Business Idea: ১০ হাজার দিয়ে শুরু ৮টি কম বাজেটের ব্যবসার আইডিয়া, মাসে হবে বিরাট আয় | Low Investment Business Idea
সৌভিক মুখার্জী, কলকাতা: অনেকেই স্বপ্ন দেখে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু আবার অনেকেই ভেবে থাকেন যে, ব্যবসা মানে হাজার হাজার টাকা খরচ। আসলে ব্যাপারটা কিন্তু এরকম নয়। আজ আমরা এমন কয়েকটি ব্যবসার কথা (Business Idea) বলব, যেগুলি খুব সামান্য বিনিয়োগেই আপনাকে মাস গেলে লক্ষ লক্ষ টাকা দেবে। হ্যাঁ, পকেটে মাত্র ১০ হাজার টাকা থাকলেই শুরু করতে পারবেন এই ব্যবসাগুলি। চলুন জেনে নেওয়া যাক, এমন কিছু লাভজনক ব্যবসা, যেগুলি একবার শুরু করলেই আর পিছনে ফিরে তাকাতে হবে না।
বর্তমানের বাজারে রঙের ডিজাইন করা মোমবাতির চাহিদা আকাশছোঁয়া। বিশেষ করে জন্মদিন, বিয়ের অনুষ্ঠান বা পূজা পার্বণে মোমবাতের চাহিদা আরো বেড়ে যায়। অল্প খরচে কাঁচামাল কিনে আপনি নিজে খুব সহজেই ঘরে বসে মোমবাতি তৈরি করতে পারবেন এবং তা বাজারে বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে মোটামুটি ৭ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে।
যারা ভালো-মন্দ খাবার রান্না করতে ভালোবাসেন, তাদের জন্য এই ব্যবসাটি হতে পারে সেরা বিকল্প। বাড়িতে বসেই টিফিন সার্ভিস শুরু করতে পারেন। অফিসের মানুষ থেকে শুরু করে, ছাত্র-ছাত্রীদের কাছে এই ব্যবসার চাহিদা থাকে আকাশছোঁয়া। মাত্র ৫ হাজার থেকে ৮ হাজার টাকা বিনিয়োগ করলেই শুরু করতে পারবেন এই ব্যবসা। বাড়ির মহিলাদের জন্য এই ব্যবসাটি সেরা অপশন।
আপনি যদি বিউটি বা মেকাপে দক্ষ হন, তাহলে বাড়ি থেকেই শুরু করতে পারেন এই ব্যবসা। কারণ পার্লার সার্ভিস বা ব্রাইডাল মেকাপের চাহিদা এখন তুঙ্গে। এক্ষেত্রে মোটামুটি ৮ থেকে ৯ হাজার টাকা থাকলেই শুরু করা যায়। বিয়ের মরসুমে এই ব্যবসায় বিরাট আয় হয়।
বাচ্চা থেকে বড়, চকলেট খেতে সবাই ভালোবাসে। বাড়িতে বিভিন্ন ফ্লেভার এবং ডিজাইনের চকলেট তৈরি করে বিক্রি করতে পারেন। এমনকি সেগুলি দোকানে বা অনলাইনেও সেল করতে পারেন। এক্ষেত্রে মোটামুটি ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা হলেই শুরু করা যায় এই ব্যবসা।
বাড়ি বা ছোটখাটো অনুষ্ঠানে খাওয়ার আয়োজন করা এখন খুবই জনপ্রিয়। কম খরচে রান্নার ব্যবস্থা করে আপনি ক্যাটারিং ব্যবসা শুরু করতে পারেন। এক্ষেত্রে মোটামুটি ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হবে। প্রতিটি অর্ডারে আপনি ২০ থেকে ৩০% লাভ করতে পারবেন।
যারা ছবি আঁকতে ভালোবাসেন, তারা নিজের আঁকা ছবি বা হস্তশিল্প বাজারে বা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারেন। হ্যাঁ, এগুলো বিভিন্ন মেলায় অংশ নিয়েও বিক্রি করা যায়। এক্ষেত্রে মোটামুটি ৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা থাকলেই শুরু করা যায় এই ব্যবসা।
ঝুমকো, ব্রেসলেট ইত্যাদি জিনিস বাজারে খুবই চলে। আপনি যদি হাতের কাজ জানেন, তাহলে এই ব্যবসা শুরু করতে পারেন। অনলাইনের মার্কেটপ্লেসগুলিতে খুব সহজেই জিনিসগুলি বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে মোটামুটি ৩ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা থাকলেই এই ব্যবসা শুরু করা যায়।
আপনি যদি ফিটনেস ট্রেনিং বা যোগা ক্লাস করাতে পারেন, তাহলে নিজের এলাকায় একটি ক্লাস শুরু করতে পারেন। কারণ আজকাল স্বাস্থ্য সচেতন হয়ে মানুষ এইদিকে বেশি ঝুঁকছে। মত্র ৫ হাজার থেকে ৮ হাজার টাকা থাকলেই শুরু করা যায় এই ব্যবসা।
তাই বর্তমান সময়ে নিজের স্বপ্ন পূরণ করতে গেলে যে বড় পুঁজি লাগে, এই ধারণা সম্পূর্ণ ভুল। যদি সঠিক পরিকল্পনা, পরিশ্রম এবং নিজের প্রতি বিশ্বাস থাকে, তাহলে মাত্র কয়েক হাজার টাকা দিয়েও দাঁড় করানো যায় একটি লাভজনক ব্যবসা। তাই ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চাইলে উপরের ব্যবসাগুলির মধ্যে যেকোনো একটি ব্যবসা চোখ বন্ধ করে বেছে নিতে পারেন।
সৌভিক মুখার্জী, কলকাতা: মোবাইল ফোন ব্যবহারকারীদের আবারও রাতের ঘুম মাথায় উঠতে চলেছে। সুত্রের খবর, চলতি…
সহেলি মিত্র, কলকাতাঃ কোটি কোটি সরকারি কর্মী এখন একটা জিনিসের জন্য দীর্ঘ অপেক্ষা করছেন। আর…
আমরা প্রতিদিন বাজারে গেলে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা কিংবা ১০ টাকার কয়েন (10…
Matter Aera Electric Bike Launched: আহমেদাবাদের ম্যাটার মোটর্স তাদের নতুন ইলেকট্রিক বাইক ‘ম্যাটার আেরা’ আজ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষবারের মতো নববর্ষের বৈশাখী সন্ধ্যায় পাঞ্জাবের ঘরের মাঠে লজ্জা বেড়েছিল কলকাতা নাইট…
যদি এই মুহূর্তে নতুন বাইক কিনতে চান তাহলে ট্রায়ম্ফ (Triumph) এর অফার কাজে লাগাতে পারেন।…
This website uses cookies.