Champions Trophy 2025: ছিটকে গেলেন বুমরাহ সহ দুজন, চ্যাম্পিয়নস ট্রফিতে টিম ইন্ডিয়ায় KKR-র দুই তারকা | Jasprit Bumrah And Yashasvi Jaiswal Ruled Out

কৌশিক দত্ত, কলকাতাঃ আশঙ্কাই সত্যি হল! চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার সবথেকে নির্ভরযোগ্য পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে বল করতে করতে পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোট এতটাই গুরুতর ছিল যে, আর মাঠে নামেনি সে। এরপর থেকেই বুমরাহর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। এবার সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

বুমরাহ ছাড়া আর কে বাদ?

গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড বুমরাহর পরিবর্তন হিসেবে কলকাতা নাইট রাইডার্সের তরুণ পেসার হর্ষিত রানার নাম ঘোষণা করে। পাশাপাশি KKR-র আরেক তরুণ তুর্কি বরুণ চক্রবর্তীকেও চ্যাম্পিয়নস ট্রফিতে টিম ইন্ডিয়ায় যুক্ত করা হয়েছে। বরুণ চক্রবর্তী কার জায়গায় স্থান পেলেন?

READ MORE:  Women's ODI Tri-Series: দুই দলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে টিম ইন্ডিয়া, প্রকাশ্যে এল সূচি | Women's ODI Tri- Series 2025 April-May

চ্যাম্পিয়নস ট্রফিতে জসপ্রীত বুমরাহ সহ যশস্বী জয়সওয়ালকেও বাদ দিয়েছে BCCI। আর যশস্বীর জায়গায় স্থান পেয়েছেন KKR-র তরুণ পেসার বরুণ চক্রবর্তী। যশস্বীকে প্রথমে চ্যাম্পিয়নস ট্রফির জন্য নির্বাচিত করা হলেও শেষ মুহূর্তে তাঁর নাম বাদ দেওয়া হয়।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

বুমরাহর অনুপস্থিতিতে ভারতীয় বোলিং বিভাগ যাতে শক্তি না হারায় তাঁর জন্যই বরুণ চক্রবর্তীকে দলে স্থান দেওয়া হয়েছে। এছাড়াও পেস বিভাগ সামলানোর জন্য ভারতীয় দলের অভিজ্ঞ প্লেয়ার মহম্মদ শামি রয়েছেন। বর্তমানে চোট সারিয়ে মাঠে ফিরেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে T20 ও ODI টিমে দলের হয়ে খেলার সুযোগও পেয়েছেন। খুব ভালো পারফরমেন্স দেখাতে না পারলেও, তাঁকে নিয়ে আশায় বুক বাধছে ভারতীয় সমর্থকরা।

READ MORE:  Mohammed Shami Breaks Islamic Rules: দেশের স্বার্থে রোজা ভেঙে কট্টরপন্থীদের তোপের মুখে শামি | Mohammed Shami Breaks Roja

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী।

Scroll to Top