Business Idea: সবারই প্রয়োজন, মাত্র ২০ হাজারে শুরু করুন সবথেকে চাহিদার ব্যবসা! মাসে আয় হবে ১ লাখ | Business Idea to make Rs 1.5 Lakh every month with Rs 20000 Investment
পার্থ সারথি মান্না, কলকাতাঃ মূল্যবৃদ্ধি বেড়েই চলেছে অথচ বাজারে সেভাবে ভালো কাজ পাওয়া বেশ মুশিকল হয়ে পড়ছে। তাই চাকরির আশায় বসে না থেকে অনেকেই ব্যবসার (Business) দিকে ঝুঁকছেন। আপনিও কি সেদিকেই যাচ্ছেন? কিন্তু কীভাবে শুরু করবেন বুঝতে উঠতে পারছেন না? তাহলে আজকের প্রতিবেদনে আপনাদের একটি ব্যবসার সম্পর্কে জানাবো যেটা মাত্র ২০ হাজার টাকা খরচ করে শুরু করা যেতে পারে। আর প্রতিমাসে লক্ষাধিক টাকা উপার্জন করা সম্ভব।
বর্তমানে একটু বড় হলেও সকলে স্নিকার বা বেশ ডিজাইনার বা আকর্ষণীয় জুতো পরতে পছন্দ করেন। ছোটরা তো বটেই বড়রাও কিন্তু ফ্যাশনেবল জুতো পড়েন। তাই আজকে আপনাদের জুতোর ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানাবো। যেখানে অল্প টাকা বিনিয়োগ করেই আপনি মোটা আয় করতে পারবেন। কিভাবে শুরু করবেন? কত টাকা প্রফিট হতে পারে সমস্তটা জানতে হলে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
আপনি যদি এই ব্যবসা শুরু করতে চান তাহলে সবার আগে আপনাকে সস্তায় জুতো তুলতে হবে। এক্ষেত্রে আপনি যদি কলকাতার কাছাকাছি কোনো এলাকায় থাকেন তাহলে বড় বাজার চলে আসুন। সেখান থেকেই নানা ধরণের ও নানা সাইজের জুতো ১০-১৫ পিস করে তুলে নিন। এরপর সেই জুতো বিক্রির জন্য একটা জায়গায় খুঁজতে হবে। এক্ষেত্রে এমন একটা জায়গা বাছাই করতে হবে যেখানে পরিমাণে লোকের যাতায়াত হয়। উদাহরণ স্বরূপ ট্রেন স্টেশনের কাছে কোনো ফাঁকা মাঠ বা জায়গা থাকলে সেখানে বাঁশের ছাউনি করে দোকান দেওয়া যেতে পারে। আবার শুধুমাত্র চাদর পেতেই সাজিয়ে জুতো বিক্রি শুরু করতে পারেন।
শুরুতেই আপনাকে জুতো কেনার জন্য কমপক্ষে ১৫০০০ থেকে ২০০০০ টাকা বিনিয়োগ করতেই হবে। এই জুতো বিক্রি করতে পারলেই মোটা টাকা আয় হয়ে যাবে। এছাড়া আপনি যে জায়গায় জুতো বিক্রি করবেন সেখানে জন্য যদি ভাড়া গুণতে হয় তাহলে সেটা অতিরিক্ত। আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হল যদি সকাল থেকে রাত অবধি দোকান দেন সেক্ষেত্রে অন্ধকার হলে আলো যাতে হবে, বা কাস্টমার আকর্ষণ করার জন্য বক্স বাজানো হতে পারে। এই সমস্ত চালানোর জন্য কারেন্ট খরচ হবে।
আপনি যদি পাইকারি বাজার থেকে সস্তায় জুতো কিনে আনতে পারেন তাহলে প্রতিটা জুতো কমপক্ষে ৩৫-৪০% বা তারও বেশি লাভে বিক্রি করা যেতেই পারে। উদাহরণস্বরূপ আপনি যদি একটি জুতো বিক্রি করে গড়ে ১০০ টাকা লাভ করেন। আর দিনে ৩০ থেকে ৫০টা জুতো বিক্রি করেন তাহলেই ৩০ দিনে ৯০,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।
ওপ্পো তাদের নতুন স্মার্টফোন সিরিজ, Oppo Reno 14 লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে বেশ…
মে মাসে ব্যাংকিং কার্যক্রমে প্রভাব ফেলতে পারে এমন একাধিক ছুটি রয়েছে। এই মাসে মোট ১২…
OnePlus শীঘ্রই ভারতে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13s লঞ্চ করতে চলেছে। চীনে সম্প্রতি লঞ্চ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের (India) বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ জিগির তুলেছিল পাকিস্তান! পশ্চিম দিকের দেশ থেকে…
প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে ২০১৬ সালের এসএসসি-র (SSC) গোটা প্যানেল বাদ পরে যাওয়ায় চাকরিহারা হয়ে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 30 এপ্রিল, বুধবার অক্ষয় তৃতীয়া। এই শুভ দিনে অনেকেই নিজের ব্যবসায়িক…
This website uses cookies.