লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Champions Trophy 2025: পাকিস্তানের সাফল্যে দাড়ি টেনেও অনিশ্চিত বিরাটদের সেমিফাইনাল, জটিল অঙ্কে আটকে ভারত | Team India Not Confirm In Semifinal

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মরুদেশে রবিবারের রাতটা খানিকটা মায়াবী হয়ে উঠেছিল টিম ইন্ডিয়ার সাফল্যে। একার হাতে স্ট্রাইক রেখে যেভাবে ম্যাচের শেষ লগ্নে লড়াই করেছেন বিরাট তাতে রিজওয়ান অ্যান্ড কোম্পানির আত্মবিশ্বাস ঠেকেছিল তলানিতে। তবে রবিতে পাকিস্তানকে হারিয়েও সেমিফাইনালে (Champions Trophy 2025) জায়গা হওয়া নিয়ে চিন্তায় রয়েছে ভারত।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কেন? সূত্র বলছে, প্রথমে বাংলাদেশ এবং তারপর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েও সুনিশ্চিত হয়নি টিম ইন্ডিয়ার সেমিফাইনালের রাস্তা। হ্যাঁ, আপাতত সেমিফাইনালে পাকাপাকিভাবে জায়গা করতে হলে জটিল অঙ্কে নজর রাখতে হবে রোহিত শর্মাদের।

সোমবারের ম্যাচে নজর রয়েছে সকলের

সোমবার নির্ধারিত সময় অনুযায়ী পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাতে মাঠে নেমেছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সূত্র বলছে, কিউইদের এই ম্যাচের ওপরই নির্ভর করছে ভারতের ভবিষ্যৎ। রিপোর্ট বলছে, ভারতের কাছে প্রথম ম্যাচে হেরে এ গ্রুপের তৃতীয় স্থানে জায়গা হয়েছে বাংলাদেশের। একইভাবে গতকাল পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের শীর্ষস্থান দখল করেছে ভারত।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

নিউজিল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে। একই পথ ধরে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে গো হারা হেরে পাকিস্তান তালিকার তলানিতে দাঁড়িয়েছে। এমতাবস্থায়, দলগুলিকে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচের ওপর নজর রাখতেই হচ্ছে। কেননা, এই ম্যাচের পরই স্পষ্ট হবে চ্যাম্পিয়নস ট্রফির আগামী দিনের চিত্র।

READ MORE:  Virat Kohli: ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস লিখলেন বিরাট! | Virat Sets Fastest 13 Thousand Runs In T20

জটিল অঙ্কে আটকে ভারত

বেশকিছু রিপোর্ট মারফত খবর, সোমবার নিউজিল্যান্ড যদি বাংলাদেশকে হারিয়ে দেয় সেক্ষেত্রে খুব সহজেই শেষ চারে ঢুকে পড়বে ভারত এবং নিউজিল্যান্ড। কিন্তু ঘটনাটি উল্টে গেলে অর্থাৎ বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে বাকি দলগুলির রাস্তা খোলা থাকবে।

সূত্র বলছে, নিউজিল্যান্ডের পারফরমেন্সের ওপরই নির্ভর করছে ভারতের ভবিষ্যৎ। আগেই জানানো হয়েছে, বাংলাদেশকে নাস্তানাবুদ করে ম্যাচ পকেটে পুরতে পারলে নিজেদের সাথে সাথে ভারতকেও শেষ চারে জায়গা দেবে নিউজিল্যান্ড।

READ MORE:  KKR Vs RCB: প্রথম ম্যাচেই বেঙ্গালুরুকে ধরাশায়ী করবে KKR! এই শক্তিশালী একাদশ নিয়েই নামবেন রাহানে | Possible Playing 11 Of KKR Against RCB

তবে ম্যাচের ফল যদি উল্টো হয় সেক্ষেত্রে চিন্তা বাড়বে ভারতের। অর্থাৎ বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় সে ক্ষেত্রে 2 মার্চের ম্যাচটা ডু অর ডাই হয়ে যাবে ভারত এবং নিউজিল্যান্ডের কাছে। তবে সেক্ষেত্রে পাকিস্তানকেও হারাতে হবে বাংলাদেশের।

আর এই কঠিন কাজ সম্ভব হলে ভারতের রাস্তা যথেষ্ট ভঙ্গুর হয়ে উঠবে। অন্যদিকে শেষ ম্যাচে ভারত যদি নিউজিল্যান্ডের কাছে হেরে যায় তবে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড তিন দলেরই পয়েন্ট হবে চার। সেক্ষেত্রে রান রেট এর ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে দলের বাঁচা মরা।

READ MORE:  Team India: আচমকাই দল ছাড়লেন গুরুত্বপূর্ণ সদস্য, সেমির আগে ঝটকা টিম ইন্ডিয়ায় | Manager R Devraj Leaves Team India

কোন অঙ্কে সেমিতে উঠতে পারবে পাকিস্তান?

রবিবার ভারতের কাছে হেরে পাকিস্তান যে একেবারে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে তেমনটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। কারণ, ভারতের কাছে পরাজিত হয়েও সেমিফাইনালে ওঠার আশা রয়েছে রিজওয়ানদের। তবে সেক্ষেত্রে ভারতের পশ্চিম দিকের দেশকে অপেক্ষা করে থাকতে হবে জটিল অঙ্কের উত্তর খোঁজার জন্য।

অবশ্যই পড়ুন: চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাবেন রোহিত এবং শামি? চোট নিয়ে বড় আপডেট

সূত্র বলছে, সোমবারের ম্যাচে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় সে ক্ষেত্রে অন্যান্য দলের পাশাপাশি পাকিস্তানের রাস্তাও খোলা থাকবে। এবং সেই সূত্র ধরেই আগামী 27 ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তান যদি নিজেদের সর্বস্ব বাজি রেখে বাংলাদেশকে হারাতে পারে তবে চলতি আসরে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা জিইয়ে থাকবে পাকিস্তানের।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.