লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফিতে কীভাবে জিতবে ভারত, BCCI-র অনুষ্ঠানে রহস্য ফাঁস করলেন রোহিত | Rohit Sharma In Board of Control for Cricket in India’s Program

Updated on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ICC চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy) প্রসঙ্গে পাকিস্তানের সাথে যাবতীয় টানাপোড়েনকে পিছনে ফেলে আগামী 19 ফেব্রুয়ারি মিনি ওয়ার্ল্ড কাপের যাত্রা শুরু করতে চলেছে ভারত। সেই পথ ধরেই বহু আগে আইসিসি টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। যাবতীয় জল্পনায় জল ঢেলে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে ভারতীয় দলের চালকের আসনে বসানো হয়েছে অজিতভূমিতে ব্যর্থ রোহিত শর্মাকে।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

আর এই কারণকে সামনে রেখেই গতকাল অর্থাৎ 1 ফেব্রুয়ারি, শনিবার মুম্বইয়ে BCCI অনুষ্ঠিত নমন আওয়ার্ড শো-তে উপস্থিত ছিলেন রোহিত। অনুষ্ঠানে যোগদান করেই মঞ্চে দাঁড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতের প্রস্তুতি নিয়ে মুখ খুলেছেন হিটম্যান। সেই সাথে ফাঁস করলেন মিনি ওয়ার্ল্ডকাপে জাতীয় দলের জয়ের সূত্র। ঠিক কী বলেছেন রোহিত? রইল বিস্তারিত।

READ MORE:  Morne Morkel: জোর ঝটকা, পিতৃ বিয়োগ হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফির আগে দেশে ফিরলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ | Team India's Bowling Coach Left Before Champions Trophy

চ্যাম্পিয়নস ট্রফিতে কোমড় বেঁধে নামছে ভারত

মুম্বইয়ের অ্যাওয়ার্ড শো-তে হাজির হয়ে চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারতীয় দলের প্রস্তুতি প্রসঙ্গে সঞ্চালকের প্রশ্নের উত্তরে অধিনায়ক রোহিত শর্মা বলেন, খেলোয়াড়দের প্রস্তুতি পুরোদমে চলছে। চ্যাম্পিয়নস ট্রফি প্রসঙ্গে শর্মা বলেন, বিগত 3 বছরে আমরা অনেক কিছু শিখেছি। ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই আলাদা উত্তেজনার জায়গা।

তবে আমাদের কাছে এই ম্যাচ আর পাঁচটা সাধারণ ম্যাচের মতোই। এটা আমাদের কাছে খুব একটা বিশেষ বলে কিছু নয়। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব। বর্তমানে দলে ম্যাচ নিয়ে তেমন একটা আলোচনা নেই, খেলোয়াড়রা নিজেদের প্রস্তুতিতেই ব্যস্ত।

চ্যাম্পিয়নস ট্রফির আসরে শত্রু পক্ষকে টেক্কা দিতে পুরোপুরি তৈরি রোহিতরা!

এদিন দলের বিগত পারফরমেন্স নিয়ে আত্মবিশ্বাসী সুর শোনা গেছে রোহিতের গলায়। খেলোয়াড়ের বক্তব্য, সম্প্রতি আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি। বর্তমানে আমরা কয়েক সপ্তাহের মধ্যে শুরু হতে যাওয়া দ্বিতীয় আন্তর্জাতিক ইভেন্টের দিকে এগোচ্ছি। প্রত্যেক খেলোয়াড়ই নিজেদের মতো তৈরি হচ্ছেন।

অবশ্যই পড়ুন: ফিরবেন শামি, বাদ ৫০ করা অলরাউন্ডার! শেষ T20-তে ভারতের একাদশে হতে পারে বড় বদল

নিজস্ব অস্ত্রে শান দিচ্ছেন সকলেই। ভারতের ছেলেদের কেউ কেউ ঘরোয়া ক্রিকেট খেলছেন, কেউ আবার আন্তর্জাতিক আসরে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। সময়ের সাথে পাল্লা দিয়ে সবাই নিজেদের তৈরি করে ফেলবে। এখন দলের যা অবস্থা তাতে চ্যাম্পিয়নস ট্রফির ময়দানে শত্রু পক্ষের মোকাবিলা করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

READ MORE:  চ্যাম্পিয়নস ট্রফির পর এবার এশিয়া কাপে ভারত, পাকিস্তান মহারণ! কবে থেকে শুরু টুর্নামেন্ট?

অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতীয় সুপারস্টাররা

গতকাল মুম্বাইয়ে অনুষ্ঠিত BCCI-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটাররা। এদিন দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেটে অবিস্মরণীয় অবদানের জন্য কিংবদন্তি শচীন তেন্ডুলকরকে কুর্নিশ জানানোর পাশাপাশি লাইফটাইম অচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একই সাথে 2023-24 মরসুমে পুরুষদের বিভাগে সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ।

READ MORE:  Richard Celis: ইস্টবেঙ্গলের নতুন বিদেশির মুখে ISL-এ ফুটবলের গুণগত মান | East Bengal FC New Player Over ISL

তাঁকে পলি উমড়িগড় পুরস্কারে ভূষিত করে BCCI। পাশাপাশি মহিলাদের মধ্য থেকে 2023-24 সিজনের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধনা। এছাড়াও ছেলেদের মধ্যে বর্ষসেরা আন্তর্জাতিক অভিষেক অ্যাওয়ার্ড ও মেয়েদের বর্ষসেরা আন্তর্জাতিক অভিষেক অ্যাওয়ার্ড পেয়েছেন যথাক্রমে সরফরাজ খান ও আশা শোভনা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.