Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফির আগে বিপদ বাড়ল টিম ইন্ডিয়ার, চিন্তায় গম্ভীর থেকে BCCI | Team India's Most Player Inexperienced In Dubai
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের হাইব্রিড মডেলের দাবিতে সিলমোহর দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy) অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তান ও দুবাইয়ের ময়দানে। সেই মতো 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইসিসি টুর্নামেন্টের যাত্রা শুরু করবে রোহিত শর্মার দল। মূল আসরে নামার আগে পদ্মা পাড়ের টাইগারদের সাথে একটি অনুশীলন ম্যাচও রয়েছে ভারতের। সম্ভাবনা সত্যি হলে, এই ম্যাচও অনুষ্ঠিত হতে পারে দুবাইয়ে। এহেন আবহে মিনি ওয়ার্ল্ড কাপের প্রাক্কালে দল সাজাতে গিয়ে বড়সড় বিপদের মুখে পড়েছে ভারত।
19 ফেব্রুয়ারি দীর্ঘ 8 বছরের অপেক্ষার অবসান ঘটবে। আর এই শুভ মুহূর্তের সাক্ষী হিসেবে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আয়োজক যেহেতু পিসিবি তাই উদ্বোধনী ম্যাচ শুরু হবে পাকিস্তানকে দিয়েই। এই ম্যাচের ঠিক পরেরদিন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ রয়েছে রোহিতদের। তবে তার আগে বড়সড় বিপদের মুখে পড়েছে টিম ইন্ডিয়া। সূত্র বলছে, ভারতের চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াডের 15 জন ক্রিকেটারের মধ্যে 4 জন এখনও পর্যন্ত দুবাইয়ের মাঠে একটি ম্যাচও খেলেননি। বাকি 11 জনের মধ্যে 3 জন মাত্র 1টি ম্যাচ খেলেছেন।
ফলত টিম ইন্ডিয়ার টপ অর্ডারে রোহিত শর্মা ছাড়া বাকিরা যথেষ্ট অনভিজ্ঞ। কাজেই দুবাইয়ের মাটিতে আইসিসি টুর্নামেন্ট গড়ালে অভিজ্ঞতার কারণে চাপে পড়তে পারেন ভারতের ছেলেরা। বল বাহুল্য, দুবাইয়ে অধিনায়ক রোহিত শর্মার ফর্ম দুর্দান্ত। এখানে 5 ম্যাচ খেলে 105.66 গড়ে 317 রান গড়েছিলেন হিটম্যান। সেই সাথে 1টি সেঞ্চুরি ও 2টি হাফ সেঞ্চুরি রয়েছে তার নামে।
চলতি বছর ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে আসর জমাতে হলে দুবাইয়ের ময়দান ছাড়া আর দ্বিতীয় বিকল্প নেই ভারতীয়দের কাছে। এদিকে টিম ইন্ডিয়ার বেশিরভাগ অভিজ্ঞ তারকাই দুবাইয়ের মাটিতে খেলেননি। তাই আইসিসি টুর্নামেন্টের আগে ম্যাচ নিয়ে বাড়তি চাপে রয়েছেন বোর্ড কর্তারা।
বলে রাখা ভাল, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং মহম্মদ শামি, এদের কেউই দুবাইয়ের মাটিতে এখনও পর্যন্ত খেলতে নামেননি। অন্যদিকে মাত্র 1টি করে ম্যাচ খেলেছেন কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। ফলত একেবারে অনভিজ্ঞ ও স্বল্প অভিজ্ঞতার খেলোয়াড়দের নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে আক্রমণ শানাতে গিয়ে টিম ইন্ডিয়াকে যে বাড়তি বেগ পেতে হবে এ কথা বলার অপেক্ষা রাখে না।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল(সহ অধিনায়ক), শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, (উইকেটরক্ষক), কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, কে. যাদব, মহম্মদ শামি
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.