লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

BSNL সিমেও হবে HD কল, SMS পাঠিয়ে কীভাবে VoLTE পরিষেবা সক্রিয় করবেন জানুন

Published on:

BSNL 4G ব্যবহারকারীদের ‘ACTVOLTE’ লিখে 53733 নম্বরে SMS পাঠাতে হবে। এরপর ফোন নম্বরে VoLTE সার্ভিস সক্রিয় হয়ে যাবে।

পূজা মন্ডল, কলকাতা: সরকারি টেলিকম কোম্পানি BSNL ধীরে ধীরে বাজার দখলের চেষ্টা করছে। প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কারণে অনেকেই BSNL সিম ব্যবহার করতে শুরু করছে। কারণ অন্যান্য অপারেটরদের তুলনায় অনেক সস্তায় পরিষেবা দিয়ে থাকে কোম্পানিটি। নতুন রিপোর্ট অনুযায়ী, BSNL আগামী জুনের থেকে 5G পরিষেবা নিয়ে কাজ শুরু করবে।

READ MORE:  BSNL 600GB Data Plan: 600 জিবি ডেটার সঙ্গে 1 বছর আনলিমিটেড কলিং, দিনে মাত্র 5 টাকা খরচ BSNL-এর এই রিচার্জ প্ল্যানে | BSNL Launches 1999 Prepaid Plan

কোম্পানিটি আশা করছে এর ফলে তারা Jio, Airtel ও Vi এর সাথে আরও ভালোভাবে প্রতিযোগিতা করতে পারবে এবং গ্রাহক সংখ্যাও বাড়াতে পারবে। আপাতত BSNL ভারতীয় বাজারে 4G পরিষেবা রোল আউটের কাজে ব্যস্ত আছে। কিছু সময় আগে কোম্পানিটি একটি নতুন ফিচারও লঞ্চ করেছিল।

এই ফিচারের সাহায্যে 4G ব্যবহারকারীরা HD কল করতে পারবেন। ফলে কল করার সময় স্পষ্ট এবং চমৎকার সাউন্ড পাওয়া যাবে। বাজারে এটি VoLTE পরিষেবা নামে পরিচিত। এটি অ্যাক্টিভ করাও যথেষ্ট সহজ। এই প্রতিবেদনে আমরা BSNL-এর VoLTE পরিষেবা সক্রিয় করার পদ্ধতি সম্পর্কে জানাবো।

READ MORE:  Sim Card Block: ৭০ হাজার সিম ব্লক করল সরকার, ভুলেও এই কাজ করবেন না

BSNL সিমে VoLTE পরিষেবা কীভাবে অ্যাক্টিভেট করবেন?

আপনাদের জানিয়ে রাখি যে VoLTE সার্ভিস শুধুমাত্র BSNL-এর 4G এলাকায় কাজ করবে। যদি আপনার এলাকায় BSNL 4G নেটওয়ার্ক থাকে তাহলেই কেবল পরিষেবা পাওয়া যাবে। 2G/3G ব্যবহারকারীরা VoLTE পরিষেবা উপভোগ করতে পারবেন না। এই পরিষেবা পেতে কেবল একটি মেসেজ পাঠাতে হবে।

SMS পাঠিয়ে VoLTE পরিষেবা চালু করুন

BSNL 4G ব্যবহারকারীদের ‘ACTVOLTE’ লিখে 53733 নম্বরে SMS পাঠাতে হবে। এরপর ফোন নম্বরে VoLTE সার্ভিস সক্রিয় হয়ে যাবে। তবে এই পরিষেবা সক্রিয় করার আগে অবশ্যই যাচাই করে নিন যে আপনার কাছে BSNL-এর 4G অথবা 5G সিম রয়েছে কিনা। যদি আপনার কাছে 4G সিম না থাকে তাহলে নিকটবর্তী পরিষেবা কেন্দ্রে গিয়ে সিম আপগ্রেড করুন।

READ MORE:  Jio-র থেকে সস্তা, Airtel আনল নতুন ভয়েস অনলি রিচার্জ, একবার রিচার্জ করলে সারা বছর টেনশন ফ্রি

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.