বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার ছিল মরুদেশে মহারণ (Champions Trophy 2025)। আর এই হাইভোল্টেজ ম্যাচে নিজেদের সর্বস্ব নিয়ে চেষ্টা করেও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ম্যাচ শেষে ফলাফল ঝুঁকেছে রোহিত শর্মাদের দিকেই। তবে গতকালের ম্যাচে আচমকা চোট পেয়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। একই পথ ধরে আহত হয়েছিলেন রোহিতও। ম্যাচ শেষে এবার টিম ইন্ডিয়ার দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট নিয়ে বিরাট আপডেট এসেছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
রোহিত ও শামিকে নিয়ে বড় আপডেট | Rohit Sharma Mohammed Shami Injury Update |
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবারের ম্যাচে শরীরে হালকা চোট পেয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তবে সেই চোট ভারতীয় মহাতারকাকে ঘায়েল করতে পারেনি। সাময়িক যন্ত্রণা নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিলেন রোহিত।
তবে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চোট নিয়ে বড়সড় আপডেট দিয়েছেন শর্মা। গতকাল ম্যাচ শেষে চওড়া হাসি নিয়ে মাঠ ছাড়ার পর রোহিত জানান, বর্তমানে তিনি পুরো সুস্থ আছেন। চোটের জন্য কোনও রকম সমস্যা হচ্ছে না।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি ভারতের তারকা পেসার মহম্মদ শামিকে নিয়ে বিরাট তথ্য দিয়েছেন দলের আরেক তারকা শ্রেয়স আইয়ার। খেলোয়াড় জানান, রবিবার ম্যাচ চলাকালীন হালকা চোট পেয়েছিলেন শামি, তাই বেশ কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন তিনি। এই সময় ফিজিওর তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তার।
তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ। শরীরে এক ফোঁটাও চোট নেই শামির। ভারতীয় পেসারকে নিয়ে কথা বলতে বলতেই আচমকা রোহিতের চোট নিয়ে প্রশ্ন আসে, আইয়ারের কাছে। শ্রেয়স জানান, আমি যতটা জানি শামি এবং রোহিত দুজনেই সুস্থ আছেন। আপাতত দলে কারোরই চোট নেই।
পাকিস্তানের ম্যাচে জাত চেনাতে পারেননি শামি!
বাংলাদেশের বিপক্ষে মিনি বিশ্বকাপের প্রথম আসরে স্বমহিমায় পুরনো ফর্মে ফিরেছিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। এদিন ওপার বাংলার ছেলেদের বিপক্ষে 5 উইকেট তুলে বিরাট রেকর্ড গড়েছিলেন ভারতীয় তারকা। সেই সূত্র ধরে, বোর্ড কর্তাদের আশা ছিল, পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচেও জলবা দেখাবেন শামি। তবে সেই সম্ভাবনা সত্যি হয়নি।
পাক ক্রিকেটারদের বিপক্ষে প্রথম ওভারেই এক গুচ্ছ ওয়াইড দিয়ে 6 বলের ওভার 11 বলে টেনে নিয়ে গিয়েছিলেন শামি। তবে মাঝপথে চোটের কারণে মাঠ ছাড়লেও ফিরে এসে 1টি উইকেটও তুলতে পারেননি ভারতের এই অভিজ্ঞ বোলার। যার জেরে গতকাল দুর্ভাগ্য নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।
অবশ্যই পড়ুন: হাতে ৭ কোটির ঘড়ি, স্টেডিয়ামে বান্ধবী! হার্দিকের হয়ে গলা ফাটানো কে এই মহিলা?
ব্যর্থ হয়েছেন রোহিতও
রবিবার নিজেদের চেনা ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে শুরুটা দুর্দান্ত হয়েছিল অধিনায়ক রোহিতের হাত ধরে। শুরুর দিকে চার-ছয়ে দলের আত্মবিশ্বাস বাড়ালেও শেষ পর্যন্ত মাত্র 20 রানেই গুটিয়ে যায় রোহিতের বারবারন্ত। ইংল্যান্ডের বিপক্ষে বিগত ওডিআই সিরিজে সেঞ্চুরির পর চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসরে বাংলাদেশকে নাকানি চোবানি খাইয়ে 41 রান ঘরে তুলেছিলেন শর্মা। তবে সেই গতি পাকিস্তানের ম্যাচে এসে থিতিয়ে গিয়েছে।দুর্ভাগ্যের বেড়াজালে জড়িয়ে মাত্র 20 রানেই মাল্যদান ছাড়তে হয়েছিল হিটম্যানকে।