CFL: কোর্টে ঝটকা খেল ইস্টবেঙ্গল | Diamond Harbor In Court Against East Bengal FC

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা লিগে (CFL) ইস্টবেঙ্গলকে ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছিল ডায়মন্ড হারবার! লাল হলুদদের চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না, এই মর্মে ইস্টবেঙ্গল ক্লাবকে কড়া নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। সূত্রের খবর, মূলত ডায়মন্ড হারবারের আবেদনে কলকাতা ময়দানের এই প্রধান দলের ওপর বিশেষ নির্দেশিকা আরোপ করেছে আদালত। যার জেরে আগামী 19 মার্চ পর্যন্ত লিগের ফলাফল স্থগিত থাকবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ঠিক কী কারণে এমন নির্দেশ?

হাতে আসা বেশ কিছু সূত্র মারফত খবর, 15 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে এগিয়েছিল ইস্টবেঙ্গল। অন্যদিকে কলকাতা লিগের সম সংখ্যক ম্যাচে 39 পয়েন্ট পেয়ে দৌড়াচ্ছিল ডায়মন্ড হারবার। সূত্র বলছে, লিগ জয়ের রাস্তায় আর মাত্র দুটি ম্যাচ বাকি ছিল ইস্টবেঙ্গলের। সেই দুই ম্যাচে যথাক্রমে ডায়মন্ড হারবার এবং ভবানীপুরের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল লাল হলুদদের।

READ MORE:  Sunil Chhetri Returning To Indian Team: ৮ মাসেই সিদ্ধান্ত বদল! অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন সুনীল ছেত্রী, নেপথ্যে কোন কারণ? | Sunil Chhetri Returning To Indian Football Team

একইভাবে ডায়মন্ড হারবারের খেলা বাকি ছিল ইস্টবেঙ্গল এবং মহমেডানের বিরুদ্ধে। এমতাবস্থায়, ভবানীপুরের বিরাট সিদ্ধান্তে চাপ কমে লাল হলুদের। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভবানীপুর ক্লাবের তরফে ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলে ইস্টবেঙ্গলের একমাত্র প্রতিপক্ষ হয় ডায়মন্ড হারবার। তাদের বিরুদ্ধে ম্যাচ খেললেই চূড়ান্ত আসরে পৌঁছে যেতে পারতো মশাল বাহিনী।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

এহেন আবহে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবারের মধ্যে পয়েন্ট পার্থক্য ছিল 5 নম্বরের। এমন পরিস্থিতিতে ডায়মন্ড হারবার মাঠে দল না নামানোয়ে, লাল হলুদের পয়েন্ট বেড়ে 47 নম্বরে গিয়ে দাঁড়ায়। যার জেরে একপ্রকার ধরাছোঁয়ার বাইরে চলে যায় ইস্টবেঙ্গল। যেখানে মহমেডানকে হারিয়েও মাত্র 42 পয়েন্ট ঘরে তুলতে পারবে ডায়মন্ড হারবার। কাজেই ম্যাচের ফলাফল যাই হোক না কেন ডায়মন্ড হারবারের তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে ইস্টবেঙ্গল।

READ MORE:  The Hundred League: IPL শুরু আগেই ঝটকা খেলেন KKR-র মালিক শাহরুখ খান | Bad News For Kolkata Knight Riders Owner Shah Rukh Khan

আর সেই কারণেই ইস্টবেঙ্গলকে যাতে চ্যাম্পিয়ন ঘোষণা করা না হয় সেই মর্মে আদালতের নির্দেশ আনল ডায়মন্ড হারবার। এবার সেই নির্দেশের ভিত্তিতেই লাল হলুদকে অপেক্ষা করতে হবে। বিচারপতিদের সিদ্ধান্তে চলতি কলকাতা লিগের ফলাফল 19 মার্চ পর্যন্ত স্থগিত থাকবে।

ম্যাচ খেলতে রাজি হয়নি ডায়মন্ড হারবার

বেশ কিছু সূত্র বলছে, লিগ জেতার সুযোগ থাকলেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দল নামায়নি ডায়মন্ড হারবার। না খেলার সিদ্ধান্ত নিয়ে, IFA কর্তাদের চিঠি দেয় ক্লাবটি। চিঠিতে জানানো হয়, পরপর ম্যাচ থাকায় 13 ফেব্রুয়ারির ম্যাচে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। ডায়মন্ড হারবার কর্তাদের সিদ্ধান্তের সিলমোহর দিয়ে 13 ফেব্রুয়ারির ম্যাচ 14 ফেব্রুয়ারি আয়োজন করার সিদ্ধান্ত নেয় IFA।

অবশ্যই পড়ুন: পাকিস্তানের ম্যাচে টিম ইন্ডিয়ার দুজন বাদ, এন্ট্রি নেবেন বাবরদের যম! দেখুন সম্ভাব্য একাদশ

তবে IFA কর্তাদের সেই সিদ্ধান্তে রাজি হয়নি ডায়মন্ড হারবার ক্লাব। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলকে ঠেকাতে আইনি পথে হাঁটে ডায়মন্ড হারবার। যে কথা জানিয়েছেন স্বয়ং ডায়মন্ড হারবার ক্লাবের শীর্ষকর্তা আকাশ ব্যানার্জি। এবার সেই সূত্র ধরেই, আলিপুর আদালতের নির্দেশে আগামী 19 মার্চ পর্যন্ত লিগের ফলাফল ঘোষণা করতে পারবে না IFA কর্তারা। ফলত অপেক্ষা করতে হবে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার দুই দলকে।

READ MORE:  East Bengal FC: মোহনবাগানের ড্রয়ে আশা শেষ ইস্টবেঙ্গলের? জানুন এখনও কীভাবে সুপার সিক্সে যাবে লাল হলুদ! | ISL Points Table
Scroll to Top