লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Champions Trophy 2025: ইংল্যান্ড হারায় বদলাল চ্যাম্পিয়নস ট্রফির সমীকরণ, সেমিতে সহজ প্রতিপক্ষ পাচ্ছে টিম ইন্ডিয়া? | Will Team India Get An Easy Opponent In The Semis?

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার মঙ্গলবারের হাই ভোল্টেজ ম্যাচ (Champions Trophy 2025)। অজিদের ম্যাচ বাতিল হতেই বুধবার টুর্নামেন্ট ফেভারিট ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামে আফগানরা। আর সেই ম্যাচেই গতকাল রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জয় পেয়েছে পিছিয়ে থাকা দল আফগানিস্তান। আর এই ঘটনার পরই ফের মাথা চাড়া দিয়ে উঠেছে রোহিতদের শেষ চারের প্রসঙ্গ। প্রশ্ন উঠছে, সেমিতে কোন দলের মুখোমুখি হবে রোহিত শর্মারা? উত্তর মিলবে জটিল সমীকরণেই।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

মিনি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইংল্যান্ড

প্রথমে ওয়ানডে সিরিজে ভারতের কাছে পরাস্ত হয়ে এবার চ্যাম্পিয়নস ট্রফিতে আফগান প্লেয়ারদের হাতে বধ হওয়ার পর মিনি বিশ্বকাপের যাত্রা শেষ করলো ইংল্যান্ড। সূত্র বলছে, ইংলিশ বাহিনীকে জোরালো পরাজয় দেখিয়ে এবার সেমিফাইনালের দৌঁড়ে নিজেদের টিকিয়ে রাখল আফগানিস্তান। একই সাথে আইসিসি ইভেন্টের চিত্রটাও অনেকটাই পরিষ্কার হয়ে গেল।

READ MORE:  কনকাশন সাব নিয়ে পাল্টা জবাব শিবম দুবের, মুখ বন্ধ করালেন ইংরেজদের

এক নজরে দেখে নিন গ্রুপ বি-র অবস্থা

চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে বর্তমানে বি গ্রুপের প্রথম দুই স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। রিপোর্ট বলছে, এগিয়ে থাকার নিরিখে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট অস্ট্রেলিয়ার থেকে অনেকটাই বেশি। এই মুহূর্তে +2140 পয়েন্টে দক্ষিণ আফ্রিকা ও +0475 পয়েন্টে দৌড়াচ্ছে অস্ট্রেলিয়া। একই সাথে সমসংখ্য ম্যাচ খেলে 3 পয়েন্ট নিয়ে তালিকার 3 নম্বরে রয়েছে আফগানিস্তান। তাদের বর্তমান পয়েন্ট সংখ্যা -0.990। গ্রুপবি-র এই 3 দলের অবস্থান বর্তমানে একপ্রকার স্পষ্ট।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সেমিফাইনালে কোন দলের মুখোমুখি হবে রোহিত বাহিনী?

এ গ্রুপের ভারত এবং নিউজিল্যান্ড শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচের লড়াইটা বিশেষ গুরুত্বপূর্ণ। এই মহারণে ভারত এবং নিউজিল্যান্ডের আক্রমণ প্রতি আক্রমণের ওপর নির্ভর করবে সমীকরণের পরিবর্তন। এ গ্রুপের শীর্ষে কে থাকবে তা নির্ভর করবে 2 মার্চের ম্যাচের ওপর। আর সেই সূত্র ধরেই, এ গ্রুপের প্রথম স্থানদখলকারী দল সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ বি-র দ্বিতীয় স্থানাধিকারী দলের। একইভাবে সেমিফাইনালের পরবর্তী ম্যাচের ক্ষেত্রে এ গ্রুপের দ্বিতীয় স্থান অধিকারী দল গ্রুপ বি-র প্রথম স্থানাধিকারী দলের সাথে ম্যাচ খেলবে।

READ MORE:  চমক রেখেই নিজদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করল KKR |KKR Announces New Captain| India Hood News |

হিসেব বলছে, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই যদি তাদের শেষ ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত। একইভাবে ভারত যদি তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয় সেক্ষেত্রে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার ছেলেদের বিপক্ষে মাঠে নামবে রোহিতরা।

অবশ্যই পড়ুন: সম্পর্কে চিড়! এবার বিচ্ছেদ বিরাটের? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে তোলপাড় ভারতীয় ক্রিকেট

হিসেবটা যদি খানিকটা বদলে যায় অর্থাৎ অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, অন্যদিকে দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে যায় সে ক্ষেত্রে সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হতে পারে ভারত। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই যদি পরাজিত হয় সে ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের পরাজয় আফগানদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামাবে রোহিত শর্মাদের। তবে শেষ হিসেব অনুযায়ী, ভারত যদি তাদের শেষ ম্যাচে জিতে যায় সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়া যেকোনও একটি দলের মুখোমুখি হতে হবে রোহিত বাহিনীকে। যদিও আরেকটি টুইস্টও রয়েছে। আফগানিস্তান যদি অস্ট্রেলিয়াকে হারাতে সক্ষম হয়। তাহলেও বদলে যাবে সমস্ত সমীকরণ। ভারত গ্রুপ টপার ও আফগানিস্তান গ্রুপ রানারআপ হলে এই দুই দলকে একসঙ্গে সেমিতে দেখা যাবে।

READ MORE:  East Bengal New Player: ইস্টবেঙ্গলে কত নম্বর জার্সি পেলেন মেসি, আজই কি খেলবেন?| Raphaël Messi Bouli Got Jersey Number 28
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.