CGHS নিয়ে নয়া সার্কুলার জারি, উপকৃত হবেন সরকারি কর্মীরা
সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি একজন কেন্দ্রীয় সরকারি কর্মী (Government Employee)? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। এক রিপোর্ট অনুসারে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক CGHS (কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প) -এ একটি বড় পরিবর্তন এনেছে। এই বিষয়ে মন্ত্রক নতুন নির্দেশিকা জারি করেছে। সেটা অনুসারে, যদি কোনও সরকারি কর্মচারীর বেতন থেকে CGHS-এর অধীনে নিয়মিত মাসিক অবদান কাটা হয়, তাহলে কার্ডের জন্য আবেদন না করলেও তাকে CGHS পরিষেবা কার্ড প্রদান করা বাধ্যতামূলক। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
সার্কুলার অনুযায়ী, সমস্ত মন্ত্রক এবং বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যে, যাদের বেতন থেকে CGHS-এর অবদান কেটে নেওয়া হচ্ছে, তাদের CGHS কার্ড দেওয়া হোক। স্মারকলিপিতে বলা হয়েছে যে অনেক ক্ষেত্রে, কর্মচারীরা সিজিএইচএস কার্ডের জন্য আবেদন করেন না, কিন্তু তাদের মাসিক অবদান কেটে নেওয়া হয়। এমন পরিস্থিতিতে, তাদের সিজিএইচএস সুবিধা থেকে বঞ্চিত করা অন্যায্য।
মন্ত্রক আরও স্পষ্ট করে জানিয়েছে যে CGHS একটি বাধ্যতামূলক প্রকল্প এবং যেসব কর্মচারীর বাড়ি সিজিএইচএস ডিসপেনসারি এলাকার মধ্যে পড়ে, তাদের বেতন থেকে অটোমেটিভাবে অবদান জমা হয়ে যায়। এই ধরনের ক্ষেত্রে, কার্ডের জন্য আলাদাভাবে আবেদন করার প্রয়োজন হবে না। সেইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রক প্রশাসনিক শাখাগুলিকে নির্দেশ দিয়েছে যে সংশ্লিষ্ট কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে সিজিএইচএস কার্ড জারি করা নিশ্চিত করতে। যেসব ক্ষেত্রে বারবার অবহিত করার পরেও কর্মচারীরা আবেদন করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা উচিত যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়।
মন্ত্রকের যুক্তি অনুযায়ী, যদি একজন সরকারি কর্মচারীর মাসিক বেতন থেকে CGHS-এর অবদান বাধ্যতামূলকভাবে কেটে নেওয়া হয়, তাহলে কার্ড পাওয়ার জন্য আবেদন না করার কারণে তাকে CGHS সুবিধা থেকে বঞ্চিত করা পুরোপুরি অন্যায় হবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.