Champions Trophy: ডামাডোল পাকিস্তান ক্রিকেটে, চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফুটতেই বিরাট সিদ্ধান্ত PCB-র | Pakistan Cricket Board Sack Coach
বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথমে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং রবিবার মরুদেশে ভারতের কাছে পরাস্ত হয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান। গ্রুপ পর্বের দুই ম্যাচে গো হারা হেরে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা কার্যত শেষ হয়ে গিয়েছে মহম্মদ রিজওয়ানদের। কেন কার্যত? নিউজিল্যান্ড ও ভারতের কাছে লজ্জার পরাজয়ের পরও পাকিস্তান যে মিনি বিশ্বকাপ থেকে একেবারে ছিটকে গেছে তেমনটা বলা যাবে না।
এখনও বেশ কিছু জটিল অঙ্কে লড়াইয়ের আশা জিইয়ে রেখেছে পাকিস্তান। তবে তা একপ্রকার দুঃসাধ্য। এহেন আবহে চ্যাম্পিয়নস ট্রফির শুরুতেই জোড়া ব্যর্থতার পর এবার দলের কোচিং স্টাফ থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে উল্লেখযোগ্য বদল আনতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(PCB)। মনে করা হচ্ছে, সেই সূত্র ধরেই দলের প্রধান কোচ আকিব জাভেদকে বরখাস্ত করতে পারে পিসিবি। হ্যাঁ! রবিতে ভারতের কাছে স্বদেশীদের নাকানি চোবানি খেতে দেখে ক্ষোভে ফেটে পড়েছিলেন পাক ভক্তরা। প্রশ্ন উঠেছিল, পিসিবির কর্মক্ষমতা নিয়ে। কাঠগড়ায় তোলা হয়েছিল পাকিস্তান দলের প্রধান কোচ আকিবকেও। এবার কি তাহলে ভক্তদের আবেদনই পড়বে সীলমোহর?
গ্যারি কার্স্টেনকে ক্ষমতা থেকে সরিয়ে জাতীয় দলের যাবতীয় দায় দায়িত্ব চাপানো হয়েছিল আকিব জাবেদের ওপর। গত বছর তাঁকে যোগ্য মনে করে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব দিয়েছিল পিসিবি। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে দলের ধারাবাহিক খারাপ পারফরমেন্স একেবারে মেনে নিতে পারছেন না বোর্ড কর্তা থেকে শুরু করে ভক্ত কেউই। শত্রু পক্ষের সামনে দলের এহেন দুর্দশার কারণে এবার কাঠগড়ায় তোলা হয়েছে প্রধান কোচ আকিবকে। বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, পাকিস্তানের বর্তমান অবস্থা যা তাতে দলকে চাঙ্গা করতে কোচিং স্টাফে বদল আনতে পারে পিসিবি। তবে কি সত্যিই প্রধান কোচের পদ হারাবেন আকিব?
সম্প্রতি বেশ কিছু সংবাদ মাধ্যম তাদের সংবাদ পাতায় দাবি করেছে, পাকিস্তানের খারাপ পারফরমেন্সের জন্য দলের কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়দের নিয়ে তুমুল সমালোচনা চলছে। এমতাবস্থায়, বোর্ড কী সিদ্ধান্ত নেবে সেদিকে তাকিয়ে রয়েছে পাক ভক্তরা। তবে এখনও পর্যন্ত যা খবর, আকিবকে প্রধান কোচের দায়িত্বে বহাল রাখা হবে কিনা সে বিষয়ে বোর্ডের তরফে কোনও তথ্য আসেন। কিন্তু এ কথা ঠিক যে, দলের ধারাবাহিক বাজে ফর্মের কারণে ভবিষ্যতের কথা ভেবে পাকিস্তানের কোচিং স্টাফে বড়সড় বদল আসতে পারে।
প্রকাশ্যে আসা বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, গত বছর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আকিব জাভেদকে জাতীয় দলে টেনেছিল ম্যানেজমেন্ট। তবে চ্যাম্পিয়নস ট্রফি এগিয়ে আসতেই তাঁকে দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্ত নেয় পাক ক্রিকেট বোর্ড। কিন্তু বর্তমানে পরিস্থিতি কিছুটা বদলেছে। প্রথম দুই ম্যাচই গো হারা হেরেছে পাকিস্তান। এখন প্রশ্ন, পিসিবি কি জাভেদের বিকল্প হিসেবে নতুন বিদেশী কোচ খুঁজবে?
সূত্র বলছে, দলের বর্তমান অবস্থা দেখে প্রধান কোচ জাভেদকে নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি পিসিবি। তবে আসন্ন দিনগুলিতে স্বদেশী কোচের আসনে কোনও নতুন বিদেশীকে বসানো যায় কিনা সে বিষয়ে ভেবে দেখবে পাক বোর্ডের কর্তারা। তবে আপাতত সেই উত্তর অধরাই রয়েছে। যদিও হিসেব বলছে, চলতি মিনি বিশ্বকাপ শেষ হলে আকিবের সংক্ষিপ্ত মেয়াদ শেষ হওয়ার কথা।
অবশ্যই পড়ুন: বাংলাদেশে ঘুরছে খেলা? নির্বাচনে বড় জয় হাসিনার দলের
ভারতীয় রেলে ভুয়া টিকিট পরীক্ষকদের (TTE) প্রতারণা থেকে যাত্রীদের রক্ষা করতে নতুন প্রযুক্তি ও নিয়ম…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক আরও বিগড়েছে। 26 জন…
গরমকাল আসলেই যেন ফ্রিজ ছাড়া দিন চলে না। আর তেমনই ফ্রিজের (Fridge) একটি সবথেকে বড়সড়…
দক্ষিণ-পূর্ব রেলের পূর্ব নির্ধারিত নন-ইন্টারলকিং উন্নয়নমূলক কাজের কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের…
সহেলি মিত্র, কলকাতাঃ কবে চালু হবে ধর্মতলা থেকে শিয়ালদা অবধি মেট্রো পরিষেবা? এখন এই প্রশ্ন…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারিতে অর্থপ্রাপ্তি নির্ভর করে ভাগ্যের ওপর! রাশিচক্রের পরিবর্তন ও শুভ সময় অনুযায়ী…
This website uses cookies.