লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Business Idea: ১০ টাকা বিনিয়োগ, কোটি টাকা রিটার্ন! এই গাছের এই ব্যবসা বদলে দেবে ভাগ্য | Mahogany Tree Business

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে সবাই চায় নিজের একটি ব্যবসা (Business Idea) শুরু করতে, যেখান থেকে আয় হবে মোটা অঙ্কের। কিন্তু আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না, মাত্র ১০ টাকার একটি গাছের চারা থেকে শুরু করতে পারেন কোটি টাকার ব্যবসা। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। মেহগনি গাছের চাষ করে রাতারাতি অনেকেই কোটিপতি হয়ে উঠেছেন। শুধু প্রয়োজন ধৈর্য, সঠিক পরিকল্পনা এবং সামান্য পরিশ্রম।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

মেহগনি গাছের চাহিদা আকাশছোঁয়া

মেহগনি গাছের চাহিদা সারা বছরই আকাশছোঁয়া থাকে। আর এই গাছের কাঠ আসবাবপত্র বানানোর জন্যে সেরা বিকল্প। এই কাঠের চাহিদা এতটাই, যে গাছটির কাঠের মূল্য প্রতি ঘনফুটে ২০০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

READ MORE:  রেশন ব্যবস্থায় এবার বিরাট বদল আনল রাজ্য, এই কাজ না করলেই বন্ধ হবে রেশন

১২০টি গাছেই কোটিপতি

পরিসংখ্যান বলছে, যদি কেউ মাত্র ১২০টি মেহগনির গাছের চারা রোপন করতে পারে, তাহলে সে ১২ বছরে কোটি টাকার বেশি আয় করতে পারে। সাধারণত ৬ বছরেই পূর্ণতা লাভ করে এই গাছ। আর এই সময় থেকেই কাঠ বিক্রির উপযোগী হয়ে ওঠে। তবে অধিক লাভের জন্য ১২ বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সবথেকে বড় ব্যাপার, এই গাছের মাঝে ফাঁকা জমিতে অন্যান্য শাকসবজি বা ফসল লাগানো যায়। অর্থাৎ, এক জমি থেকে একাধিক উপায়ে আয় করা যাবে।

READ MORE:  সরকারের নতুন প্রকল্প, প্রত্যেক মহিলা পাবে মাসে ২৫০০ টাকা

চাষ করার সময় অবশ্যই পদ্ধতিগুলি মাথায় রাখুন..

মেহগনির চাষ শুরু করার আগে অবশ্যই মাটির পিএইচ এর মান পরীক্ষা করে নেওয়া জরুরী। পিএইচ এর মান ৬ থেকে ৭ হলে সেই মাটি মেহগনি চাষের পক্ষে উপযুক্ত। চারা রোপনের জন্য জুলাই থেকে আগস্ট মাসকে বেছে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

তবে চারা লাগানোর সময় প্রতি গাছের মাঝে ৪ মিটার ফাঁকা রাখা উচিত। এছাড়া প্রতিটি গর্ত এক ফুট চওড়া এবং এক ফুট গভীর হতে পারে। আর প্রতিটি গর্তে দিতে হবে ৫ কেজি পচা গোবর সার, ১০০ গ্রাম ইউরিয়া, ১০০ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং ৫০ গ্রাম পটাস।

READ MORE:  Stock Market: ২৬% কমল দাম, এই স্টকে বিনিয়োগ করলে পেতে পারেন মোটা মুনাফা | Hindustan Aeronautics Limited Share Price Down

কোথা থেকে পাবেন মেহগনির গাছের চারা?

বেশ কিছু সূত্র বলছে, মেহগনি গাছের চারা বিভিন্ন নার্সারি, কৃষি দপ্তর বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে পাওয়া যায়। আর একেকটি গাছের চারার দাম পরে মাত্র ১০ থেকে ১৫ টাকা। এমনকি কেউ চাইলে নিজের বাগান থেকেই মেহগনির গাছের চারা তৈরি করতে পারেন।

তাই যদি স্বল্প বিনিয়োগে ভবিষ্যতে মোটা অঙ্কের রিটার্ন পেতে চান, তাহলে কোন জায়গায় বিনিয়োগ না করে একবার মেহগনির গাছের চাষ করে দেখুন, নিরাশ হবেন না।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.