Business Idea: একটা ল্যাপটপই যথেষ্ট, এই ব্যবসায় বাড়িতে বসেই প্রতিমাসে আয় হবে ৫০,০০০ | Unique Business Idea Web Development To Earn Up To Rs 50000 A Month

পার্থ সারথি মান্না, কলকাতাঃ চাকরির যা হাল তাতে কেউ হন্যে হয়ে ঘুরেও ভালো কাজ পাচ্ছে না। এদিকে কেউ চাকরি করেও মাসের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন। তাই মোটা উপার্জনের আশায় ব্যবসার দিকে ঝুঁকছেন অনেকেই। বিশেষ করে উঠতি বয়সের ছেলে মেয়েরা আজকের দিনের আধুনিক ব্যবসায় (Business) মোটা আয় করছে। আজ এমনই একটি খোঁজ রইল আপনাদের জন্য যেটা প্রতিমাসে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা দিতে সক্ষম।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

২০২৫ সালের লেটেস্ট ব্যবসার আইডিয়া | Latest Business Idea 2025

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ডিজিটাল ইন্ডিয়া প্রসারের জন্য অনুপ্রেরণা দিচ্ছেন। স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে অনলাইনে ব্যাপক গ্রোথ হচ্ছে যে কোনো ব্যবসারই। এক্ষেত্রে যেটা সবার আগে প্রয়োজন সেটা হল একটা ওয়েবসাইট। ছোট থেকে বড় সমস্ত কোম্পানিই আজকাল যুগের সাথে তাল মিলিয়ে ব্যবসার প্রসার করতে ওয়েবসাইট বানাচ্ছে। এখানেই আসে ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্টের ব্যবসা।

READ MORE:  Provident Fund: পেনশন তো আছেই, EPFO-র অ্যাকাউন্ট থেকে আয় করা সম্ভব? জানুন বিস্তারিত | Is It Possible To Earn Income From EPFO ​​account?

ওয়েবসাইট ডেভেলপমেন্টের ব্যবসা | Web Development & Website Designing Business

আপনি যদি একটি ওয়েব ডেভেলপমেন্টের ব্যবসা শুরু করতে চান তাহলে বাড়িতে একটি বা দুটি ল্যাপটপ বা কম্পিউটার থাকলেই হবে। ডিজিটাল ভারতে দাঁড়িয়ে ওয়েবসাইট তৈরির কাজের  অর্ডার প্রতিনিয়ত আসতেই থাকবে যা আপনাকে প্রতিমাসে ৫০,০০০ টাকা থেকে ১,০০,০০০ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে সাহায্য করবে। কিভাবে শুরু করবেন বিস্তারিত রইল আজকের প্রতিবেদনেই।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কীভাবে শুরু করবেন এই ব্যবসা?

আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের ব্যবসা শুরু করতে চান তাহলে বাড়ি থেকেই এই কাজ শুরু করতে পারেন। কারণ এই কাজের জন্য একটি মোটামুটি ভালো ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ থাকলেই যথেষ্ট। যদি নিজের ওয়েবসাইট তৈরির জ্ঞান থাকে তাহলে তো আরও খরচ কম। যদি না থাকে সেক্ষেত্রে একজন ডেভেলপারকে কাজে রাখতে হবে। এরপর ক্লাইন্ট আনুন, অর্ডার ডেলিভারি করুন আর বসে বসে টাকা ইনকাম করুন।

READ MORE:  Gold Price Today: ফের সস্তা হল সোনা, কমল রুপোর দরও! দেখে নিন আজকের দাম | Gold Silver Price Today

ক্লাইন্ট আসবে কীভাবে?

আগেই বলেছি ডিজিটাল ইন্ডিয়ার যুগে সকলেই নিজেদের ব্যবসা অনলাইনে নিয়ে যেতে চাইছে। তাই সঠিকভাবে বিজ্ঞাপনের পিছনে খরচ করলে খুব কম খরচেই ভালো ক্লায়েন্ট পাওয়া সম্ভব। এছাড়াও বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকেও ওয়েব ডেভেলপমেন্টের অর্ডার পাওয়া যেতে পারে।

মাসে কত টাকা আয় হতে পারে?

এই কাজের ক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো রেট চার্ট হয় না। প্রজেক্ট কতটা বড়, শেষ করতে কতটা সময় লাগে এই সমস্ত জিনিস দেখার পরেই সবটা ক্লাইন্টকে টাকার অঙ্কটা জানানো হয়। এছাড়া শুধুমাত্র ভারতের নয় বাইরের দেশের গ্রাহকও পাওয়া যেতেই পারে। সেক্ষেত্রে আয় আরও বেশি হয়। যদি আপনি মাসে ভালো ৩-৪টি প্রজেক্টও পান তাহলেই খুব সহজে ৫০,০০০ টাকা আয় করা সম্ভব।

READ MORE:  Farming Business: রয়েছে বিশেষ ঔষধি গুণ, একবার এই ফসল চাষ করলেই লাখপতি হওয়া কনফার্ম | Black Turmeric Farming Business
Scroll to Top