বাজারে নার্থিং ব্র্যান্ডের পরিচিত দিন দিন বাড়ছে। কার্ল পেই (Carl Pei) এর এই সংস্থাটি এর আগে দুটি স্মার্টফোন – Nothing Phone (1) ও Phone (2) লঞ্চ করেছে। এবার এদের উত্তরসূরি হিসেবে আসছে Nothing Phone (3)। সম্প্রতি ব্র্যান্ডটি এই স্মার্টফোনের লঞ্চের টাইমলাইন শেয়ার করেছে। আসন্ন এই ডিভাইসে স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে।
Nothing Phone (3) কবে লঞ্চ হবে
সম্প্রতি কার্ল পেই তার X (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছেন, নার্থিং ফোন (৩) চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে লঞ্চ হবে। নার্থিং এর আগের দুটি মডেলও জুলাই মাসে এসেছিল, তাই ফোন (৩) জুলাই ২০২৫-এ লঞ্চ হবে বলে ধরে নেওয়া যায়।
এখনও পর্যন্ত ডিভাইসটির স্পেসিফিকেশন সামনে আসেনি। আশা করা হচ্ছে মে বা জুন মাস নাগাদ কয়েকটি টিজার প্রকাশ করা হবে, যেখান থেকে এর ডিজাইন, ক্যামেরা ও চিপসেট সম্পর্কে জানা যাবে। আর যেহেতু ফোন (২) মডেলে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর এবং উন্নত Glyph ইন্টারফেস ছিল। তাই অনুমান করা হচ্ছে ফোন (৩)-তে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ এর মতো শক্তিশালী চিপসেট ব্যবহার করা হতে পারে। সেই সঙ্গে আইকনিক LED ব্যাক প্যানেলেও নতুনত্ব দেখা যেতে পারে।
প্রসঙ্গত, গতবছর অর্থাৎ ২০২৪ সালে কোনো ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনেনি Nothing। ফলে চলতি বছরে সংস্থার ফ্ল্যাগশিপ ডিভাইসের রিটার্নকে ঘিরে ফ্যানদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। ফলে Phone (3) যদি সঠিক দাম, নতুনত্ব ও পারফরম্যান্স সহ লঞ্চ হয়, তাহলে এটি বাজারে সাড়া ফেলতে পারে।