লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Business Idea: ১০ হাজার দিয়ে শুরু ৮টি কম বাজেটের ব্যবসার আইডিয়া, মাসে হবে বিরাট আয় | Low Investment Business Idea

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: অনেকেই স্বপ্ন দেখে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু আবার অনেকেই ভেবে থাকেন যে, ব্যবসা মানে হাজার হাজার টাকা খরচ। আসলে ব্যাপারটা কিন্তু এরকম নয়। আজ আমরা এমন কয়েকটি ব্যবসার কথা (Business Idea) বলব, যেগুলি খুব সামান্য বিনিয়োগেই আপনাকে মাস গেলে লক্ষ লক্ষ টাকা দেবে। হ্যাঁ, পকেটে মাত্র ১০ হাজার টাকা থাকলেই শুরু করতে পারবেন এই ব্যবসাগুলি। চলুন জেনে নেওয়া যাক, এমন কিছু লাভজনক ব্যবসা, যেগুলি একবার শুরু করলেই আর পিছনে ফিরে তাকাতে হবে না। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

মোমবাতি তৈরির ব্যবসা

বর্তমানের বাজারে রঙের ডিজাইন করা মোমবাতির চাহিদা আকাশছোঁয়া। বিশেষ করে জন্মদিন, বিয়ের অনুষ্ঠান বা পূজা পার্বণে মোমবাতের চাহিদা আরো বেড়ে যায়। অল্প খরচে কাঁচামাল কিনে আপনি নিজে খুব সহজেই ঘরে বসে মোমবাতি তৈরি করতে পারবেন এবং তা বাজারে বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে মোটামুটি ৭ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে।

READ MORE:  Business With Rail: মাত্র ৩৯৯৯ টাকা বিনিয়োগে রেলের সঙ্গে শুরু করুন ব্যবসা, মাসে হবে মোটা আয় | Low Investment Business

টিফিন সার্ভিস ব্যবসা

যারা ভালো-মন্দ খাবার রান্না করতে ভালোবাসেন, তাদের জন্য এই ব্যবসাটি হতে পারে সেরা বিকল্প। বাড়িতে বসেই টিফিন সার্ভিস শুরু করতে পারেন। অফিসের মানুষ থেকে শুরু করে, ছাত্র-ছাত্রীদের কাছে এই ব্যবসার চাহিদা থাকে আকাশছোঁয়া। মাত্র ৫ হাজার থেকে ৮ হাজার টাকা বিনিয়োগ করলেই শুরু করতে পারবেন এই ব্যবসা। বাড়ির মহিলাদের জন্য এই ব্যবসাটি সেরা অপশন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বিউটি এবং মেকাপ সার্ভিস

আপনি যদি বিউটি বা মেকাপে দক্ষ হন, তাহলে বাড়ি থেকেই শুরু করতে পারেন এই ব্যবসা। কারণ পার্লার সার্ভিস বা ব্রাইডাল মেকাপের চাহিদা এখন তুঙ্গে। এক্ষেত্রে মোটামুটি ৮ থেকে ৯ হাজার টাকা থাকলেই শুরু করা যায়। বিয়ের মরসুমে এই ব্যবসায় বিরাট আয় হয়।

হ্যান্ডমেড চকলেট ব্যবসা

বাচ্চা থেকে বড়, চকলেট খেতে সবাই ভালোবাসে। বাড়িতে বিভিন্ন ফ্লেভার এবং ডিজাইনের চকলেট তৈরি করে বিক্রি করতে পারেন। এমনকি সেগুলি দোকানে বা অনলাইনেও সেল করতে পারেন। এক্ষেত্রে মোটামুটি ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা হলেই শুরু করা যায় এই ব্যবসা।

READ MORE:  Indian Stock: ৫০ হাজার রাখলেই ২ কোটি! ২ বছরে বিরাট রিটার্ন দিয়েছে এই স্টক, বিনিয়োগ করেছেন? | Sri Adhikari Brothers Television Network Ltd

ক্যাটারিং ব্যবসা

বাড়ি বা ছোটখাটো অনুষ্ঠানে খাওয়ার আয়োজন করা এখন খুবই জনপ্রিয়। কম খরচে রান্নার ব্যবস্থা করে আপনি ক্যাটারিং ব্যবসা শুরু করতে পারেন। এক্ষেত্রে মোটামুটি ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হবে। প্রতিটি অর্ডারে আপনি ২০ থেকে ৩০% লাভ করতে পারবেন। 

আর্ট অ্যান্ড ক্রাফট ব্যবসা

যারা ছবি আঁকতে ভালোবাসেন, তারা নিজের আঁকা ছবি বা হস্তশিল্প বাজারে বা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারেন। হ্যাঁ, এগুলো বিভিন্ন মেলায় অংশ নিয়েও বিক্রি করা যায়। এক্ষেত্রে মোটামুটি ৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা থাকলেই শুরু করা যায় এই ব্যবসা।

হ্যান্ডমেড অ্যাকসেসরিজ ব্যবসা

ঝুমকো, ব্রেসলেট ইত্যাদি জিনিস বাজারে খুবই চলে। আপনি যদি হাতের কাজ জানেন, তাহলে এই ব্যবসা শুরু করতে পারেন। অনলাইনের মার্কেটপ্লেসগুলিতে খুব সহজেই জিনিসগুলি বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে মোটামুটি ৩ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা থাকলেই এই ব্যবসা শুরু করা যায়।

READ MORE:  সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, ৫০% ডিএ নিয়ম আবার ফিরতে চলেছে?

ফিটনেস এবং যোগা ক্লাস

আপনি যদি ফিটনেস ট্রেনিং বা যোগা ক্লাস করাতে পারেন, তাহলে নিজের এলাকায় একটি ক্লাস শুরু করতে পারেন। কারণ আজকাল স্বাস্থ্য সচেতন হয়ে মানুষ এইদিকে বেশি ঝুঁকছে। মত্র ৫ হাজার থেকে ৮ হাজার টাকা থাকলেই শুরু করা যায় এই ব্যবসা।

তাই বর্তমান সময়ে নিজের স্বপ্ন পূরণ করতে গেলে যে বড় পুঁজি লাগে, এই ধারণা সম্পূর্ণ ভুল। যদি সঠিক পরিকল্পনা, পরিশ্রম এবং নিজের প্রতি বিশ্বাস থাকে, তাহলে মাত্র কয়েক হাজার টাকা দিয়েও দাঁড় করানো যায় একটি লাভজনক ব্যবসা। তাই ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চাইলে উপরের ব্যবসাগুলির মধ্যে যেকোনো একটি ব্যবসা চোখ বন্ধ করে বেছে নিতে পারেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.