Business Idea: সব ঘরেই প্রয়োজন, আয়ও ভালো! এই ব্যবসা শুরু করলে চিন্তা করতে হবে না আজীবন | Start Atta Chakki Business Your Income Will Grow
পার্থ সারথি মান্না, কলকাতাঃ আজকাল বাজারে ভালো চাকরি পাওয়াটা বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকেই চাকরি খুঁজে সময় নষ্ট না করে নিজস্ব ব্যবসা (Business) চালু করছেন। আপনিও কি তেমনটাই ভাবছেন? তাহলে আপনার জন্য রইল এক দুর্দান্ত ব্যবসার আইডিয়া যেটা যেটা একবার শুরু করলে কাস্টমার নিজে থেকেই খুঁজে খুঁজে আপনার কাছে আসবে আর প্রতিমাসে সহজেই ৫০,০০০ টাকা আয় হবে।
যে কোনো ব্যবসা শুরু করলেই যে তা থেকে ভালো আয় হবে তেমনটা কিন্তু একেবারেই নয়। এলাকা অনুযায়ী ঠিক মত কাজ করতে পারলে তবেই সফলতা পাওয়া যায়। তবে আজ যে ব্যবসার সম্পর্কে জানাবো সেটা যে কোনো জায়গাতেই বেশ হাই ডিমান্ডের বলা যেতে পারে। ভাবছেন কিসের কথা বলছি? এখানে বলা হচ্ছে আটা চাক্কি বা আটা ভাঙিয়ে গম তৈরির ব্যবসার কথা।
আজও গরিব থেকে মধ্যবিত্ত পরিবারের মানুষেরা রেশন থেকে চাল ও গম নিয়ে আসেন। গোটা দেশের ৮০ কোটি মানুষের কাছে রেশন কার্ড রয়েছে। রেশন থেকে পাওয়া এই গম আটা চাক্কিতে গিয়েই ভাঙাতে হয়। এক্ষেত্রে যদি রেশন দোকানের কাছাকাছি এলাকায় একটা আটা চাক্কি খুলতে পারেন তাহলে বেশ মোটা টাকা আয়ের সুযোগ রয়েছে।
আপনি যদি আটা চাক্কির ব্যবসা শুরু করতে চান তাহলে প্রথমেই একটা মাঝারি বা বড় মাপের ঘর বা দোকানঘর জোগাড় করতে হবে। এক্ষেত্রে যদি আপনার বাড়ি রাস্তার ধরে হয় ও খালি ঘর থাকে থালে বাড়ি থেকেও কাজ শুরু করতেই পারেন। ঘরের ব্যবস্থা হয়ে গেলে গম ভাঙিয়ে আটা তৈরির মেশিন কিনতে হবে। এছাড়াও কিছু লাইসেন্স বা রেজিস্ট্রেশনের পক্রিয়া করে নিতে হবে। সব শেষে দোকানের সঠিকভাবে ইলেকট্রিক ওয়্যারিং করিয়ে নিতে হবে।
শুরুতে যদি দোকান আপনার নিজের বাড়িতে করেন তাহলে ভাড়া বেঁচে যাবে। এরপর মেশিন কেনার জন্য ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা। সেটা ফিটিং করতে ও ইলেক্ট্রিকাল ওয়্যারিং করতে ৩০০০-৫০০০ টাকা ও লাইসেন্স বা রেজিস্ট্রেশন বাবদ ১০০০ টাকা খরচ হবে।
এই ব্যবসায় আয় নির্ভর করে দিনে কত কেজি গম ভাঙিয়ে আটা তৈরি করতে পারছেন তার উপর। যদি আপনি দিনে ২৫০ কেজি গম ভাঙাতে পারেন তাহলে প্রতিকেজি ৩ টাকা হিসাবে দিনে ৭৫০ ও মাসে ২২.,০০০ টাকা আয় করতে পারবেন। তবে একদিনে সহজেই ৭০০-৮০০ কেজি পর্যন্ত গম ভাঙ্গানো যায়। সেক্ষেত্রে প্রতিমাসে ৫০,০০০ টাকারও বেশি আয় হবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলাদেশে সম্প্রতি ঘটে চলা রাজনৈতিক টালমাটাল আবহের মধ্যে মুক্তি পেল বিতর্কিত দেশদ্রোহিতা…
রিয়েলমি আজ ৭ম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ “অ্যানিভার্সারি সেল”-এর আয়োজন করেছে। এই সেলে সংস্থার জনপ্রিয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেল যা লক্ষ লক্ষ যাত্রীদের প্রধান ভরসা। আর এবার ইতিহাসের পাতায়…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবেশী ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে মোহনবাগান (Mohun Bagan)! সাম্প্রতিক সময়ে ভরাডুবির…
রিয়েলমি শীঘ্রই ভারতের বাজারে তাদের C সিরিজের নতুন স্মার্টফোন Realme C75 লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই…
বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। দর্শকরা এখন তাদের পছন্দ অনুযায়ী ওয়েব সিরিজ…
This website uses cookies.