Calcutta Civil Court Recruitment: মাধ্যমিক পাসে কলকাতা সিভিল কোর্টে চাকরি, বেতন ২১০০০ থেকে শুরু, দেখুন আবেদন পদ্ধতি | Calcutta Civil Court Recruitment For Various Post How To Apply
পার্থ সারথি মান্না, কলকাতাঃ অনেকেই এমন রয়েছেন যারা পড়াশোনা শেষে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। আবার অনেকেই চাকরি করছেন ঠিকই তবে পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন যাতে একটা সরকারি চাকরি পাওয়া যেতে পারে। এই সমস্ত চাকুরীপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি কলকাতা সিটি সিভিল কোর্টের তরফ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন কোন পদে নিয়োগ হবে? কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ও কিভাবে আবেদন করবেন? সমস্ত খুঁটিনাটি জানতে আজকের প্রতিবেদনে শেষ অবধি পড়ুন।
সম্প্রতি একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা সিভিল কোর্টের তরফ থেকে। যেখানে রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন। এটি একদিকে যেমন সরকারি চাকরি তেমনি ভালো মাইনেও মিলবে। তাই আপনি যদি আবেদন করতে চান এই প্রতিবেদন থেকে সমস্ত খুঁটিনাটি জেনে নিন।
কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৪টি শূন্যপদে লোক নেওয়া হবে। যার মধ্যে ইংরেজি স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন অ্যাসিস্টেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর গ্রূপ সি ও ডেটা এন্ট্রি অপারেটর গ্রূপ দি ইত্যাদি পদ থাকছে।
পদ অনুযায়ী বেতনের পরিমাণ ভিন্ন হবে। এক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে গ্রূপ সি লোয়ার ডিভিশন অ্যাসিস্টেন্ট পদের জন্য ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আর গ্রূপ সি এর বা একই পদের এক্ষেত্রে ২১,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা অনুযায়ী আবেদনকারী প্রার্থীকে পদের ভিত্তিতে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে। যদি ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে হয় তাহলে সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকেই মাধ্যমিক পাশ করে থাকতে হবে। একইসাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা থাকতে হবে।
গ্রূপ দি পদের কেটে প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে। এছাড়া সোহানীয় ভাষা জানতে হবে। আর ইংরেজি স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই সরকারি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক হতে হবে। একইসাথে কম্পিউটার চালানোর দক্ষতা ও স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে।
যে সমস্ত পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে নূন্যতম ১৮ বছর বয়স হলেই আবেদন করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। তবে SC, ST, OBC, Pwd ও এক্স সার্ভিস ম্যানদের নিয়োগ অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
যে সমস্ত প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করবে তাদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। দুটি ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে। যেখানে টাইপিংয়ের দক্ষতার পরীক্ষাও নেওয়া হবে। এরপর যারা উত্তীর্ণ হবে তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। আর গ্রূপ ডি পোস্টগুলিরই জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আপনি যদি এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। নিচে স্টেপ বাই স্টেপ সমস্ত পদ্ধতি দেওয়া হলঃ
কলকাতা সিভিল কোর্টে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে আবেদনের জন্য জেনারেল, SC, ST, OBC ও PwD প্রার্থীদের ৬০০ টাকা ফি দিতে হবে। তবে EWS প্রার্থীদের জন্য আবেদন ফি ৪৫০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ১৬.০২.২০২৫
অফিসিয়াল ওয়েবসাইট : Official Website
অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক : Official Recruitment Notification
প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পাহেলগাঁও (Pahalgam Terror Attack) অঞ্চলে পর্যটকদের ওপরে জঙ্গিদের আক্রমণ সাড়া…
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের 43টি আঞ্চলিক ব্যাঙ্ক এবার মিশে গিয়ে 28টি ব্যাঙ্কে পরিণত হচ্ছে। হ্যাঁ,…
রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এবার একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা (Government Announcement) করে…
চীনে আইকো আজ ঘোষণা মতো iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro স্মার্টফোন লঞ্চ…
প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকালে প্রখর রোদে তৃষ্ণা নিবারণ করতে অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে পুদিনার সরবত,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 14 বছরের তুফান গতকাল উড়িয়ে দিয়েছে গুজরাতের তাবড় বোলারদের। সোমবার শুভমন গিলদের…
This website uses cookies.