লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Business Idea: সব ঘরেই দরকার, আয়ও দারুণ! এই ব্যবসা শুরু করলেই নিশ্চিত ভবিষ্যৎ

Published on:

বর্তমান সময়ে ভালো চাকরি পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাই অনেকেই চাকরির পেছনে সময় নষ্ট না করে নিজের ব্যবসা শুরু করার কথা ভাবছেন। আপনি যদি এমনই কিছু করতে চান, তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ ব্যবসার আইডিয়া! এই ব্যবসা একবার শুরু করলে কাস্টমার নিজের থেকেই আপনার কাছে আসবে, আর মাসে সহজেই ৫০,০০০ টাকার বেশি আয় করা সম্ভব হবে।

দরকারি ও লাভজনক ব্যবসার আইডিয়া

যেকোনো ব্যবসা শুরু করলেই যে সফলতা আসবে, তা নয়। সঠিক পরিকল্পনা ও বাজার চাহিদা বুঝে ব্যবসা শুরু করলেই সফল হওয়া সম্ভব। আজ আমরা এমন একটি ব্যবসার কথা বলব, যা যেকোনো এলাকায় হাই ডিমান্ডের এবং সহজেই লাভজনক হয়ে উঠতে পারে। এই ব্যবসাটি হলো আটা চাক্কি বা গম ভাঙিয়ে আটা তৈরির ব্যবসা।

READ MORE:  রক্তক্ষয়ী সংঘর্ষ সীমান্তে! অনুপ্রবেশ করতে গিয়ে ‘খতম’ ৫৪ জঙ্গি

কেন আটা চাক্কির ব্যবসা লাভজনক?

ভারতের বিশাল জনগোষ্ঠী রেশন কার্ডের মাধ্যমে কম দামে চাল ও গম সংগ্রহ করে। দেশে প্রায় ৮০ কোটি মানুষের রেশন কার্ড রয়েছে। এই গম সাধারণত রেশন দোকান থেকে সংগ্রহ করা হয় এবং তা গিয়ে আটা চাক্কিতে ভাঙিয়ে আটা তৈরি করতে হয়। ফলে রেশন দোকানের কাছাকাছি যদি একটি আটা চাক্কি চালু করা যায়, তাহলে এটি একটি লাভজনক ব্যবসা হয়ে উঠতে পারে।

কীভাবে শুরু করবেন আটা চাক্কির ব্যবসা?

প্রথমে একটি মাঝারি বা বড় দোকানঘর দরকার। যদি আপনার বাড়ি রাস্তার পাশে হয়, তাহলে বাড়ি থেকেই ব্যবসা শুরু করা সম্ভব।
গম ভাঙিয়ে আটা তৈরির জন্য ফ্লোর মিল মেশিন কিনতে হবে।
লাইসেন্স ও রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে।
দোকানের জন্য সঠিকভাবে ইলেকট্রিক কানেকশন ও ওয়্যারিং করাতে হবে।

READ MORE:  লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে বাড়তি আয়! ঘরে বসে আরও ১০০০ টাকা পাবেন এই প্রকল্পে!

কত টাকা বিনিয়োগ করতে হবে?

যদি নিজের বাড়িতে ব্যবসা শুরু করেন, তাহলে ভাড়া বাবদ কোনো খরচ লাগবে না।
ফ্লোর মিল মেশিন কিনতে প্রায় ২০,০০০ – ২৫,০০০ টাকা খরচ হতে পারে।
মেশিন সেটআপ ও ইলেকট্রিক্যাল ওয়ারিং করতে ৩,০০০ – ৫,০০০ টাকা লাগবে।
লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাবদ প্রায় ১,০০০ টাকা খরচ হতে পারে।
সর্বমোট, ২৫,০০০ – ৩০,০০০ টাকার মধ্যেই এই ব্যবসা শুরু করা সম্ভব।

কত টাকা আয় করা সম্ভব?

এই ব্যবসায় আয় নির্ভর করে আপনি দিনে কত কেজি গম ভাঙাতে পারেন তার উপর।
যদি দিনে ২৫০ কেজি গম ভাঙাতে পারেন, তাহলে প্রতিকেজি ৩ টাকা হিসাবে দিনে ৭৫০ টাকা এবং মাসে ২২,০০০ টাকা আয় করা সম্ভব।
তবে, একদিনে সহজেই ৭০০ – ৮০০ কেজি গম ভাঙানো সম্ভব, যার ফলে মাসে ৫০,০০০ টাকার বেশি আয় হতে পারে।

READ MORE:  ৫০০ বন্দির জীবনদান! ইদের আগে ভারতকে বিরাট উপহার UAE-র

এই ব্যবসার সুবিধা

কম বিনিয়োগে শুরু করা যায়
প্রতিদিন নিশ্চিত আয় হয়
চাহিদা সর্বদা থাকে
নিজের এলাকায় সহজেই চালানো যায়

এই ব্যবসা একবার শুরু করলে, সময়ের সাথে সাথে আরও বড় করা সম্ভব। আপনি যদি ছোট পরিসরে একটি লাভজনক ব্যবসা শুরু করতে চান, তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা সুযোগ!

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.