CGO কমপ্লেক্স, নিজাম প্যালেস থেকে সরছে CBI, নতুন ঠিকানা কোথায়?
প্রীতি পোদ্দার, কলকাতা: নিজাম প্যালেস ও সিজিও কমপ্লেক্স এই নামটি বাচ্চা থেকে বুড়ো সকলের কাছেই বেশ পরিচিত হয়ে উঠেছে। কারণ এই সিজিও কমপ্লেক্সেই রাজ্যের বড় বড় দূর্নীতিমূলক ঘটনার তদন্ত করে এসেছে CBI। কয়লা পাচার, গরু পাচার, নিয়োগ দুর্নীতির একাধিক মামলার তদন্ত হয়ে এসেছে এই CGO কমপ্লেক্সে। তবে এবার সেই ঠিকানা বদল করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। এবার সমস্ত দফতরকে এক ছাদের তলায় নিয়ে আসতে চলেছে তদন্তকারী এই সংস্থা।
এতদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কলকাতা শাখা দু’টি জায়গা থেকে কাজ করছিল। যার মধ্যে অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ অর্থাৎ ACB-র অফিস ছিল নিজাম প্যালেসে। আর SCB, EOB র অফিস ছিল সিজিও কমপ্লেক্সে। কিন্তু এতে খুব সমস্যায় পড়তে হচ্ছিল তদন্তকারী অফিসারদের। তাই সমস্তটা এবার এক ছাদের তলায় আনতে নেওয়া হল এক বড় উদ্যোগ। জানা গিয়েছে নিউটাউনে এনবিসিসি স্কোয়ার নামের ঝাঁ চকচকে বহুতল সিবিআই কলকাতা শাখার নতুন ঠিকানা হতে চলেছে। শোনা যাচ্ছে সব ঠিক থাকলে নতুন অফিসে বসে তদন্ত শুরু হবে বাংলা নববর্ষ থেকেই। গত বছরেই সিবিআইয়ের সব অফিসকে এক জায়গায় আনতে সিবিআই ডিরেক্টর এসে নিউটাউনের এই অফিসকে পছন্দ করেন।
সূত্রের খবর, নিউটাউনের এই নতুন অফিসে শুধু সিবিআই নয়, অ্যান্টি কোঅপারেশন ব্রাঞ্চ (ACB), স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ (SCB), ইকোনমিক অফেন্স ব্রাঞ্চ (EOB), ব্যাঙ্ক সিকিউরিটিস এন্ড ফ্রড ব্রাঞ্চ (BSFB) সকল দফতর এই ১৪ তলা বহুতলের ৪টি তলের মধ্যেই থাকবে। গত কয়েকদিন ধরেই তাই নিজাম প্যালেস থেকে গুরুত্বপূর্ণ মামলার নথি থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র সরানো হচ্ছে নতুন অফিসে। সকল সিবিআই অফিসার এবং কর্মীরা নতুন অফিস গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। সব জিনিসপত্র যাতে নতুন অফিসে যায় তা নিশ্চিত করার কাজ চলছে। শেষ আপডেট অনুযায়ী NBCC স্কোয়ারে NIA-র অফিস ইতিমধ্যেই সরে গিয়েছে।
এছাড়াও CBI এর এই অফিসে পাহারার দায়িত্বে রয়েছে সিআরপিএফ। এখনও পর্যন্ত ২৫ থেকে ৩০ জন জওয়ান সর্বক্ষণ নিরাপত্তার দায়িত্বে রয়েছে। কিন্তু নতুন অফিসের সিদ্ধান্তে অনেকেই অখুশি। তাতে বেশ কয়েকজন কর্মচারী ক্ষোভ প্রকাশ করেছেন। একসঙ্গে এতগুলো দফতরের কাজ কীভাবে একই আবাসনে চলবে তাই নিয়ে অনেকে অসন্তুষ্ট। তবে কর্মকর্তাদের দাবি, একসঙ্গে কাজ করলে অনেক সুযোগ-অসুবিধা একসঙ্গে পাওয়া যাবে। অর্থাৎ নববর্ষেই নতুন ঘরে গৃহপ্রবেশ হবে CBI এর।
সহেলি মিত্র, কলকাতা: দেশের মধ্যে প্রথম আন্ডারওয়াটার মেট্রো (Underground Metro) চালিয়ে রেকর্ড গড়েছে কলকাতা মেট্রো।…
কেন্দ্রীয় সরকার সম্প্রতি EPS-95 (Employees’ Pension Scheme 1995) পেনশন স্কিমে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে। এই…
প্রীতি পোদ্দার, কলকাতা: একবছর আগে নেওয়া হাইকোর্টের সিদ্ধান্তকে পুনর্বহাল রেখে গত ৩ এপ্রিল একযোগে এসএসসি…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: নববর্ষের রাতে মাত্র 112 রান তাড়া করতে গিয়ে গলদঘর্ম অবস্থা হয়েছিল 3…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পাল্টা পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ (Bangladesh)! সূত্রের খবর,…
সৌভিক মুখার্জী, কলকাতা: ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ফাইটার জেট চালানো। আর এই সেই ছেলেটি এখন…
This website uses cookies.