বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফির (Champions Trophy 2025) উদ্বোধনী ম্যাচেই পরাজয় দেখেছে আয়োজক পাকিস্তান। প্রথম ম্যাচে হারের পর বুকের বাঁদিকের যন্ত্রণাটা যেন আরও জেঁকে বসেছে পিসিবি কর্তাদের। এহেন আবহে নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হওয়ার পর ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই বিরাট দুঃসংবাদ পাক শিবিরে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
সূত্র বলছে, নিউজিল্যান্ডের ম্যাচে চোট পেয়েছিলেন পাকিস্তানের তাবড় তারকা ফখর জামান। এবার সেই যন্ত্রণাকে সামনে রেখেই চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। ফখরের বদলি হিসেবে দলে জায়গা হয়েছে নতুন পাক ক্রিকেটারের।
ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে চোট পাক ক্রিকেটারের
আইসিসির নির্ধারিত সূচি অনুযায়ী, 19 ফেব্রুয়ারি পাক ময়দানে ম্যাচ গড়িয়েছিল পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের। এই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ফিল্ডিং করতে নামে পাকিস্তানি ছেলেরা। এমন সময় ফিল্ডিং চলাকালে আহত হন পাকিস্তানি ক্রিকেটার ফখর জমান। খেলোয়াড়ের জোরালো চোটের পরই চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী তড়িঘড়ি তাঁকে চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরিয়ে বিকল্প হিসেবে নতুন খেলোয়াড়কে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে পাক ক্রিকেট বোর্ড।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
ভারতের ম্যাচের আগে বিরাট ক্ষতি পাকিস্তানের
বেশ কিছু সূত্র বলছে, দুর্দান্ত ফর্মে ছিলেন পাকিস্তানি খেলোয়াড় ফখর। মনে করা হচ্ছিল, তাঁর দুরন্ত পারফরমেন্সকে সঙ্গী করেই রোহিত শর্মাদের বিপক্ষে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতের পশ্চিম দিকের দেশ। তবে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু হতে না হতেই চোট আঘাতে ছিটকে গেলেন খেলোয়াড়।
ভারতের ম্যাচের আগেই একপ্রকার ব্যাক ফুটে পাকিস্তান। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করছে, ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে ফখর জামানের দলে না থাকা পাকিস্তানকে যথেষ্ট সমস্যায় ফেলবে। বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠ দখলের আগে ফখরের আহত হওয়াটা দলের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
ফখরের বিকল্প হিসেবে দলে ভিড়লেন ইমাম
ওয়ানডে কেরিয়ারে 86টি একদিনের ম্যাচ খেলে 3651 রান করা পাকিস্তানি ক্রিকেটার ফখর সম্প্রতি দলের অন্যান্যদের পারফরমেন্সের সাথে পাল্লা দিয়ে এগোচ্ছিলেন। পাক তারকার শেষ 4 ওয়ানডে ম্যাচের পরিসংখ্যান বলছে, ম্যাচগুলিতে যথাক্রমে 86, 41, 10 এবং 24 রান করে জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন জমান।
আর সেই সূত্র ধরেই ভারতের বিপক্ষে তাঁকে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করার কথা ভাবছিল পাকিস্তান। তবে নিউজিল্যান্ডের ম্যাচের পর আপাতত সেই চিন্তা অতীত। সূত্র বলছে, চোট আঘাতের কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাওয়ায় ফখরের বিকল্প হিসেবে ভারতের বিপক্ষে মাঠে নামবেন ইমাম উল হক। মনে করা হচ্ছে তাঁকে দিয়েই গোটা মিনি বিশ্বকাপের যাত্রা শেষ করবে পাকিস্তান।
আরও পড়ুন: ৫ উইকেট নিয়ে কাকে ফ্লাইং কিস করেছিলেন শামি? জানালেন নিজেই
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সম্ভাব্য একাদশ
মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ইমাম উল হক, সৌদ শাকিল, কামরান গোলাম, তৈয়ব তাহির, সালমান আলি আগা, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মুহাম্মদ হাসনাইন, হারিস রউফ।