লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Carles Cuadrat: ইস্টবেঙ্গল ছাড়ার ৬ মাস পর চাকরি পেলেন কুয়াদ্রাত | Carles Cuadrat Gets A New Job After 6 Months

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) নতুন চাকরি পেয়েছেন। হ্যাঁ, সে তো স্বাভাবিক। কিন্তু কোন দলে ফের নিযুক্ত হলেন লাল হলুদের দুঃসময়ের কোচ? যথেষ্ট কৌতুহলী মশালবাহিনীর সমর্থকরা। আর সেই কৌতূহলের বশেই জানা গেল, এক বিদেশি ফুটবল দলের সহকারি কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কুয়াদ্রাত। গত শুক্রবার রাতে সেই সুখবর জানিয়েছেন কলকাতা ময়দানের প্রধান দল ইস্টবেঙ্গলের প্রাক্তন পথপ্রদর্শক।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন দলে যুক্ত হলেন কুয়াদ্রাত?

এই কুয়াদ্রাতের আমলেই চলতি ইন্ডিয়ান সুপার লিগের শুরুর দিকে প্রথম 3 ম্যাচে ধারাবাহিক পরাজয় দেখেছিল ইস্টবেঙ্গল। শেষ বারের মতো গোয়ার কাছে ঘরের মাঠে হারের পর লাল হলুদ কর্তাদের সাথে বৈঠকে বসেন কুয়াদ্রাত। আর সেটিই ছিল ইস্টবেঙ্গলে তাঁর শেষ বৈঠক। কেননা, এই আলোচনা সভাতেই নির্ধারিত হয়েছিল প্রাক্তন লাল হলুদ কোচের বিদায় পর্ব। যদিও তাঁর দল ছাড়ার পরও 3টি ম্যাচ হারে লাল হলুদ।

READ MORE:  East Bengal FC Vs FK Arkadag: বিদেশের মাটিতে শেষ চারে যোগ্যতা অর্জনের লড়াই, কোন অঙ্কে সেমিতে পৌঁছবে ইস্টবেঙ্গল? | East Bengal FC Vs FK Arkadag

যদিও বহু আগেই গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়ে ইন্ডিয়ান সুপার লিগের সেমিতে ওঠার স্বপ্ন ভেঙেছে ইস্টবেঙ্গলের। ISL-এর যাত্রা শেষ করে AFC চ্যালেঞ্জ লিগেও লজ্জার পরাজয় দেখেছে মশাল বাহিনী। ফলত, এখন আসন্ন সুপার কাপের আশা ধরে রাখা ছাড়া আর কোনও
বিকল্প পথ খোলা নেই অস্কারদের জন্য।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কাজেই কুয়াদ্রাতকে নিয়ে পুরোনো কাসুন্দি ঘেঁটে তেমন একটা লাভ হবে না। তবে প্রশ্ন একটাই কোন দলে যুক্ত হলেন তিনি? সূত্রের খবর, ফিলিপিন্স জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কুয়াদ্রাত। শোনা যাচ্ছে, এবার থেকে সেখানেই নিজের অপ্রাপ্তি ঘোঁচাবেন তিনি।

অবশ্যই পড়ুন: যে ৪ কারণে হারল KKR, মুখ খুললেন রাহানে

দলে যোগ দিয়েই কাজে নামতে হচ্ছে কুয়াদ্রাতকে

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, ফিলিপিন্স জাতীয় দলে সরকারি কোচ হিসেবে নিযুক্ত হয়ে নিজেকে গোছানোর খুব একটা সময় পাবেন না লাল হলুদের প্রাক্তন কোচ। কারণ, আগামী মঙ্গলবার মালদ্বীপের বিরুদ্ধে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামতে হবে ফিলিপিন্সকে। যদিও এটি হবে তাদের হোম ম্যাচ। কারণ ঘরের মাঠেই মালদ্বীপের ছেলেদের বিপক্ষে জোরালো আক্রমণ শনাবেন ফিলিপিন্সের ছেলেরা।

READ MORE:  Indian Cricketer Death: সেমিফাইনালের আগেই সঙ্গী হারালো ভারত! প্রয়াত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার | Death News Of India Cricketer
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.