Champions Trophy 2025: জিতেও গ্রুপ শীর্ষে জায়গা হলো না ভারত-অস্ট্রেলিয়ার, বাদ পড়ার আশঙ্কায় এই ৪ দল | India Australia Points Table Now
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের (Champions Trophy 2025) গ্রুপ বি পর্বের ম্যাচে শনিবার ইংল্যান্ডকে 5 উইকেটের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। চোট যন্ত্রণায় জর্জরিত খেলোয়াড়দের বাদ রেখেই ইংলিশদের বিপক্ষে পাক ময়দান আঁকড়ে ধরেছিল অজিরা। আর সেই যাত্রায় ইতিমধ্যেই উত্তরে গিয়েছে স্টিভ স্মিথের দল। তবে দুঃখের বিষয়, ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েও গ্রুপ টেবিলের শীর্ষে জায়গা হয়নি ক্রিকেটের সুপার পাওয়ার দেশ অস্ট্রেলিয়ার।
অনেকেই হয়তো জানেন না, অজিদের মতো একই অবস্থা হয়েছে রোহিত শর্মাদেরও। গ্রুপ এ পর্বের ম্যাচে বাংলাদেশকে পরাস্ত করেছিল ভারত। তবে তা সত্ত্বেও গ্রুপ শীর্ষে জায়গা হয়নি মেন ইন ব্লু-র। কেননা, গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই পাকিস্তানকে নাস্তানাবুদ করে এ গ্রুপের শীর্ষস্থান দখল করে নিয়েছে কিউইরা।
মিনি বিশ্বকাপের প্রথম ম্যাচেই আয়োজক পাকিস্তানকে গোহারা হারিয়ে এক লাফে এ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে বসেছে নিউজিল্যান্ড। যার জেরে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেও এ গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ঠাঁই হয়েছে রোহিতের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার। বর্তমানে ভারতের পয়েন্ট মাত্র 2। উল্লেখ্য, রবিবার ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। একইভাবে নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ রয়েছে বাংলাদেশের বিপক্ষে। বলে রাখি, নিউজিল্যান্ড ও ভারতের পর যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।
শনিবার ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ছন্দ তৈরি করেও গ্রুপ শীর্ষে জায়গা করতে পারেনি অস্ট্রেলিয়া। রিপোর্ট বলছে, ইংল্যান্ডকে হারিয়ে মাত্র 2 পয়েন্ট ঘরে তুলেছে অস্ট্রেলিয়া, যার জেরে গ্রুপ পর্বের দ্বিতীয় স্থানে জায়গা হয়েছে তাদের। যেখানে, +2.14 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এছাড়াও বি গ্রুপের তৃতীয় এবং চতুর্থ স্থানে জায়গা হয়েছে ইংল্যান্ড এবং আফগানিস্তানের।
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতেই বিভিন্ন দলের খেলোয়াড়রা তাদের জাত চেনাতে শুরু করেছেন। তবে সেই দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের খেলোয়াড়রা। গত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে সেই তালিকায় আংশিকভাবে ঢুকে পড়েছে ইংল্যান্ডও। রিপোর্ট বলছে, আগামী ম্যাচগুলিতে জয় তুলতে না পারলে চ্যাম্পিয়নস ট্রফির আসর থেকে ছিটকে যেতে পারে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান।
অবশ্যই পড়ুন: লিগ শিল্ড জয়ের স্বপ্ন অধরা থাকবে? মোহনবাগানকে ফ্যসাদে ফেলতে চলেছে ওড়িশা
সূত্রের খবর, পাকিস্তান যদি রবিবার ভারতের বিরুদ্ধে জিততে না পারে তবে দুবাইতেই যাত্রা শেষ হবে মহম্মদ রিজওয়ানদের। একইভাবে, আগামী ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাস্ত হলে বাংলাদেশও তাদের মিনি বিশ্বকাপের দৌড় শেষ করবে। সে ক্ষেত্রে ভারতের ম্যাচের দিকেও নজর রাখতে হবে তাদের। টিম ইন্ডিয়াকেও আগামী দুই ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারাতে হবে। ওয়াকিবহাল মহল বলছে, পরবর্তী ম্যাচগুলিতে সফল নাহলে একই অবস্থা হতে পারে, আফগানিস্তান ও ইংল্যান্ডেরও। তবে খেলাটা যেহেতু ক্রিকেট, তাই পরিস্থিতির ওপর নির্ভর করতেই হচ্ছে। শেষ পর্যন্ত কী হয় তার উত্তর দেবে সময়।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.