যাবে কম ভ্যালিডিটি | BSNL Rs 1499 Recharge Plan

Published on:

সরকারি মালিকানাধীন টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) সম্প্রতি তাদের দুটি জনপ্রিয় প্রিপেড প্ল্যানের মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। টেলিকম টক-এর রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি ১৪৯৯ টাকার এবং ২৩৯৯ টাকার দুটি প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন করে কমিয়েছে। যদিও এই দুটি প্ল্যান এখনও বাজারে প্রতিযোগী দামে তুলনামূলক বেশি সুবিধা দিচ্ছে, তবুও ভ্যালিডিটি কমে যাওয়ায় BSNL গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে।

READ MORE:  Airtel Data Recharge Plan: মাত্র ৫৯ টাকায় দারুন সুবিধা, খুশির দিন কি ফিরে এল Airtel ব্যবহারকারীদের জন্য | Airtel Rs 59 Weekend Data Recharge Plan

BSNL এর ২৩৯৯ টাকার প্ল্যান

বিএসএনএল এর এই প্ল্যানটি এতদিন ৪২৫ দিনের ভ্যালিডিটি দিত, যা এখন ৩৯৫ দিন ভ্যালিডিটি অফার করবে। অর্থাৎ, ৩০ দিন কম ভ্যালিডিটি পাওয়া যাবে। তবুও, প্ল্যানটি এখনো এক বছরের বেশি সময় ধরে পরিষেবা দেবে, যা দেশের অন্যান্য টেলিকম কোম্পানির তুলনায় অনেকটাই বেশি।

বিএসএনএল এর এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে হাই-স্পিড ডেটা পাবেন। সাথে প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও থাকছে। লম্বা ভ্যালিডিটি সহ এই পরিমাণ ডেটা ও কলিং সুবিধা একমাত্র বিএসএনএলই দিচ্ছে বলে দাবি সংস্থার।

READ MORE:  Jio Recharge Plans: ২০০ টাকার কমে মিলবে ইন্টারনেট ও কলিং, জিওর দুর্ধর্ষ দুই রিচার্জ প্ল্যান

BSNL এর ১৪৯৯ টাকার প্ল্যানে পরিবর্তন

এই প্ল্যানেও আগে ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত। কিন্তু বর্তমানে তা কমিয়ে ৩৩৬ দিন করা হয়েছে। এখানে প্রতিদিন ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে, তবে ডেটা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকরা মোট ২৪ জিবি ডেটা পাবেন। যারা সাধারণত খুব বেশি ডেটা ব্যবহার করেন না, তাদের জন্য এটি একটি উপযুক্ত রিচার্জ প্ল্যান।

READ MORE:  Vodafone Idea Plans: গ্রাহকদের অসন্তোষে ৩৬০ ডিগ্রি ঘুরে সস্তায় SMS ও ভয়েস কলিং রিচার্জ প্ল্যান আনল Vodafone Idea | Vodafone Idea introduces two new sms voice call only prepaid plans

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.