সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্র সরকারের এক বড়সড় আর্থিক ক্ষতির তথ্য সামনে এনেছে Comptroller and Auditor General of India (CAG)। জানা গিয়েছে, সরকারি টেলিকম সংস্থা BSNL গত ১০ বছর ধরে রিলায়েন্স জিওর কাছ থেকে বিল আদায় করেনি। ফলে সরকারের ১৭৫৭.৫৬ কোটি টাকা ক্ষতি হয়েছে। কিন্তু কীভাবে এই বিপুল পরিমাণ ক্ষতি হল? কার গাফিলতিতে এই ক্ষতি? চলুন বিস্তারিত জেনে নিই।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কী বলছে CAG-র রিপোর্ট?
ভারতের শীর্ষ অডিটিং সংস্থা CAG। তারা সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, BSNL এবং রিলায়েন্স জিওর মধ্যে থাকা Master Service Agreement (MSA) অনুযায়ী BSNL এর অবকাঠামো ব্যবহার করার জন্য জিওকে টাকা দিতে হতো। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, ২০১৪ সালের মে মাস থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত জিওকে কোন বিলই পাঠায়নি BSNL। এর ফলে BSNL ১৭৫৭.৫৬ কোটি টাকা আদায় করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি ৩৮.৩৬ কোটি টাকার লাইসেন্স ফিও আদায় করতে পারেনি। এমনকি ২৯ কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং চার্জও বকেয়া রয়ে গিয়েছে।
BSNL-র গাফিলতিতে এই লোকসান!
CAG-র রিপোর্ট স্পষ্ট বলে দিচ্ছে, BSNL চুক্তির শর্ত সঠিকভাবে মানেনি। সময় মত বিল পাঠানো হয়নি। ফলে জিও থেকেও কোনরকম অর্থ মেলেনি। আর চুক্তিতে মূল্যবৃদ্ধির যে শর্ত ছিল, সেটাও কার্যকর করা হয়নি। ফলে BSNL-র ১০ বছর ধরে চলতে থাকা এই গাফিলতির কারণে সরকারের বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি হয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
সরকারের ক্ষতির অঙ্ক কত দাঁড়াচ্ছে?
হিসাব বলছে, সরকারের মোট ১৭৫৭.৫৬ কোটি টাকার বিল আদায় হয়নি। পাশাপাশি ৩৮.৩৬ কোটি টাকার লাইসেন্স ফিও দেওয়া হয়নি এবং ২৯ কোটি টাকা শেয়ারিং চার্জ বকেয়া রয়েছে। হিসাব বলছে, সবমিলিয়ে মোট ১৮০০ কোটি টাকা ক্ষতি হয়েছে কেন্দ্র সরকারের।
ভবিষ্যতে কী হবে?
এরকম ঘটনা সামনে আসার পরই প্রশ্ন উঠছে BSNL এর কর্মকর্তারা কেন এত গাফিলতি করছে? তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? জিও কি এই টাকা সত্যিই ফেরত দেবে? যদিও সরকার এখনো এই বিষয়ে কোনো রকম মুখ খোলেনি। তবে তদন্ত শুরু করা হতে পারে। একটি সরকারি সংস্থার এরকম গাফিলতির কারণে সাধারণ মানুষের করের টাকায় সরকারের এত বড় ক্ষতি, এটা সত্যিই মেনে নেওয়া যায় না। এখন দেখার বিষয়, সরকার কীভাবে এই টাকা আদায় করে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেই ব্যবস্থা গ্রহণ করে।