BYD Sealion 7 Electric SUV Launched: কলকাতা থেকে শিলিগুড়ি এবার এক চার্জে! লঞ্চ হল BYD Sealion 7 ইলেকট্রিক গাড়ি | BYD Sealion 7 Price in India
জানুয়ারিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে আত্মপ্রকাশের পর থেকেই চর্চায় ছিল BYD Sealion 7। এক মাসের মধ্যেই হাজারের বেশি বুকিং পেয়েছে এই ইলেকট্রিক এসইউভি। আর আজ, অপেক্ষার অবসান ঘটিয়ে অত্যাধুনিক গাড়িটি ভারতে লঞ্চ হয়ে গেল। এটি দুটি ভেরিয়েন্টে এসেছে -প্রিমিয়াম এবং পারফরম্যান্স। দাম শুরু হচ্ছে ৪৮.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। ডেলিভারি ৭ মার্চ তারিখে শুরু হওয়ার কথা রয়েছে।
BYD Sealion 7 গাড়িতে ৮২.৫৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক স্ট্যান্ডার্ড হিসাবে রয়েছে। পারফরম্যান্স এবং প্রিমিয়াম ভেরিয়েন্টের ড্রাইভিং রেঞ্জ যথাক্রমে ৫৪২ কিলোমিটার এবং ৫৬৭ কিলোমিটার বলে দাবি করা হয়েছে। টপ-স্পেক পারফরম্যান্স মডেলটি ৫২৩ বিএইচপি এবং ৬৯০ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। মাত্র ৪.৫ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার/ঘন্টা স্প্রিন্ট করতে পারে।
বিওয়াইডি সিলিয়ন ৭ হাই-টেক ফিচার্সে সমৃদ্ধ। এতে ১৫.৬-ইঞ্চি রোটেটিং টাচস্ক্রিন, ফ্ল্যাট-বটম স্টিয়ারিং হুইল, প্যানোরামিক সানরুফ, ১২-স্পিকার অডিও সিস্টেম, হেড-আপ ডিসপ্লে, ১০.২৫-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল-জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, হিটিং এবং ভেন্টিলেশন সহ ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিট পাবেন ক্রেতারা।
এছাড়াও, সেফটির জন্য ১১টি এয়ারব্যাগ, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং ADAS (অ্যাডভ্যান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম) বৈশিষ্ট্য যেমন ব্লাইন্ড স্পট ডিটেকশন, ফরোয়ার্ড কলিশন ওয়ার্নিং, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক এমার্জেন্সি ব্রেকিং সহ নানা ফাংশন রয়েছে।
আগ্রহী গ্রাহকরা অনলাইনে অথবা তাদের নিকটতম কোম্পানি অথরাইজড ডিলারশিপে গিয়ে গাড়িটি বুক করতে পারবেন। বুকিং এর অঙ্ক ৭০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিওয়াইডি প্রথম ৭০ জন ক্রেতার জন্য ৭ বছর/১.৫ লক্ষ কিলোমিটার ওয়ারেন্টি ও বিনামূল্যে ৭ কিলোওয়াট হোম চার্জার অফার করছে।
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
This website uses cookies.