Champions Trophy 2025: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে না খেলেই ফাইনালে যাবে টিম ইন্ডিয়া! দেখে নিন সমীকরণ | ICC Champions Trophy Final New Equation

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেমিফাইনালে না খেলেই চ্যাম্পিয়নস ট্রফির (Champions Trophy 2025) ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারতের! অবাক লাগছে? বেশ কিছু সমীকরণ এমন অসম্ভবকেই সম্ভব করে দেখাচ্ছে। প্রথমে বাংলাদেশ ও পাকিস্তানকে ফিরতি পথ দেখিয়ে রবিবার দুবাইয়ের মাঠে নিউজিল্যান্ড বাহিনীকে নিয়ম রক্ষার লড়াইয়ে পরাস্ত করেছিল রোহিত শর্মার ভারত।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

যার দরুন পুরনো শত্রু অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের মঞ্চ পাকা করে ফেলেছে মেন ইন ব্লু-রা। এমতাবস্থায়, সামনে এসেছে নতুন অঙ্ক। শোনা যাচ্ছে, অজিদের বিরুদ্ধে না খেলেই ফাইনালে উঠতে পারবে ভারত! কীভাবে? রইল গোটা সমীকরণ।

গ্রুপ স্টেজের 3 ম্যাচেই জয়ী ভারত

দীর্ঘ অপেক্ষা কাটিয়ে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে পা রেখেছিল ভারতের ছেলেরা। যাত্রার শুরুতেই রোহিতদের প্রথম প্রতিপক্ষ ছিল ওপার বাংলার টাইগাররা। 20 ফেব্রুয়ারি সেই দুর্দান্ত ম্যাচে শান্ত দলকে পরাস্ত করে ভারত। এরপর গন্তব্যের পথে কিছুটা এগিয়ে আসতেই কাঁটা হয় পাকিস্তান।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

23 ফেব্রুয়ারি, রবিবার মরু দেশের মহারণে রিজওয়ান অ্যান্ড কোম্পানিকেও মাঠ ছাড়া করে রোহিতরা। শেষ পর্যন্ত গ্রুপ পর্বের অন্তিম ম্যাচে কিউইদেরও নাস্তানাবুদ করে জয়ের অঙ্কে নতুন সংখ্যা জুগিয়েছে টিম ইন্ডিয়া। যার জেরে চলতি মরসুমে মর্যাদা ও শক্তি দুই অখণ্ড রয়েছে স্বদেশীদের।

READ MORE:  India Vs England Test: বাদ রোহিত! ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নতুন অধিনায়ক পাচ্ছে ভারত? বিরাট তথ্য ফাঁস | Sidhu Opens Up About Team India's New Captain

কোন অঙ্কে সেমিতে না খেলেই ফাইনালে উঠতে পারবে ভারত?

অঙ্কটা যথেষ্ট অদ্ভুত! সেমিফাইনালের মঞ্চে না নেমেই ফাইনালের দোরগোড়ায় পৌঁছতে ম্যাচের শত্রু বৃষ্টির সাহায্য দরকার হবে রোহিতদের। হ্যাঁ, হিসেব বলছে মিনি বিশ্বকাপে বৃষ্টির আশঙ্কাকে মাথায় রেখেই সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে-র ব্যবস্থা করেছে আইসিসি। অর্থাৎ বৃষ্টির কারণে যদি সেমিফাইনালের প্রথম দিনের খেলা ভেস্তে যায় সেক্ষেত্রে তা গড়াবে দ্বিতীয় দিন অর্থাৎ রিজার্ভ ডে-তে।

READ MORE:  BPL: বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবেন KKR-এর দুই মহাতারকা | Two Kolkata Knight Riders Playes Will Play In Bangladesh Premier League

সূত্র বলছে, নির্ধারিত দিনে যদি অন্তত 20 ওভার করেও দুই দলের খেলা হয় সেক্ষেত্রে ডিএলএস পদ্ধতিতে রেজাল্ট ঘোষণা করা হবে। তবে যদি বৃষ্টির কারণে যদি তাও না হয় সেক্ষেত্রে দ্বিতীয় রিজার্ভ ডে-র ওপর ভরসা করতে হবে এ দলগুলিকে। তবে বৃষ্টির কারণে যদি রিজার্ভ ডে দু দিনের খেলাই পুরোপুরি ভেস্তে যায় সেক্ষেত্রে সুবিধা হবে ভারতের।

অবশ্যই পড়ুন: ভারতের বিরুদ্ধে নামার আগেই বড় ঝটকা খেল অস্ট্রেলিয়া! বাদ তারকা প্লেয়ার

হিসেব বলছে, বৃষ্টির কারণে যদি সব ম্যাচই পন্ড হয় সে ক্ষেত্রে গ্রুপ টপার হিসেবে সেমিফাইনালে ওঠা ভারত পৌঁছে যাবে ফাইনালে। এক কথায়, রোহিতদের ম্যাচ যদি বৃষ্টির কারণে দুদিনই ভেস্তে যায় তবেই সেমিফাইনালের 22 গজে না নেমেই ফাইনাল খেলার সুযোগ পাবে ভারত। কিন্ত মরুদেশে বৃষ্টি? এখনও পর্যন্ত আবহাওয়ার যা রিপোর্ট, তাতে দুবাইতে আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

READ MORE:  বাজেটে শেষে প্রায় ৫ টাকা বাড়তে পারে জ্বালানির দাম! আরও মহার্ঘ হচ্ছে পেট্রোল, ডিজেল
Scroll to Top