Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফির আগে টিম ইন্ডিয়ার ৫ সমস্যা! বাড়ল গম্ভীর, রোহিতের চিন্তা | Rohit Sharma, Gautam Gambhir Thinking Over Team India's 5 Spiner
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফির (Champions Trophy 2025) আগে শক্তিশালী দল সাজিয়েও চিন্তায় ভেঙে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড! 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের মূল আসর। প্রথম ম্যাচ পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যে হলেও টুর্নামেন্টের দ্বিতীয় দিন বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারতের ছেলেরা।
এহেন আবহে 11 ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ফেলেছে ভারত। চোট নিয়ে বাইরে থাকা জসপ্রীত বুমরাহর বিকল্প হিসেবে দলে জায়গা হয়েছে হর্ষিত রানার। এমতাবস্থায় সকলকে চমকে দিয়ে বোর্ডের সিদ্ধান্তে স্কোয়াডে ভিড়েছেন সম্প্রতি দুর্দান্ত ফর্মে থাকা বরুন চক্রবর্তীও।
বরুনের দলে ফেরায় ভারতের স্কোয়াডে স্পিনারের সংখ্যা বেড়ে হয়েছে 5। এহেন আবহে দলে অতিরিক্ত স্পিনার রেখে চিন্তায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্র বলছে, হাইব্রিড মডেল মেনে ভারত যেহেতু দুবাইয়ের ময়দানে মিনি ওয়ার্ল্ডকাপের সমস্ত ম্যাচ খেলবে, তাই সেই মাঠের পরিসংখ্যান খতিয়ে দেখার পর স্পিনারদের নিয়ে দুঃসংবাদ পেয়েছে ম্যানেজমেন্ট।
হাইব্রিড মডেল মেনে দুবাইয়ের মাঠে গড়াবে রোহিত শর্মাদের ম্যাচ। সেই সূত্র ধরেই বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে যাত্রা শুরু করবে ভারত। এহেন আবহে 2009 সালের পর দুবাইতে খেলা ওয়ানডে পরিসংখ্যানে মাথায় হাত পড়েছে বোর্ড কর্তাদের। বেশ কিছু রিপোর্ট বলছে, 2009 এর পর দুবাইয়ের মাঠে মোট 58টি ম্যাচ গড়িয়েছে হয়েছে। রিপোর্ট বলছে, এই ম্যাচগুলিতে দুর্দান্ত পারফরমেন্সের নিরিখে এগিয়ে রয়েছেন ফাস্ট বোলাররা।
বিভিন্ন দলের পেসাররা উইকেট দখলের লড়াইয়ে এগিয়ে রয়েছেন দুবাইয়ের মাঠে। অঙ্ক বলছে, দুবাইয়ের মাঠে এই সময়ের মধ্যে 466টি উইকেট নিয়েছেন পেসাররা। যেখানে স্পিনারদের ঝুলিতে গিয়েছে 344টি উইকেট। কাজেই সাফল্যের সংখ্যাটাই বলে দিচ্ছে আগামী দিনে দুবাইতে স্পিনারদের ভবিষ্যৎ।
পরিস্থিতি যখন এমন ঠিক সেই সময় ভারতের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে সেই স্পিনারদের সংখ্যাই বেশি। ফলত, দলে অতিরিক্ত স্পিনার নিয়ে এবার একপ্রকার বিপাকে পড়েছে ভারতীয় ম্যানেজমেন্ট। উল্লেখ্য, দুবাইয়ের মাঠে উইকেট দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও রান থামাতে সফল হয়েছেন স্পিনাররা।
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের ক্ষমতা অক্ষুণ্ন রাখতে ইংল্যান্ড সিরিজের পর এবার গুরুত্বের তালিকা থেকে পেসারদের সংখ্যা কমিয়ে দলে অতিরিক্ত স্পিনার নিয়েছে ভারত। গত 11 তারিখের চূড়ান্ত ভারতীয় স্কোয়াড অনুযায়ী, ভারতের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে নামার কথা রয়েছে 5 ধুরন্ধর স্পিনারের।
অবশ্যই পড়ুন: ছবি পোস্ট করে বার্তা, চ্যাম্পিয়নস ট্রফিতে বাদ যাওয়ায় পর প্রথম প্রতিক্রিয়া বুমরাহর
সেই তালিকায় নাম জুড়েছে, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেলের। সবার শেষে যশস্বী জয়সওয়ালের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন সফল বরুণ চক্রবর্তী। বর্তমানে এই 5 খিলাড়িকে নিয়েই জয়ের স্বপ্ন বুনছে ভারত।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, আর্শদীপ সিং, হর্ষিত রানা।
রিজার্ভ/ব্যাকআপ প্লেয়ার: যশস্বী জয়সওয়াল, শিবম দুবে, মহম্মদ সিরাজ।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.