Business Idea: চাকরির চিন্তা ছেড়ে শুরু করুন সবথেকে লাভদায়ক ব্যবসা, অল্পদিনেই হবে ভূরি ভূরি আয় | Start Ice Business
সৌভিক মুখার্জী, কলকাতাঃ স্বল্প পুঁজিতে ব্যবসা (Business) তো সবাই শুরু করতে চায়। কিন্তু সঠিক ব্যবসার আইডিয়া অনেকেই মাথায় আনতে পারে না। শীত গড়িয়ে গরমকাল পড়তেই চারদিকে বাড়ছে পানীয় এবং ঠান্ডা জিনিসের চাহিদা। আর এইসময় যদি আপনি একটি লাভজনক ব্যবসা শুরু করতে চান, তাহলে বরফের ব্যবসা হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।
এখনকার সময়ে বিয়ে, পার্টি, রেস্তোরাঁ, ফলের দোকান, রাস্তার আইসক্রিম বিক্রেতা সব জায়গাতেই বরফের বিশাল পরিমাণে চাহিদা রয়েছে। ফলে বিনিয়োগ কম হলেও এই ব্যবসায় প্রচুর পরিমাণে লাভের সম্ভাবনা রয়েছে।
বর্তমান সময়ে শহর থেকে গ্রাম, সব জায়গাতেই বরফের চাহিদা আকাশছোঁয়া। গরমের মরসুমে তো কোন কথাই নেই। যেকোন বিয়ে বলুন বা বড় পার্টি, ঠান্ডা পানীয় ছাড়া কোনকিছু কল্পনায় করা যায় না। বরফের চাহিদা মূলত বিয়ে, জন্মদিন এবং বড় বড় অনুষ্ঠানগুলিতে তুঙ্গে থাকে। এছাড়া রেস্তোরাঁ, হোটেল ও ফাস্টফুড সপে বরফের চাহিদা রয়েছেই।
এমনকি ফলের দোকান, কোল্ড্রিংস বিক্রেতা কাছেও বরফ থাকে। এছাড়া মাছ, মাংস সংরক্ষণের জন্যও বরফের প্রয়োজন হয়। পাশাপাশি ফুচকা ও শরবত বিক্রেতাদের জন্যও বরফের প্রয়োজন হয়। তাই একবার আপনি এই ব্যবসা শুরু করতে পারলে ক্রেতারা নিজেরাই আপনাকে খুঁজে নেবে।
বরফের ব্যবসা শুরু করতে গেলে প্রথমে নিজের এলাকায় প্রশাসনিক দপ্তরে ব্যবসার জন্য একটি রেজিস্ট্রেশন করতে হবে।’ এরপর দরকার পড়বে কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জামের। যেমন বরফ তৈরি করতে প্রথমেই লাগবে ভালো মানের একটি ডিপ ফ্রিজার। এর দাম ৫০,০০০/- টাকা থেকে মূলত শুরু হয়। ভালো মানের বরফের জন্য বিশুদ্ধ জল জরুরী। বিশুদ্ধ পানীয় জল থাকলে আপনি বরফের গুণমান ভালো পাবেন এবং চাহিদাও বাড়বে। এছাড়া ফ্রিজ চালানোর জন্য নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ থাকা জরুরী।
আগেই বলা হয়েছে, স্বল্প বিনিয়োগে এই ব্যবসা শুরু করতে পারবেন। তাই এই ব্যবসা শুরু করতে খুব বেশি একটা বিনিয়োগের প্রয়োজন নেই। প্রাথমিকভাবে ফ্রিজার এবং অন্যান্য সরঞ্জাম কিনতে ১ লক্ষ টাকার মতো খরচ হবে। এছাড়া জল ও বিদ্যুৎ খরচ নিয়মিত খরচের মধ্যেই পড়বে। তাই স্বল্প বিনিয়োগে প্রচুর পরিমাণে লাভ অর্জন করতে পারবেন এই ব্যবসার মাধ্যমে।
বরফের ব্যবসা একবার শুরু করতে পারলে মাসে কমপক্ষে ২০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা আয় হতে পারে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। আর গরমের চাহিদা বাড়লে তো মাসে ৫০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করা কোন ব্যাপারই না। প্রথমে ছোট আকারে ব্যবসা শুরু করে ব্যবসাকে বড় করতে পারেন। তবে ব্যবসা ভালো চললে লাভ দ্বিগুণ হতে পারে।
তাই গরমকালে বরফের চাহিদা যেহেতু তুঙ্গে থাকে, তাই এখনই এই ব্যবসা শুরু করার উপযুক্ত সময়। কম বিনিয়োগের দ্রুত লাভবান হতে চাইলে দেরি না করে আজই বরফের ব্যবসা শুরু করুন।
রিয়েলমি আজ ৭ম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ “অ্যানিভার্সারি সেল”-এর আয়োজন করেছে। এই সেলে সংস্থার জনপ্রিয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেল যা লক্ষ লক্ষ যাত্রীদের প্রধান ভরসা। আর এবার ইতিহাসের পাতায়…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবেশী ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে মোহনবাগান (Mohun Bagan)! সাম্প্রতিক সময়ে ভরাডুবির…
রিয়েলমি শীঘ্রই ভারতের বাজারে তাদের C সিরিজের নতুন স্মার্টফোন Realme C75 লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই…
বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। দর্শকরা এখন তাদের পছন্দ অনুযায়ী ওয়েব সিরিজ…
সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাংলার স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation 2025) পড়েছে।…
This website uses cookies.