Business With Rail: মাত্র ৩৯৯৯ টাকা বিনিয়োগে রেলের সঙ্গে শুরু করুন ব্যবসা, মাসে হবে মোটা আয় | Low Investment Business
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি ভারতীয় রেলওয়ের সাথে ব্যবসা (Business With Rail) করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ একটি সুযোগ। শুধুমাত্র চাকরি নয়, ব্যবসার মাধ্যমেও রেলওয়ের সাথে যুক্ত হয়ে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা রোজগার করা সম্ভব। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এই ব্যবসায় প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করার সুযোগ পাবেন, তাও কিনা বাড়িতে বসেই। কিন্তু কীভাবে? চলুন বিস্তারিত জানি আজকের প্রতিবেদনে।
ভারতীয় রেলের অধীনস্ত সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC ভারতীয় রেল পরিষেবা পরিচালনার পাশাপাশি অনলাইনে টিকিট বুকিং-এর সুবিধা দিয়ে থাকে। তাই আপনি চাইলে IRCTC-এর অনুমোদিত টিকিট এজেন্ট হয়ে সহজেই ট্রেন, বাস ও বিমানের টিকিট বুকিং করে মোটর অঙ্কের কমিশন কামাতে পারবেন।
বলে রাখি, একজন এজেন্ট হিসেবে আপনি ঠিক রেলওয়ে টিকিট কাউন্টারের কর্মচারীর মতোই টিকিট ইস্যু করবেন। সবথেকে বড় ব্যাপার, এই কাজ করতে আপনাকে কোন নির্দিষ্ট অফিসে যেতে হবে না। শুধুমাত্র IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন একবার গৃহীত হলেই আপনি একজন অনুমোদিত টিকিট এজেন্ট হয়ে যাবেন এবং বাড়িতে বসেই মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন।
আপনি যদি একজন IRCTC-এর অনুমোদিত এজেন্ট হন, তাহলে প্রতিটি টিকিট বুকিং-এর জন্য আপনি মোটা অঙ্কের কমিশন পাবেন। সাধারণত নন এসি বা স্লিপার কোচের ক্ষেত্রে প্রতি টিকিটে ২০ টাকা কমিশন দেওয়া হয় এবং এসি কোচের জন্য প্রতি টিকিটে ৪০ টাকা কমিশন দেওয়া হয়। এছাড়া আপনি টিকিট মূল্যের ১% কমিশন হিসাবে পাবেন।
এখানেই শেষ নয়। আপনি মাসে যত খুশি টিকিট বুক করতে পারবেন। এখানে কোন লিমিট নেই। সাধারণত যাত্রীরা এক মাসে একটি নির্দিষ্ট সংখ্যার বেশি টিকিট কাটতে পারে না। তবে আপনি যদি একবার এজেন্ট হতে পারেন, তাহলে আপনি যত খুশি টিকিট কাটতে পারবেন।
প্রথমত এই ব্যবসায় ফিক্সড ইনকামের মতো নির্দিষ্ট টাকা প্রতি মাসে আপনার পকেটে আসবে। পাশাপাশি এই ব্যবসা করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। বাড়িতে বসে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমেই সহজে করতে পারবেন। শুধুমাত্র ট্রেন নয়, আপনি বাস বা ফ্লাইটের টিকিটও একজন এজেন্ট হিসেবে বুক করতে পারবেন।
IRCTC-এর একজন অনুমোদিত এজেন্ট হতে গেলে আপনাকে কিছু ফি প্রদান করতে হবে। সাধারণত ১ বছরের এজেন্টের জন্য লাইসেন্স ফি বাবদ ৩৯৯৯/- টাকা এবং ২ বছরের জন্য লাইসেন্স নিতে গেলে ৬৯৯৯/- টাকা পড়বে। এছাড়াও বুকিং সংখ্যার উপর ভিত্তি করে কিছু টিকিট চার্জ দিতে হবে। যেমন প্রথম ১০০টি টিকিট পর্যন্ত প্রতি টিকিটে ১০ টাকা করে ফি দিতে হবে। তারপর ১০১ থেকে ৩০০ টিকিটের জন্য প্রতি টিকিটে ৮ টাকা ফি দিতে হবে। তবে ৩০০ টিকিটের বেশি হলে প্রতি টিকিটের ৫ টাকা ফি দিলেই হবে।
তবে এখানে সব থেকে ভালো দিক হল, আপনার ইনকামের এখানে কোন লিমিট নেই। আপনি এখানে যত বেশি টিকিট কাটবেন তত বেশি কমিশন পাবেন। তাই মাস শেষে আপনার পকেটে মোটা অঙ্কের টাকা থেকে যাবে।
আপনার যদি বাড়িতে কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোন ও ইন্টারনেটের সংযোগ থাকে, তাহলে আপনি খুব সহজেই এই ব্যবসা শুরু করতে পারবেন। একজন টিকিট এজেন্ট হওয়ার জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে প্রথমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
১) প্রথমে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) এরপর “IRCTC Agent Registration” অপশনে ক্লিক করুন।
৩) এরপর আপনার প্রয়োজনীয় তথ্য দিন এবং রেজিস্ট্রেশন ফি প্রদান করুন।
৪) রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে আপনার এজেন্ট আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন।
৫) এরপর থেকে আপনি অনলাইনে খুব সহজেই টিকিট বুকিং করতে পারবেন এবং কমিশন উপার্জন করতে পারবেন।
সবশেষে এটাই বলার যে, প্রতিদিন প্রায় কোটি কোটি মানুষ ভারতীয় রেলের টিকিট কেটে যাতায়াত করেন। তবে অনেকে অনলাইনে টিকিট কাটতে পারে না। আপনি যদি একজন IRCTC-এর অনুমোদিত এজেন্ট হন, তাহলে তাদের জন্য আপনি সহজেই ঘরে বসে টিকিট কাটতে পারবেন এবং মোটা টাকা রোজগার করতে পারবেন।
সুমন পাত্র, কলকাতা: Amazon নিয়ে এসেছে স্পেশাল সেল Electronics Premier League Sale। এই সেলে ব্র্যান্ডেড…
সুমন পাত্র, কলকাতা: Poco F7 সিরিজ শীঘ্রই বাজারে আসতে চলেছে। সম্প্রতি পোকোর তরফে এই সিরিজের…
সুমন পাত্র, কলকাতা: ফেব্রুয়ারিতে মালয়েশিয়াতে লঞ্চ হওয়া, Vivo Y39 5G এবার ভারতে আসতে চলেছে। ভিভো…
সুমন পাত্র, কলকাতা: সাম্প্রতিক সময়ে লঞ্চ হওয়া প্রায় প্রতিটি চাইনিজ স্মার্টফোনেই ৬,০০০ এমএএইচ বা তার…
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২শে মার্চ, শনিবার। শনিদেবের কৃপায় কেমন যাবে আপনার দিনটি? আজকের রাশিফল…
This website uses cookies.